বিপিএলে স্পেটিং উইকেট

এ কোন মিরপুর!

Daily Inqilab ইমরান মাহমুদ

০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে দুর্বার রাজশাহী ৩ উইকেটে করল ১৯৭। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে ৬ উইকেটে ২০০ করে ম্যাচটি জিতে নেয় ফরচুন বরিশাল। রাতের ম্যাচে রংপুর রাইডার্স ৬ উইকেট হারিয়ে তোলে ১৯১। তবে শেষ পর্যন্ত ব্যাট করে ১৫১ রানেই থামে ৯ উইকেট হারানো ঢাকা ক্যাপিটালস। গতকাল ৪ উইকেটে ২০৩ রান তোলা খুলনা টাইগার্সের জবাব দিতে নেমে ৭ বল আগে ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম কিংস। আর লো স্কোরিং রাতের ম্যাচটিও ছাড়িয়েছে দেড়শ’র কোটা। রংপুরের দেয়া ১৫৫ রানের জবাবে ১২১ রানেই গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ৪টি টি-টোয়েন্টি ম্যাচের ৮ ইনিংসে রান হয়েছে ১৩৮৪, ভাবা যায়!
এমন নয় যে টি-টোয়েন্টি ম্যাচে শেরেবাংলা স্টেডিয়াম এর আগে ১৯০-২০০ রান দেখেনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই ২০০ হয়েছে তিনবার, ১৯০ বা তার ওপর ধরলে সংখ্যাটা ১০। এই বিপিএলেই এক ইনিংসে সর্বোচ্চ রান উঠেছে ২১৮, দুই শর ওপরে তো হয়েছে অনেকবারই। তারপরও এবারের বিষয়টি আলোচনায় আসার কারণ, এখন পর্যন্ত হওয়া চার ম্যাচের টানা তিন ম্যাচেই বড় রান দেখেছে এবারের বিপিএল।
আগের দিন প্রথম ম্যাচে রাজশাহী ১৯৭ রান করেও ঠেকাতে পারেনি বরিশালকে। ১৮.১ ওভারেই ৪ উইকেটে ম্যাচ জিতেছে তারা। ম্যাচে ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি। বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল। ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।
গতকাল অঙ্কন ইসলামের দ্রুততম (১৮ বলে) ফিফটিতে খুলনা টাইগার্সের ৪ উইকেটে ২০৩ রানের জবাবে ৭৫ রানে ৮ উইকেট হারিয়েও চিটাগং কিংস শেষ পর্যন্ত করেছে ১৬৬ রান। খুলনার বোলারদের দাপটের মধ্যেও চিটাগংয়ের শামীম হোসেন ঠিকই ৩৮ বলে ৭৮ রান করেছেন ৫ ছক্কা আর ৭ বাউন্ডারিতে। চিটাগং কিংসের ব্যাটিং-ব্যর্থতার দায় যে উইকেটের নয়, সেটি শামীমের ব্যাটিংয়েই পরিষ্কার। কৃতিত্বটা খুলনার বোলারদের ভালো বোলিংকেই দিতে হবে। অর্থাৎ মিরপুরের উইকেট শুধুই ব্যাটিংবান্ধব, তা বলা যাবে না। চাইলে বোলাররাও পারছেন উইকেটের ফুল ফোটাতে। বরিশালও যেমন কাল ম্যাচ জয়ের আগে ৬১ রানে হারিয়েছিল ৫ উইকেট।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের চোখে, বিপিএলে এবার এখন পর্যন্ত মিরপুরের উইকেট দেখাচ্ছে তার সেরা রূপ। আজ নতুন বছরের প্রথম দিনে ৭১-এ পা দিতে যাওয়া রকিবুল বলেলেন, ‘উইকেট অত্যন্ত ভালো। কাল (গতপরশু) দুই ম্যাচেই ব্যাটসম্যানরা রান পেয়েছে, আবার বোলাররাও চাইলে উইকেট থেকে সুবিধা নিতে পেরেছে। প্রথম দিন দ্বিতীয় ম্যাচে কয়েকটা বল মনে হচ্ছিল একটু কঠিন, তবে পরে আবার ঠিক হয়ে গেছে। উইকেটে অসম কিছু নেই, এটাই বড় কথা’।
মিরপুরের উইকেটের এমন ‘স্পোর্টিং’ আচরণের পেছনের গল্পটা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ‘অন্যরকম’ বিপিএল নিয়ে এবার যে আলোচনা, তাতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক শুরুতেই শর্ত দিয়েছিলেন- মাঠের ক্রিকেটটা ভালো হতে হবে। সেই ধারণা থেকেই বিপিএলে মিরপুর এবার দেখছে স্পোর্টিং উইকেট। ভালো ক্রিকেটের শর্ত পূরণের দায়িত্ব অনেকাংশে ক্রিকেটারদের হলেও উইকেট ভালো না হলে ভালো ক্রিকেট খেলা কঠিনই। বিপিএল শুরুর আগে মিরপুরের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার উদ্দেশে তাই বোর্ড সভাপতির পরিষ্কার বার্তা ছিল- উইকেট হতে হবে স্পোর্টিং, বিপিএলে যেন রান হয়।
গতকাল দিনের প্রথম ম্যাচের সময় প্রেসবক্স ঘুরতে এসে সাংবাদিকদের ফারুক সে কথাই বলেছেন, ‘কিউরেটরকে আগেই নির্দেশনা দিয়েছি, উইকেট যেন স্পোর্টিং হয়। ব্যাটসম্যানরা রান করতে পারে, বোলাররাও যেন চাইলে ভালো বোলিং করতে পারে। উইকেটে আড়াই মিলিমিটার ঘাস রাখা হয়েছে। ঘাস আরও কমও রাখা যেত, কিন্তু সে ক্ষেত্রে পরের দিকে উইকেট ভালো থাকত না। আমি বলেছি এ রকম উইকেটই রাখতে।’
কথা প্রসঙ্গে বিসিবি সভাপতি টেনেছেন এ মাসের শুরুতে সেন্ট কিটসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের কথা। ৩-০ তে হারা সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ২৯৪ ও শেষ ম্যাচে ৩২১। এই রান করে ম্যাচ হারলেও খেলা দেখে ফারুকের মনে হয়েছে, ভালো উইকেট পেলে বাংলাদেশের ব্যাটসম্যানরাও পারে ভালো ব্যাটিং করতে। আবার এ ধরনের উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয়, সেটা শেখা দরকার বোলারদের। বিপিএলে স্পোর্টিং উইকেটের চিন্তাটা সমর্থন পেয়েছে সে অভিজ্ঞতা থেকেও। অবশ্য মিরপুর বলেই এ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে বিপিএলের বাকি ম্যাচগুলোতেও এখানে উইকেট এমনই থাকবে। তবে বিসিবি সভাপতি আশাবাদী, ‘উইকেটের আচরণ অনেক কারণেই বদলাতে পারে। পরের দিকে কী হয় বলতে পারব না। তবে আশা করি খুব বেশি পরিবর্তন হবে না। স্পোর্টিং উইকেটই থাকবে। বিপিএলে দর্শকেরা রান দেখবেন।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই
টিভিতে দেখুন
অকালেই ঝরে গেল স্পিনারের প্রাণ
পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৮
নেপালের ফ্র্যাঞ্চইজি কাবাডিতে বাংলাদেশের ৬
আরও

আরও পড়ুন

‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে?

ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে?

রাজধানীতে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

রাজধানীতে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

নবীনগর - চন্দ্রা মহাসড়ক অবরোধ

নবীনগর - চন্দ্রা মহাসড়ক অবরোধ

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া

চিকিৎসকের ভুলে ৩০০ হাঁসের মৃত্যু, আরো ৩৭০টি অসুস্থ

চিকিৎসকের ভুলে ৩০০ হাঁসের মৃত্যু, আরো ৩৭০টি অসুস্থ

হামাস ৩৪ বন্দি মুক্তি দিতে প্রস্তুত , যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চলছে

হামাস ৩৪ বন্দি মুক্তি দিতে প্রস্তুত , যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চলছে

সঞ্চয়পত্র ক্রয়ে যে ছাড় পাবে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার

সঞ্চয়পত্র ক্রয়ে যে ছাড় পাবে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন

লেবাননে আবারও ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন

লেবাননে আবারও ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন

চট্টগ্রাম আদালতের ১৯১১ মামলার নথি গায়েব

চট্টগ্রাম আদালতের ১৯১১ মামলার নথি গায়েব

রাতের আঁধারে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা রাশিয়ার

রাতের আঁধারে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা রাশিয়ার

তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত, সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত, সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত,নিহত আরও ৮৮ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত,নিহত আরও ৮৮ ফিলিস্তিনি

মারা গেছেন রূপালি পর্দার নবাব প্রবীর মিত্র

মারা গেছেন রূপালি পর্দার নবাব প্রবীর মিত্র

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই

রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত

বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক

বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ