বড় মাঠেও জ্বলে তামিমের ব্যাট
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
এবারের বিপিএলের শুরু থেকেই ছুটছে রানফোয়ারা। তবে সেসবের পেছনের গল্প ‘ছোট সীমানা’ যখন সামনে এলো এর বিরুদ্ধে সবচাইতে সরব ছিলেন তামিম ইকবাল। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়কতো একাধিকবার সীমানা বড় করার সুপারিশও করেন। সেটিকে আমলে নিয়েই কি-না ঢাকা, সিলেটের মতো চট্টগ্রামে আর মাঠের সীমানা ছোট করেনি বিসিবি। তাতে বন্দরনগরীর প্রথম বিপিএল ম্যাচটি হলো লো স্কোরিং। তবে তাতে ঠিকই বড় তারকা সেই তামিম। অভিজ্ঞ দলনেতার বিচক্ষণতায় বোলারদের জন্য দিলেন দারুন ফিল্ডিং ফিল্ড, তাতে প্রতিপক্ষকে অল্পে গুটিয়ে পরে ব্যাট হাতে সামনে থেকে এনে দিলেন দাপুটে এক জয়।
খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই স্টেডিয়ামের বাইরে দর্শকদের উপচেপড়া ভিড়। প্রথম বল মাঠে গড়াতে গড়াতে প্রায় পূর্ণ সাগরিকার গ্যালারি। বেশিরভাগ দর্শকের গায়েই ফরচুন বরিশালের লাল জার্সি। সমর্থকদের হতাশ করেনি দলটি। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে ৮ উইকেটে হারিয়েছে তারকাবহুল দলটি। ছয় ম্যাচে বরিশালের এটি চতুর্থ জয়। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। আট ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতেই ঢাকা। তাদের একমাত্র জয় সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে। সিলেটে লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরি সেই জয় এসেছিল রেকর্ড গড়ে।
কোন দল জিততে চলেছে, সেটা ঠিক হয়ে গেছে প্রথম ইনিংস শেষেই। ঢাকার যে বোলিং আক্রমণ, তাতে আর যাই হোক প্রতিপক্ষকে ১৩৯ রানের মধ্যে আটকে ফেললে সেটা অবিশ্বাস্য কিছুই হতো। তার ওপর প্রতিপক্ষ তামিমের বরিশাল, যে দলের ব্যাটিং লাইনআপ এবারের বিপিএলের অন্যতম সেরা। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। তানজিদ হাসান ছাড়া ব্যর্থ হন ঢাকা ক্যাপিটালসে সব ব্যাটসম্যান। টানা দ্বিতীয় পঞ্চাশছোঁয়া ইনিংসে ৬২ রান করেন বাঁহাতি ওপেনার। কিন্তু অন্যদের সমর্থন না পাওয়ায় অল্পে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। রান তাড়ায় তামিমের সঙ্গে ডেভিড মালানের শতোর্ধ্ব রানের জুটিতে ২ উইকেট খুইয়ে ২৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
আগের ম্যাচে প্রথম জয় তোলা ঢাকা আবার হারের ধারায় গেলেও একটা দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা। তাদের বোলাররা এদিন অন্তত পিচে বল রাখতে পেরেছেন। আফগানিস্তানের অলরাউন্ডার ফরমানউল্লাহ নিজের প্রথম ওভারে যা শুরু করেছিলেন তাতে আজও পিচের বাইরে বলের মিছিল শুরু হয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে শেষমেশ ভালোই করেছেন। সেই ওভারে ১০টি বলেই ওভার শেষ করতে পেরেছেন। শুধু তো ফরমানউল্লাহ নন, এই দলে তার মতো অনেকেই আছেন। যাদের মূল উদ্দেশ্যে কোনোভাবে ওভারটা শেষ করা।
থিসারা পেরেরা, চতুরঙ্গা ডি সিলভা সেই ধারাবাহিকতা ধরে রেখেই বোলিং করেছেন। শুরুতে নাজমুল হোসেনকে হারানো বরিশাল তামিম ও মালানের জুটির সুবাদে হেসেখেলে জিতেছে। ৮০ বলে ১১৭ রানের জুটি গড়েন এই দুই বাঁহাতি। ফিফটি পেয়েছেন তামিম, পেরেরার বলে আউটের আগে ৪৮ বলে করেন ৬১ রান। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। তাতে বরিশালের ফ্রাঞ্চাইজিটির হয়ে এতদিন যৌথ সর্বোচ্চ ছয়টি করে হাফসেঞ্চুরি ছিল সাকিব আল হাসান ও তামিমে। এই ফিফটিতে সাকিবকে দুইয়ে ঠেলে সেই রেকর্ড নিজের একার করে নিয়ে চূড়ায় উঠলেন ড্যাশিং এই ওপেনার। বরিশালের জার্সিতে সাকিব ২২ ইনিংসে করেছিলেন ছয়টি ফিফটি। তাকে টপকে যেতে তামিমের লেগেছে ৩০ ইনিংস।
এবারের আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাঁহাতি ওপেনার। শুধু তাই নয়, বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তিনি এই ম্যাচ খেলতে নামেন ৯৭৭ রান নিয়ে। এখন তার সংগ্রহ ৩৮.৪৪ গড় ও ১২৬.২৭ স্ট্রাইক রেটে ১০৩৮ রান। ইংলিশ ব্যাটার মালান অপরাজিত থাকেন ৪১ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৯ রানে। তামিমের সঙ্গে তার জুটি ভাঙে যখন, তখন জয়ের দ্বারপ্রান্তে বরিশাল। এরপর পাকিস্তানি জাহানদাদ খান দুটি ছক্কায় ৪ বলে অপরাজিত ১৩ রান করে দ্রুত খেলা শেষ করেন।
এদিন ফিফটি পেয়েছেন আরেক তামিমও। ঢাকার এই ওপেনার করেছেন ৬২ রান। ৪৪ বলে খেলা এই ইনিংসের পথে ৪টি ছক্কা মেরেছেন তামিম জুনিয়র। তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২০টি ছক্কার মালিকও এই ওপেনার। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৮ রানও এসেছে এই বাঁহাতির ব্যাট থেকে। তানজিদ ছাড়া ঢাকার হয়ে কেউ বড় রান পাননি। গত ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা লিটন এদিন আউট হয়েছেন ১৩ রান করে। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১০ রান। ঢাকা যে কোনোভাবে ১৩৭ রান করেছে, সেটা এসেছে শেষদিকে ফরমানউল্লাহর ১৬ বলে ২২ রানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান