চ্যালেঞ্জিং সংগ্রহের পর শুরুতেই উইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম
সংগ্রহটা প্রত্যাশার পারদ স্পর্শ করতে পারেনি। তবে সৌম্য সরকার, ও শামিম হোসেনের দুটি কার্যকর ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। পরে বল হাতে শুরুতেই জোড়া আঘাত হেনে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে সফরকারীরা।
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৪৭ রান। জবাবে ২ রানে ২ উইকেট হারিয়ে বসা উইন্ডিজ পাওয়ার প্লেতে হারায় জনসন চার্লকেও।
টস হেরে ব্যাট বেছে নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় তৃতীয় ওভার করতে আসেন আকিল হোসেন। এই স্পিনারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান তানজিদ হাসান (১১ বলে ৬)। এসেই পরের বলে আকিলকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন খুব খারাপ সময়ে থাকা লিটন কুমার দাস। পাওয়ার প্লের মধ্যে আরেক স্পিনার রস্টন চেইসের শিকার হয়ে ফেরেন আফিফ হোসেন (১১ বলে ৮)। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন প্রবল চাপে।
এরপর ৪২ বলে ৫৭ রানের জুটি গড়েন সৌম্য ও জাকের আলি। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পরেননি জাকের (২৭ বলে ২৭)।
দুবার ক্যাচ থেকে নতুন জীবন পাওয়া সৌম্য বোল্ড হন ওয়েব ম্যাকয়ের বলে, ২ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে।
১৫ ওভারে বাংলাদেশ দলের রান ছিল ৫ উইকেটে ৯৬।
শেষ ৫ ওভারে যোগ হয়েছে ৫১ রান। যার অর্ধেকের বেশি শামীম হোসেনের। এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা এই বাঁহাতি বিশতম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে করেন ১৩ বলে ২৭ রান। ছোট্ট ক্যামিও ইনিংসটিতে ছিল ৩টি ছক্কা ১টি চার। মেহেদী হাসান অপরাজিত থেকেছেন ২৪ বলে ২৬ রানে।
অল্প পুঁজি নিয়ে বল হাতে প্রথম ওভারে স্রেফ ১ রান দেন হাসান মাহমুদ। পরের ওভারের পোথম বলেই ব্রান্ডন কিংকে মিড অফে তানজিদের ক্যাচ বানান তাসকিন আহমেদ।
পরে বল হাতেও উইন্ডিজকে এলোমেলো করে দেন মেহিদি। নিজের প্রথম ও দলীয় তৃতীয় ওভারে নিকোলাস পুরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই স্পিনার। নিজের পরের ওভারে জনসন চার্লকে মিড অফে হাসানের ক্যাচে পরিণত করেন মেহেদি। ২ রানে ২ উইকেট হারানো উইন্ডিজ ৫ ওভারে ৩৩ রানে হারায় তৃতীয় উইকেট।
নিজের তৃতীয় ও দলীয় সপ্তম ওভারে জোড়া উইকেট নেন মেহেদি। দুজনই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে লিটনের হাতে। ৩৮ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে শেষ হয় মেহেদির বোলিং কোটা।
নিজের প্রথম ওভারে ২৫ রান দেওয়া তানজিম হাসান সাকিব একাদশতম ওভার করতে এসে তৃতীয় বলে ধরেন শিকার। গুড়াকেশ মোটিকে কট বিহাইন্ড করেন এই তরুণ পেসার। ৫৮ রানে ষষ্ঠ উইকেট হারায় উইন্ডিজ।
এই রিপোর্ট লেখার সময় জয়ের জন্য ৫৩ বলে ৮৮ রান দরকার ক্যারিবীয়দের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা