এমন ‘শাস্তি’ও যে শান্তির!
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
বিশ্রামের কথাই শোনা গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পূর্ণ ফিট শাহিন আফ্রিদিকে পেতেই তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে রাখা হয়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে নতুন তথ্য। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নির্বাচকদের ‘অবাধ্য’ হওয়ার ‘শাস্তি’ দিতেই টেস্ট দলে রাখা হয়নি আফ্রিদিকে। সংবাদমাধ্যমটি এক সূত্রের বরাতে জানিয়েছে, একজন নির্বাচকের কর্তৃত্ববাদী আচরণ খেলোয়াড়দের মধ্যে অসন্তুষ্টি তৈরি করেছে। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আফ্রিদি এখনো লাল বলের ক্রিকেট খেলতে চান। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে না পেরে তিনি হতাশ। ওয়ানডে সিরিজ শেষে তিনি টেস্টের জন্য সেখানে থাকতে চেয়েছেন, তবে কেউ তাঁকে টেস্টে খেলার জন্য প্রস্তাব করেননি।
আফ্রিদি অবশ্য সেটি নিয়ে বাড়তি না ভেবে চলে এসেছেন বাংলাদেশে। প্রথমবারের মতো খেলবেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আফ্রিদি রাজি হয়েছেন মূলত তামিম ইকবালের ডাকে।
বিপিএলের ১১তম আসরে অংশ নিতে গতপরশু রাতে চলে এসেছেন বাঁহাতি পেসার। বর্তমান চ্যাম্পিয়ন দলটির হয়ে মাঠে নামতে মুখিয়ে তিনি। বাংলাদেশে এসে প্রস্তুতি শুরু করতে একদম সময় নেননি আফ্রিদি। ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে দলের সঙ্গে গতকালই চলে আসেন অনুশীলনে। বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অধিনায়ক তামিম, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমদের সঙ্গে খোশ মেজাজেই দেখা যায় আফ্রিদিকে। পরে অনুশীলন শেষে মুখোমুখি হয়ে শুরুতেই বাংলায় ‘ভালোবসি’ বলে চমকে দেন সংবাদমাধ্যমকে। এবার বিপিএলে খেলতে আসার পেছনের কারণও যে সেই ভালোবাসা সেটিও জানালেন। বললেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কলই বিপিএলে খেলতে আসার পেছনে কারণ।’
এখন পর্যন্ত নিজ দেশের পিএসএল ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি, ইংল্যান্ডের দা হান্ড্রেড ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন আফ্রিদি। বিপিএলে এর আগে খেলার ইচ্ছা থাকলেও অন্যান্য ব্যস্ততায় আসতে পারেননি। এবার তামিমের ফোন পেয়ে তাই রাজি হয়ে যান আফ্রিদি, ‘তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই নানা কারণে খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
প্রথমবার বিপিএল খেলতে এসে অবশ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারবেন না আফ্রিদি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকার কথা তার। তাই বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেন ২৪ বছর বয়সী পেসার। আপাতত রোমাঞ্চ নিয়ে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আফ্রিদি, ‘বাংলাদেশ (প্রিমিয়ার) লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি অপেক্ষায়। আপাতত সামনে তাকিয়ে। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি ভালো করতে পারব।’
বিপিএলে তারকাখ্যাতি হিসেব করলে গতকাল পর্যন্ত উপস্থিত থাকা বিদেশিদের ভেতরই শাহিনই সবচেয়ে বড় নাম। তবে বিনীত শাহিন নিজের দিকে পুরো মনোযোগ নিতে চান না, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’
আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে বিপিএল। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বরিশাল। তাদের প্রথম প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। বাঁহাতি পেসার আফ্রিদি অবশ্য বরিশালের হয়ে শুধু বিপিএলে তাঁদের প্রথম পাঁচটি ম্যাচেই খেলতে পারবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। বিপিএল শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। ১৫ জানুয়ারি থেকে পাকিস্তান আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
চলতি বছর দেশে স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে ৬২ বার
সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব : ইডেন গণপূর্ত বিভাগ
বড় রানে শুরু বিপিএল
ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ
পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে ইউএনও’র কম্বল বিতরণ
গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫
এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ
মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ
নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত
রমজানে নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে : বাণিজ্য উপদেষ্টা