মাশরাফি খেলবেন ‘পরিস্থিতি’ বুঝে
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
সিলেট স্ট্রাইকার্সের পথচলায় শুরু থেকেই জড়িয়ে আছে মাশরাফি বিন মুর্তজার নাম। তিনিই আগে নেতৃত্ব দিয়েছেন দলটির। এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি। কেন অনিশ্চয়তা নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ ফিটনেসের কথা বললেও তা পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট।
আগামীকাল থেকে শুরু হবে বিপিএল, পরদিনই সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। গতকাল তাই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। সব ক্রিকেটার থাকলেও এই অনুশীলনে ছিলেন না মাশরাফি। গণমাধ্যমকে কোচ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডের অবস্থা- স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই এভেইলেবল ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে (গতকাল) দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা অন দ্য ওয়ে।’
মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এরপর আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। একাদশ ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি। সংসদ সদস্য থাকা অবস্থায়ই জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ও বিপিএল চালিয়ে গেছেন। আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মাশরাফিকে প্রকাশ্যে দেখা না গেলেও অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের সর্বশেষ দুই আসরে এই ফ্রাঞ্চাইজিতে ছিলেন তিনি। ড্রাফটের সময়ও মাশরাফিকে নিয়ে সিলেট আশাবাদী হলেও এখন পাওয়া যাচ্ছে ভিন্ন ইঙ্গিত। মাশরাফির খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে কোচ ইমনের বক্তব্য- ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’
ফিটনেসের কারণ বোঝা গেলেও আলাদা করে ‘পরিস্থিতি’ শব্দের উপর জোর দিয়ে ইমন ইঙ্গিত দেন অন্য কিছুর দিকে। জানা গেছে, রাজনৈতিক কারণেই সাকিব আল হাসানের মতন মাশরাফির বিপিএল খেলাও পড়েছে অনিশ্চয়তায়। দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন। দল ক্ষমতা হারানোর পর তাদেরকে একাধিক মামলায় আসামী করা হয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছেন না মাশরাফি। অনুশীলনের বাইরে থাকায় ফিটনেস ঠিক থাকা স্বাভাবিকভাবেই কঠিন। তবে মাশরাফিকে নিয়ে এখনো হাল ছাড়তে চায় না সিলেট। তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির কোচ, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’
মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তার মতন এখনো অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট। টুর্নামেন্টের দুদিন আগেও কাকে নেতৃত্বের ভার দিবে তারা তা ঠিক করতে পারেনি। সেটা নিয়ে সভা করার কথা বললেন ইমন, ‘অধিনায়ক আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি। আজকে আমাদের মালিকসহ কোচিং স্টাফদের মিটিং আছে। আজকেই (গতকাল) ঘোষণা করবো।’ গতকাল সন্ধ্যায় রিপোর্টটি লেখা পর্যন্ত সেই নামটি জানা যায়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে ডিসি লেকে ফের চালু হলো প্যাডেল বোট
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাংবাদিক ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
জুলাই অভ্যুত্থানে আহত বিএসএমএমইউতে চিকিৎসাধীনদের আন্দোলন : সারজিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দনিয়া কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত