ক্লাব ক্রিকেটকে সংকুচিত করার পাঁয়তারা!
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর ক্লাব ক্রিকেটের সংগঠকরা। সেই সঙ্গে বিসিবি গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের পরিচালকের পদ থেকে পদত্যাগও দাবি করেছেন তারা। জুলাই বিপ্লবের পর বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন। যে কমিটির চেয়ারম্যান পরিবর্তিত পরিস্থিতির পর বিসিবির পরিচালক হয়ে আসা নাজমুল আবেদিন ফাহিম। কমিটির বাকি চার সদস্যের কেউই কখনও ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন না। ইতোমধ্যেই পাঁচ সদস্যের এই কমিটি গঠনতন্ত্র সংশোধনের একটি খসড়া প্রস্তাব বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে। এখনও এই খসড়াটি পর্যালোচনার জন্য বিসিবির কার্যনির্বাহী কমিটিতে উত্থাপন করা হয়নি।
তবে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে যে বিষয়গুলো তুলে আনা হয়েছে তা নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকার ক্লাব ক্রিকেটের নিবেদিতপ্রাণ সংগঠকরা। তাদের দাবি সংশোধনী প্রস্তাবগুলো বাতিল করতে হবে। অন্যথায় তারা প্রিমিয়ার লিগ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ না নেয়ারও হুমকি দিয়েছেন। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভায় এমন দাবী জানান সিসিডিএমভূক্ত ঢাকার ৭৬টি ক্লাবের কর্মকর্তারা। পাশাপাশি বিসিবি পরিচালক পদ থেকে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগেরও দাবি তোলেন তারা। খসড়া সংশোধনীতে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২-এ সিসিডিএমভূক্ত ৭৬ ক্লাবের ৭৬ জন কাউন্সিলর থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া সংশোধনী প্রস্তাবে বিসিবির কার্যনির্বাহী কমিটিতে ৭৬ ক্লাব কাউন্সিলের মধ্য থেকে এখন যে ১২জন পরিচালক নির্বাচিত হন তা থেকে কমিয়ে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। এমনকি সিসিডিএমকে বিলুপ্ত করার প্রস্তাবও রাখা হয়েছে সংশোধনীতে।
ক্রিকেট সংগঠকরা মনে করেন, বিষয়টি ঢাকার ক্লাব ক্রিকেটে মর্যাদা ও ঐতিহ্যের প্রতি চরম অবমাননা। এতে ক্ষুব্ধ হয়ে বক্তারা গঠনতন্ত্রের প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিলের দাবি তোলেন। খুব শিগগিরই বোর্ড সভাপতির সঙ্গে বসে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক দাবি জানাবেন। মত বিনিময় সভায় ক্লাব কর্মকর্তারা হুমকি দিয়ে জানিয়ে দেন, গঠনতন্ত্রের প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিল করা না হলে তারা প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগ লিগে অংশগ্রহণ করবে না। মতবিনিময় সভায় মোহামেডানের কাউন্সিলর ও সিসিডিএম এর সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান জানান, ঢাকার ক্লাব না বাঁচলে দেশের ক্রিকেটাররা বাঁচবে না, ক্রিকেটাররা না বাঁচলে দেশের ক্রিকেটও বাঁচবে না। ক্লাব ক্রিকেটে শত শত কোটি টাকা বিনিয়োগ করে ক্লাবগুলো। এই বিনিয়োগ না হলে ক্রিকেটাররা বাঁচবে না। তিনি বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ক্রিকেটের কেউ নেই। অথচ আমরা দেশের ক্রিকেটের মেইন স্টেকহোল্ডার। সেখানে আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার। তা না করে উল্টো কমিয়ে দেয়ার প্রস্তাব করেছেন নাজমুল আবেদিন ফাহিম। আমরা এটা মানি না। এই খসড়া প্রস্তাব বাতিল করতে হবে এবং বোর্ড থেকে তাকে অপসারণ করতে হবে। না হয় আমরা প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগে অংশ নেবো না।’
বর্তমানে ক্লাব ক্রিকেট থেকে বিসিবি পরিচালনা পর্ষদে যে ১২ জন পরিচালক রয়েছেন, সেখান থেকে বাড়িয়ে সংখ্যাটা ১৫-তে উন্নীত করার কথা বলেন সভার বক্তারা। বিসিবির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উত্তরা ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান হোসেন পাপ্পুর সঞ্চলনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক জিএস হাসান তামিম, বিসিবির সাবেক পরিচালক আলী আহসান বাবু, লিজেন্ড অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লৎফুর রহমান বাদল, সিসিডিএমের সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান, লালমাটিয়া ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আদনান রহমান দিপন ও কাজী তাবারাকুল ইসলাম আরিফ সহ অন্যান্য কর্মকর্তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ