ফিনিশার শামীমের কাজ তো এটাই!
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম
দুই ম্যাচে খেলা একই উইকেটে। বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রও প্রায় একই। শামীম হোসেন যখন ক্রিজে গেছেন, দলের অবস্থা সঙ্গীন। চাপের মধ্যেও দুই ম্যাচে সহজাত ব্যাটিং উপহার দিয়ে দলের জয়ে তিনি রেখেছেন বড় অবদান। নিজের ব্যাটিংয়ের ধরন আর দলে ভ‚মিকা নিয়ে তার চিন্তাটাও খুব স্বচ্ছ। সিরিজ জয়ের পর আগ্রাসী ব্যাটসম্যানের পরিষ্কার কথা, ফিনিশার হিসেবে তার কাজ কেবল বলকে পেটানো।
এক বছর পর দলে ফিরে বল পেটানোর কাজটা ভালোভাবে করতে পারছেন শামীম। এক ম্যাচ বাকি রেখেই বাংলাদেশ সিরিজ জিততে পেরেছে মূলত বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে। তবে শামীমের ইনিংস দুটি না হলে বোলাররা জেতাতে পারতেন কি না, প্রশ্ন তোলাই যায়। প্রথম ম্যাচে শামীম যখন উইকেটে যান, ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৫। সেখান থেকে দলকে দেড়শর কাছে যেতে সহায়তা করে তার ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসটি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় গতকাল সকালে ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ৮৮। একশর নিচে আটকে পড়ার শঙ্কায় থাকা দলকে ১২৯ রানে নিয়ে যান মূলত শামীম। এবার তার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস।
বোলারদের দারুণ পারফরম্যান্সের ম্যাচে শামীমের ইনিংসের গুরুত্ব এতটাই ছিল যে, ম্যান অব দা ম্যাচের পুরস্কার পান তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার সেরা হতে পারলেন তিনি। পুরস্কার বিতরণীতে ২৪ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, ফিনিশারের দায়িত্বকেই আপন করে নিয়েছেন তিনি, ‘আমি খুবই খুশি। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। দলে আমার দায়িত্ব ফিনিশারের, আমার কাজই হলো বলে হিট করা। গত কয়েক মাসে অনেক পরিশ্রম করেছি।’ পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও দলের জয়ে অবদান রাখার উচ্ছ¡াস তুলে ধরলেন তিনি, ‘আমার সবসময়ই চিন্তা থাকে যে, দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি, আমার দল অনেক ওপরে চলে যাবে। সবসময় ইতিবাচক ভাবনা থাকে আমার। ভালো খেলতে পেরেছি, এতেই আমি খুশি, আমার পরিবার খুশি, পুরো দেশ খুশি। এটাই ভালো লাগছে।’
গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের পর দলে জায়গা হারিয়েছিলেন শামীম। এরপর বিপিএলে কিছুটা ঝলক দেখালেও পারফরম্যান্স খুব ভালো ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাননি। তবে ইতিবাচক থেকে ব্যাটিং নিয়ে কাজ করে গেছেন তিনি। জাতীয় দলের আশেপাশ যেখানে সুযোগ পেয়েছেন, ভালো করার চেষ্টা করেছেন। নিজেকে আরও শাণিত করতে পেরেছেন বলেই বিশ্বাসটা ছিল যে, জাতীয় দলে ফিরলে এবার ভালো করবেন, ‘বাদ পড়েছিলাম, ওসব নিয়ে চিন্তা করি না। অনেক ইতিবাচক চিন্তা নিয়ে চলাফেরা করি এবং খুশি থাকতে পছন্দ করি। জানতাম, যে কোনো সময় ফিরে আসতে পারব। আমি সবশেষ যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি দল, এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফর, ইমার্জিং দল, ওসবে ভালো খেলেই এসেছি। এজন্য অনেক আত্মবিশ্বাস পাচ্ছিলাম যে, সুযোগ পেলে ভালো খেলব।’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবেন লিটন দাসরা। এই ম্যাচেও শামীমের কাছ থেকে এমন অবদানই চাইবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের
ইয়েমেন বিমানবন্দরে হামলায় আহত জাতিসংঘ কর্মী উদ্ধার: ডব্লিউএইচও