ফিরেই ঝলমলে শান্ত, জিতেই চলেছেন তামিমরা
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
কুঁচকির চোট ওয়েস্ট ইন্ডিজে যেতে দেয়নি নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ দল টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজটাও খেলতে যাচ্ছে নিয়মিত অধিনায়ককে ছাড়া। ওয়েস্ট ইন্ডিজে যেতে না পারলেও মাঠে ফিরেছেন শান্ত। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে গতকাল রাজশাহীর হয়ে খেলেছেন। ৩৫ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেই ৮০ রানের ইনিংস খেলেছেন নাজমুল। তবে বিকেলের ম্যাচটিতে বরিশালের কাছে হেরেছে তার দল।
গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করার পর কুঁচকির চোট ছিটকে দেয় নাজমুলকে। এরপর ফিরেই এদিন সিলেট একাডেমি মাঠে (আউটার স্টেডিয়ামে) ৫৪ বলে ৮০ রান করেছেন ৫ চার ও ৪ ছক্কায়। টি-টোয়েন্টিতে ১৮ ইনিংস পর ফিফটি করা নাজমুল হাবিবুর রহমানকে (৩৩ বলে ৪৭) নিয়ে উদ্বোধনী জুটিতে ৯.৫ ওভারে ৮৯ রান যোগ করেন। হাবিবুল মেরেছেন ৫টি ছক্কা। নাজমুল ফেরেন ১৯তম ওভারে দলকে ১৭৪ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। তার দল রাজশাহী করতে পারে ৫ উইকেটে ১৮৪ রান।
রানটা ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় বরিশাল। আবদুল মজিদ ও ইফতিখার হোসেনের উদ্বোধনী জুটি ৮.৫ ওভারে বরিশালকে এনে দেয় ৭৯ রান। এই ভিতের ওপর দাঁড়িয়ে বরিশালকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন ফজলে রাব্বি। ৩৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৬ রান করেছেন রাব্বি। ওপেনার মজিদ ৩৯ বলে করেছেন ৫৩ রান। ইফতিখার ২৪ বলে করেন ৩৫ রান। শেষ ওভারে বরিশালের দরকার ছিল ৯ রান। মঈন খান প্রথম ৩ বলেই ৪ মেরে জিতিয়ে দেন দলকে।
এদিকে, বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪.৪ ওভারে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে সিলেট। সেখান থেকে অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করে সিলেটকে ১২০ রান এনে দেন তোফায়েল আহমেদ ও আবু জায়েদ। জুটিতে জায়েদের অবদান ৪ রান। তোফায়েল ৩৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ১২১ রানের লক্ষ্যটা ১৫.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে পেরিয়ে যায় রংপুর। নাঈম ইসলাম ৩৫ বলে ৫০ রান করে নেতৃত্ব দেন দলের টানা তৃতীয় জয়ে।
এর আগে সকালে সিলেট আউটার স্টেডিয়ামে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে খুলনার বিপক্ষে ৯ উইকেটে ১৪৬ রান তোলে ঢাকা মহানগর। ওপেনার ইমরানউজ্জামান ২৮ বলে করেন সর্বোচ্চ ৪৬ রান। ইনিংসে শেষ তিন বলে ৩ উইকেট হারায় দলটি, দুজন হন রানআউট। আগের ম্যাচেও বরিশালের ইনিংসের শেষ ৪ বলে ৩টি রানআউট করে অবিশ্বাস্যভাবে জিতেছিল খুলনা। রান তাড়ায় শেষ ওভারে ২ উইকেট হাতে নিয়ে ১৮ রান দরকার ছিল খুলনার। মেহেদী রানা ও জায়েদ উল্লাহরা তুলতে পারেন ১১ রান। ৬ রানের জয়ে তিনে তিন করে ফেলে মহানগর।
সকালের অপর ম্যাচে ঢাকা বিভাগকে ১০ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম। ১৬.৪ ওভারে ঢাকা অলআউট ৬৪ রানে। তাইবুর রহমান (৪৩ বলে ৩০) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। চট্টগ্রামের ফাহাদ হোসেন ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৪ উইকেট। ঢাকার প্রথম ৪টি উইকেটই পেয়েছেন এই বাঁহাতি পেসার। রান তাড়ায় ১১ ওভারেই বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। মাহমুদুল হাসান ৩৭ বলে ৪৪ ও তামিম ইকবাল ২৯ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
মানিকগঞ্জে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন পুলিশের ৩ ট্রাফিক কর্মকর্তা
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ঢাকা আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১২ ইরানি চলচ্চিত্র
বর্ষসেরা এশিয়ান স্কুলবয় বক্সার ইরানের আহমাদি
মানিকগঞ্জে খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নবীনবরন অনুষ্ঠান
লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার
৬৫ ডিআইজি-পুলিশ সুপারকে একযোগে বদলি
লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার
সৈয়দপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আটঘরিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি-শোভাযাত্রা
সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
শুরু হলো মাস্টারকার্ড-এর ফ্ল্যাগশিপ ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫’