টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা সৌম্যের
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
দুই ম্যাচের টেস্ট সিরিজ সমতায় শেষ করার পর ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সৌম্য বলেন, আমরা তিন বিভাগে ভালো পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারবো।
হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করতে পারে বাংলাদেশ।
টেস্ট সিরিজের শেষ ম্যাচের জয়ে, ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে আত্মসমর্পন করে টাইগাররা। তিন ম্যাচই হেরে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ২৯৪, দ্বিতীয় ম্যাচে ২২৭ ও তৃতীয় ম্যাচে ৩২১ রান করে পরাজিত হয় বাংলাদেশ।
তবে টি-টোযেন্টি সিরিজে দলগত পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব বলে মনে করেন সৌম্য। তিনি বলেন, ‘কোনটা বড় কিংবা কোনটা ছোট দল সেটা থেকে বড় কথা হচ্ছে- কোন দল ২০টা ওভার ভালো খেলবে, কোনটা ৪০ ওভার ভালো খেলবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে পারলে, দল হিসেবে খেলতে পারলে আমরা তাদের সহজেই হারাতে পারবো বলে আশা করি।’
টি-টোয়েন্টিতে অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান সৌম্য। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। সেটা থেকে আমাদের দিকে মনোযোগ দিতে হবে। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো।’
ওয়ানডেতে বোলাররা ভালো করতে না পারলেও, ব্যাটারদের ভালো পারফরমেন্সের কথা মনে করিয়ে দেন সৌম্য। টি-টোয়েন্টিতেও ব্যাটাররা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি, ‘আমরা ওয়ানডেতে সবসময় ভালো খেলে আসছিলাম। কিন্তু সর্বশেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে ভালো বিষয় হচ্ছে, আমরা ব্যাটাররা তিনশ রান করেছি। এটা খুবই ভালো দিক। আমাদের বোলাররা সব সময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা কিছুটা স্ট্রাগল করেছে। আশা করি তারা সামনে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করেছে বলেই ওয়ানডেতে আমরা তিনশ রান করেছি। ব্যাটা বোলাদের মিলে ভাল করতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা
২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা
মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে
২৪ এর আন্দোলনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে- মাহমুদুল হক রুবেল
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ঢাকা আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১২ ইরানি চলচ্চিত্র
বর্ষসেরা এশিয়ান স্কুলবয় বক্সার ইরানের আহমাদি
মানিকগঞ্জে খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নবীনবরন অনুষ্ঠান
লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার
৬৫ ডিআইজি-পুলিশ সুপারকে একযোগে বদলি
লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার