কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের বড় জয়

মুলতান ‘বধ্যভূমি’র সুলতান সাজিদ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম

ব্যাট হাতে মাঠে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের আট নম্বর ব্যাটসম্যান কেভিন সিনক্লেয়ার। পাকিস্তান উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান পরিষ্কার ইংরেজিতে তাঁকে স্বাগত জানালেন ঠিক এভাবেই- ‘ভাই, আসো, বধ্যভূমিতে আসো।’ ওয়েস্ট ইন্ডিজ ততক্ষণে ২৪.৩ ওভারের মধ্যে হারিয়েছে ৬ উইকেট। এরপর সিনক্লেয়ার আর অন্যরাও যে বেশিক্ষণ টিকতে পেরেছেন, তা নয়। ৩৬.৩ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ। মুলতানের বধ্যভূমিতে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন-ফাঁস পরিয়ে পাকিস্তান ম্যাচ জিতে গেছে তিনদিনের মধ্যেই। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৩ রানে। পাকিস্তান ম্যাচ জিতেছে ১২৭ রানের বড় ব্যবধানে। সব মিলিয়ে মুলতানের ম্যাচটিতে হয়েছে ১০৬৪ বল। যা পাকিস্তানের মাটিতে ফল হওয়া সবচেয়ে কম বলের টেস্ট।
উইকেটের চরিত্র বোঝা গিয়েছিল আগের দিন মোট ১৯ উইকেটের পতন হওয়ায়। সকালে ওয়ারিক্যানের ঘূর্ণিপাকে পাকিস্তানিরা আটকা পড়লে আরও স্পষ্ট হয়ে ওঠে তা। এমন উইকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া মোটেও সহজ নয়। প্রথম ইনিংসে পাকিস্তানের ৯৩ রানের লিড থাকায় ক্যারিবিয়ানদের সামনে দাঁড়ায় ২৫১ রানের কঠিন লক্ষ্য। ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেটার ধারেকাছেও যেতে পারেনি দলটি। তিন স্পিনার সাজিদ খান, নোমান আলী আর আবরার আহমেদদের একেকটি ডেলিভারি রীতিমতো ছোবল হয়ে স্ট্রাইকিংয়ে আঘাত হানছিল। ক্রেইগ ব্রাফেটরা তাই আত্মরক্ষার বদলে আক্রমণাত্মক খেলতে চেয়েছেন। তবে রক্ষা হয়নি তাতেও। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম চার উইকেট খুইয়েছে সাজিদের অফ স্পিনে। প্রথম ইনিংসে পরের ব্যাটসম্যানদের আটকেছেন নোমান বলে, এ দফায় আবরার।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যা একটু প্রতিরোধ হয়েছে সপ্তম উইকেটে অ্যালিক অ্যাথানাজ-সিনক্লেয়ার জুটিতে। দুজনের ২৮ রানের ১০.৩ ওভার স্থায়ী জুটিটি ভাঙে আবরারের বলে সিনক্লেয়ার সিøপে ক্যাচে পরিণত হলে। এরপর বাকি তিন উইকেটের পতন হতে লেগেছে মাত্র ১০ বল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করা অ্যাথানাজকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন সাজিদ। ৩১ বছর বয়সী এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট।
গতকাল তৃতীয় দিনে স্পিনার হিসেবে শুধু সাজিদই নন, জোমেল ওয়ারিকানও ছিলেন ভয়ংকর। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৩ উইকেটে ১০৯ রান নিয়ে বাকি ৭ উইকেটে মাত্র ৪৮ রান যোগ করতে পেরেছে। ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন ওয়ারিকান, যা শুধু এই বাঁহাতির নিজের ক্যারিয়ারসেরাই নয়, পাকিস্তানে কোনো সফরকারী স্পিনারেরও সেরা বোলিং। তবে দিনশেষে ওয়ারিকানের হাসি মিলিয়েই যাওয়ার কথা। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে তার দল যে হার নিয়েই মাঠ ছেড়েছে।
স্বাগতিকদের জয়ের মূল নায়ক ম্যাচসেরার পুরস্কারজয়ী অফ স্পিনার সাজিদ। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নিতে তিনি দেন ৫০ রান। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রানে তার শিকার ৯ উইকেট। লেগ স্পিনার আবরার আহমেদ ৪ উইকেট নেন ২৭ রানে। বাকিটি যায় আগের ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নোমান আলীর ঝুলিতে। সিরিজের পরের টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, মুলতানেই।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২৩০ ও ১৫৭ (মাসুদ ৫২, হুরায়রা ২৯, কামরান ২৭, সালমান ১৪; ওয়ারিকান ৭/৩২, মোতি ১/৪৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৭ ও ১২৩ (অ্যাথানাজ ৫৫, ইমলাচ ১৪; সাজিদ ৫/৫০, আবরার ৪/২৭)।
ফল : পাকিস্তান ১২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সাজিদ খান।
সিরিজ : ২ ম্যাচে ১-০তে এগিয়ে পাকিস্তান।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফের প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির গোল উৎসব
২৫ ম্যাচ পর বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায়?
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
আরও

আরও পড়ুন

গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন

গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা  বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

বিরতির প্রথম দিন :  গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী  ট্রাক

বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন

আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন