সাতের রথে চট্টগ্রামে রংপুর
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
লক্ষ্যটা ১৮৭। এবারের রানপ্রসবা বিপিএলে খুব একটা আহামরী কিছু নয়। দলটি অজেয় রংপুর রাইডার্স হওয়ায় সেটি আরো সম্ভাব্য। তবে সেই উড়ন্ত দলটিকে প্রথম হারের স্বাদ দেয়ার যখন খুব কাছে ডাগআউটে বসে খুনসুটি করছিলেন আর হাসছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের অন্যদেরকেও দেখা গেল বেশ খোশমেজাজে। ১৮ বলে তখন প্রয়োজন ২২ রান। উইকেট বাকি তিনটি। এমন ফুরফুরে আবহই তো থাকবে! একটু পরে সেই মিরাজকে দেখা গেল প্রচ- ক্ষোভে মাঠে বোতল ছুড়ে মারতে। কোচ তালহা জোবায়ের ক্ষিপ্ত হয়ে কাউকে বলছেন কিছু। কারণ, ম্যাচটি তখন তারা হেরে যাওয়ার পথে! হ্যাঁ, এই ম্যাচটিও অবিশ্বাস্যভাবে হেরে গেছে খুলনা। আর হ্যাঁ, আরও একবার, আরও একভাবে প্রতিপক্ষের মুঠো থেকে বের করে নিয়ে অভাবনীয় জয়ের আনন্দে ভেসেছে রংপুর।
গতপরশু বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচটি হলো রোমাঞ্চ-উত্তেজনার চূড়ান্ত দৃষ্টান্ত। ঘুরে দাঁড়ানোর আরেকটি নজির মেলে ধরে ৮ রানের জয়ে রংপুর রাইডার্স ধরে রাখল তাদের অপ্রতিরোধ্য যাত্রা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের দেয়া ১৮৬ রান তাড়ায় জয়ের পথে থাকা খুলনা শেষ পর্যন্ত আটকে যায় ১৭৮ রানে। আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে যখন শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রানের, রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ৩০ রান নিয়ে রূপকথার মতো এক জয় এনে দেন দলকে। এরপর এবারের এই রুদ্ধশ্বাস জয়। রংপুরের এটা সাত ম্যাচে সাত জয়। দুই জয়ে আসর শুরু করা খুলনা হেরে গেল টানা তিন ম্যাচে। তিন ম্যাচে তিন জয়- এমন নিখুঁত পরিসংখ্যান নিয়েই ঢাকা থেকে সিলেটে যায় রংপুর রাইডার্স। তিনে তিন নিয়ে আরেকটি দলও সিলেটে গিয়েছিল। সেই দলটির নাম ঢাকা ক্যাপিটালস। তিন জয় নয়, তিন হার নিয়েই ঢাকা ছেড়েছিল দলটি।
সিলেট পর্ব শেষেও পয়েন্ট তালিকার বিপরীত মেরুতে থেকেই চট্টগ্রামে রংপুর ও ঢাকা। রংপুর তো অজেয়ই রইল। তাতে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে-অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি। পয়েন্ট তালিকায় রংপুরে বিপরীত প্রান্তে অবস্থান করা ঢাকা ক্যাপিটালস ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারার পর সিলেটেও হারে প্রথম তিন ম্যাচে। টানা ছয় ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটিকে স্মরণীয় এক জয়ই এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। দুই ব্যাটসম্যানই পেয়েছেন সেঞ্চুরি। তাতে বিপিএল রেকর্ড ২৫৪ রান তোলে ঢাকা। এরপর দুর্বার রাজশাহীকে ১০৫ রানে অলআউট করে ১৪৯ রানে জিতে বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দলটি।
বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। তবে সব দল সমান ম্যাচ খেলেনি। তাই পয়েন্ট তালিকায় শুধু পয়েন্টের ঘরে তাকালে কিছুটা ভুল বোঝাবুঝি হতেই পারে। রংপুর ও ঢাকা ৭টি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগং কিংস খেলেছে মাত্র ৪টি ম্যাচ। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে পাঁচটি ম্যাচ খেলবে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট পর্ব শেষে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চিটাগং কিংস। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে চিটাগং কিংস। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স। ৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। এই দুই দল আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট সাত ম্যাচে ২।
ঢাকা ও সিলেটে দুটি করে ম্যাচ খেলা চিটাগং কিংস জিতেছে শেষ তিনটি ম্যাচেই। জয়ের এই ধারা ধরে রেখে মোহাম্মদ মিঠুনের দল চাইবে চট্টগ্রামেই প্লে-অফ নিশ্চিত করে ফেলতে। সিলেটে ১০০ ভাগ জয় পেয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং কিংসই। অন্য পাঁচটি দলই হেরেছে অন্তত একটি ম্যাচ। সিলেটে জয়হীন দল একটিই- খুলনা টাইগার্স। সিলেটে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ঢাকায় দুই ম্যাচে দুটিতেই জেতা মিরাজের দল।
ঢাকা ক্যাপিটালসের কথা তো আগেই বলা হয়েছে। সিলেটে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্সও। ঢাকায় একটি ম্যাচ খেলা সিলেট ঘরের মাঠেও প্রথম দুটি ম্যাচ হেরেছিল। এরপর ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পাওয়া দলটি পরের ম্যাচে হারিয়েছে খুলনাকে। পরশু ঘরের মাঠে শেষ অবশ্য চিটাগং কিংসের কাছে হেরে গেছে সিলেটিরা। সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে ১২টি ম্যাচ। সেই পর্ব শেষেই মোটামুটি নিশ্চিত হয়ে যাবে শেষ চারে থেকে কারা প্লে-অফে যাচ্ছে তা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি