রাজশাহীকে বিশাল ব্যবধানে হারালো চিটাগং
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব দেখালেন চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান। তার মারকুটে শতকের উপর ভর করেই দুর্বার রাজশাহীকে বিশাল ব্যবধানে হারালো চট্টগ্রামের দলটি। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে ১০৫ রানের বড় ব্যবধানে হারায় চিটাগং। আগে ব্যাট করে উসমান খানের অনবদ্য সেঞ্চুরি ও ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের মারমুখি ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে চিটাগং কিংস। চলমান আসরে এটা সর্বোচ্চ দলীয় রান। জবাবে আরাফাত সানি ও আলিস আল ইসলামের ঘূর্ণিজাদুতে পড়ে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। ফলে দ্বিতীয় ম্যাচে এসে বিশাল জয়ের দেখা পায় দীর্ঘদিন পর বিপিএল খেলতে আসা চিটাগং। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৭ রানে হেরেছিল তারা। কাল টস জিতে চিটাগং কিংসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগং। ইমন ডাক মেরে পেসার তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরলে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রীতিমতো ব্যাটিং তা-বে মাতেন উসমান খান। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ১২০ রানের জুটি গড়েন উসমান-ক্লার্ক। তাদের জুটিতেই মূলত চিটাগংয়ের দলীয় সংগ্রহ দুইশ পেরুতে ভূমিকা রাখে। এগারোতম ওভারের পঞ্চম বলে ক্লার্ক আউট হলে ভাঙে এই জুটি। সোহাগ গাজীর শিকার হয়ে ফেরার আগে ২৫ বলে ৫ চার ও ২ ছয়ের মারে ৪০ রান করেন ক্লার্ক। এরপর অধিনায়ক মিঠুনকে সঙ্গে নিয়ে মিরপুরে ঝড় তোলেন উসমান। মিঠুন ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ২৮ রান তুলে ড্রেসিংরুমে ফিরলেও উসমান পেয়ে যান টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। ১৯তম ওভারের প্রথম বলে তাসকিনের শিকার হন এই ব্যাটার। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় উসমান খেলেন ১২৩ রানের অনবদ্য এক ইনিংস। শেষ পর্যন্ত হায়দার আলী ৮ বলে ১৯ ও মোহাম্মদ ওয়াসিম ৫ বল খেলে ৪ রানে অপরাজিত থাকেন। ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আগের ম্যাচের মতো চিটাগংয়ের বিপক্ষেও বোলিং করেন রাজশাহীর গতি তারকা তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ২২ রানে তিনি পান ২টি উইকেট। ১টি করে উইকেট শিকার করেন সোহাগ গাজী, শরিফুল ইসলাম ও রায়ান বার্ল।
জয়ের জন্য বিশাল লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দুর্বার রাজশাহী। আগের দিন ঢাকার বিপক্ষে ম্যাচ জেতা রাজশাহী কাল কিছুই করে দেখাতে পারেনি। চিটাগংয়ের স্পিনারদের তোপের মুখে একশ’ পেরুতেই রাজশাহীর ব্যাটারদের হিমশিম খেতে হয়। তদের পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ হারিস। তার ইনিংসে ছিল ২ চার ও ৩ ছয়ের মার। এছাড়া আকবর আলী (১২ বলে ১৮), ইয়াসির আলী (১৫ বলে ১৬), রায়ান বার্ল (৯ বলে ১০) ও সোহাগ গাজী (১৯ বলে ১১) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বাকি ছয় ব্যাটারের সংগ্রহ ছিল এক অঙ্কের ঘরে! চিটাগং কিংসের বোলারদের মধ্যে আলিস আল ইসলাম ১৭ রানে নেন ৩টি উইকেট। ২৩ রান খরচায় আরাফাত সানিও শিকার করেন ৩ ব্যাটারকে এছাড়া শরিফুল ইসলাম ২৫ ও মোহাম্মদ ওয়াসিম ২৪ রানে নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান চিটাগং কিংসের সেঞ্চুরিয়ান উসমান খান। দুই ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো চিটাগং। তিন ম্যাচ শেষে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট পাওয়া দুর্বার রাজশাহী নেমে গেলো পঞ্চম স্থানে। তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জি এম কাদের
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মান
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ
সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস
সরকারি গাছ চুরির অভিযোগে সদরপুরের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস
ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কিশোরগঞ্জে ইট উৎপাদনে উন্নত প্রযুক্তি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কোনো বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না : দুদু
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখার সুযোগ পেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
রাবি কর্মকর্তা দাবি, বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করা হয়েছে আমাদের ন্যায্য সুবিধা
ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
মোরেলগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান
কাজী জাহিদ ইকবাল খিলখিলের ইন্তেকাল
পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে মৃত্যু এক শুঁটকি পল্লীর জেলে
লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০