এক মাস আগেই বিদায় বলেছিলেন পোথাস!
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।সপোথাসের চাকরি ছাড়ার খবর সামনে এল এমন সময়ে, যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।
৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। পারিবারিক সমস্যাকে কারণ দেখিয়েছেন তিনি।’ বাংলাদেশ দলের সহকারী কোচের চাকরি ছাড়ার খবর নিজের ফেসবুক পোস্টে পোথাসও দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন ঘরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায়ে কী আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা থাকল। আমি তোমাদের মিস করব।’
পোথাস বাংলাদেশ দলে নিয়োগ পেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে। গত অক্টোবরে শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। পোথাস সর্বশেষ যে সিরিজে কাজ করেছেন, সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন, যার পদবি সিনিয়র সহকারী কোচ। ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) ও শ্রীলঙ্কায় (২০১৭-১৮) প্রধান কোচের দায়িত্ব পালন করা পোথাস দল দুটিতে সহকারী কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন। বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।
খেলোয়াড়ি ক্যারিয়ারে উইকেটকিপার-ব্যাটসম্যান থাকা পোথাস ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলেছিলেন। তবে হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল তার (২১৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪ সেঞ্চুরিতে ১১৪৩৮ রান)। চুক্তি অনুযায়ী সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করার কথা ছিল পোথাসের। দুবাই ও পাকিস্তানে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্ট শুরু আগামী ২০ ফেব্রুয়ারি। নাফীস বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নতুন কাউকে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কাউকে নেওয়ার সম্ভাবনা কম। সেখানে সর্বোচ্চ ৫টা ম্যাচ হবে। এর মধ্যে তাড়াহুড়ো করে নতুন কোচ হয়তো নেওয়া হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার পর দীর্ঘমেয়াদে ফিল্ডিং কোচ তথা সহকারী কোচ নিয়োগের ব্যাপারটা দেখা হবে।’
পোথাসের পদত্যাগের পর এখন মূলত চার সদস্যে পরিণত হলো বাংলাদেশের কোচিং। প্রধান কোচ হিসেবে আছেন ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন সালাউদ্দিন। এর বাইরে ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করছেন আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আছেন নাথান কিলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে