এমন ‘শাস্তি’ও যে শান্তির!
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
বিশ্রামের কথাই শোনা গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পূর্ণ ফিট শাহিন আফ্রিদিকে পেতেই তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে রাখা হয়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে নতুন তথ্য। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নির্বাচকদের ‘অবাধ্য’ হওয়ার ‘শাস্তি’ দিতেই টেস্ট দলে রাখা হয়নি আফ্রিদিকে। সংবাদমাধ্যমটি এক সূত্রের বরাতে জানিয়েছে, একজন নির্বাচকের কর্তৃত্ববাদী আচরণ খেলোয়াড়দের মধ্যে অসন্তুষ্টি তৈরি করেছে। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আফ্রিদি এখনো লাল বলের ক্রিকেট খেলতে চান। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে না পেরে তিনি হতাশ। ওয়ানডে সিরিজ শেষে তিনি টেস্টের জন্য সেখানে থাকতে চেয়েছেন, তবে কেউ তাঁকে টেস্টে খেলার জন্য প্রস্তাব করেননি।
আফ্রিদি অবশ্য সেটি নিয়ে বাড়তি না ভেবে চলে এসেছেন বাংলাদেশে। প্রথমবারের মতো খেলবেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আফ্রিদি রাজি হয়েছেন মূলত তামিম ইকবালের ডাকে।
বিপিএলের ১১তম আসরে অংশ নিতে গতপরশু রাতে চলে এসেছেন বাঁহাতি পেসার। বর্তমান চ্যাম্পিয়ন দলটির হয়ে মাঠে নামতে মুখিয়ে তিনি। বাংলাদেশে এসে প্রস্তুতি শুরু করতে একদম সময় নেননি আফ্রিদি। ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে দলের সঙ্গে গতকালই চলে আসেন অনুশীলনে। বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অধিনায়ক তামিম, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমদের সঙ্গে খোশ মেজাজেই দেখা যায় আফ্রিদিকে। পরে অনুশীলন শেষে মুখোমুখি হয়ে শুরুতেই বাংলায় ‘ভালোবসি’ বলে চমকে দেন সংবাদমাধ্যমকে। এবার বিপিএলে খেলতে আসার পেছনের কারণও যে সেই ভালোবাসা সেটিও জানালেন। বললেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কলই বিপিএলে খেলতে আসার পেছনে কারণ।’
এখন পর্যন্ত নিজ দেশের পিএসএল ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি, ইংল্যান্ডের দা হান্ড্রেড ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন আফ্রিদি। বিপিএলে এর আগে খেলার ইচ্ছা থাকলেও অন্যান্য ব্যস্ততায় আসতে পারেননি। এবার তামিমের ফোন পেয়ে তাই রাজি হয়ে যান আফ্রিদি, ‘তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই নানা কারণে খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
প্রথমবার বিপিএল খেলতে এসে অবশ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারবেন না আফ্রিদি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকার কথা তার। তাই বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেন ২৪ বছর বয়সী পেসার। আপাতত রোমাঞ্চ নিয়ে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আফ্রিদি, ‘বাংলাদেশ (প্রিমিয়ার) লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি অপেক্ষায়। আপাতত সামনে তাকিয়ে। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি ভালো করতে পারব।’
বিপিএলে তারকাখ্যাতি হিসেব করলে গতকাল পর্যন্ত উপস্থিত থাকা বিদেশিদের ভেতরই শাহিনই সবচেয়ে বড় নাম। তবে বিনীত শাহিন নিজের দিকে পুরো মনোযোগ নিতে চান না, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’
আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে বিপিএল। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বরিশাল। তাদের প্রথম প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। বাঁহাতি পেসার আফ্রিদি অবশ্য বরিশালের হয়ে শুধু বিপিএলে তাঁদের প্রথম পাঁচটি ম্যাচেই খেলতে পারবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। বিপিএল শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। ১৫ জানুয়ারি থেকে পাকিস্তান আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার