‘ভালো উইকেট’ বলেই ছোট ম্যাচেও রোমাঞ্চ
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনেক পরিবর্তন আনার আশ্বাস দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু আদতে তেমন কোনো পরিবর্তন হয়নি। যে কারণে আসরের শুরু থেকেই নানা সমালোচনা করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে এবারের আসরের উইকেট পছন্দ হয়েছে তার। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে চিটাগংকে ৬ উইকেটে হারিয়েছে তার দল বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান তোলে স্বাগতিকরা। জবাবে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল। বিপিএলের চট্টগ্রাম পর্বে এসে চিটাগং কিংস হারল পর পর দুই ম্যাচেই। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল জিতলো টানা দুটিতেই।
বিপিএলের আগের ম্যাচগুলোর তুলনায় এদিন ব্যাটিং করাটা একটু কঠিন হয়েছে ব্যাটসম্যানদের। বোলাররাই দাপট দেখিয়েছেন। চিটাগং ২ উইকেট হাতে রেখে পুরো ২০ ওভার খেলেও করেছে এবারের আসরের দ্বিতীয় সর্বনিম্ন রান ১২৪। রানের সংখ্যা দেখলে চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৩৫ আর আরাফাত সানির অপরাজিত ২৭ রানের কথাই বলতে হয়। কিন্তু টি-টোয়েন্টির মেজাজ ছিল না কারও ব্যাটিংয়েই। মিঠুন, সানি দুজনই তাদের ইনিংসে বল খেলেছেন ৩৪টি করে। বরিশালের প্রায় সব বোলারকে খেলতেই কষ্ট হয়েছে চিটাগংয়ের ব্যাটসম্যানদের। তার মধ্যে বেশি সফল বোলার ১২ রানে ৩ উইকেট নেওয়া পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ। আরক পেসার রিপন ম-লও ৩ উইকেট নিয়েছেন ২৩ রানে।
আবার এই অল্প রান তাড়া করতে গিয়েই বরিশাল আবার ৫৩ রানে ৪ উইকেট হারিয়েছে। সব মিলিয়ে যা হয়েছে তা আসলে বাজে ক্রিকেটেরই প্রদর্শনী। অবশ্য বরিশালের শুরুটা ওরকম ব্যাটিং বিপর্যয় দিয়ে হওয়াতে ‘লো স্কোরিং’ ম্যাচটাও কিছু সময়ের জন্য প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়াতে পেরেছে। প্রতিদ্বন্দ্বিতার কথা যেটা বলা হলো, সেটা আসলে বরিশালের ইনিংসের ১০ম ওভার পর্যন্তই। চিটাগংয়ের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা ধরে রেখেই যেন বরিশালের ব্যাটসম্যানরাও মাঠ-ড্রেসিংরুমে আসা-যাওয়া শুরু করলেন। ম্যাচের চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম ওভারে একে একে বিদায় নেন অধিনায়ক তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তামিম রান আউট দলের ১৪ রানে। মাঠ ছাড়ার সময় তামিম একটু অসন্তোষও প্রকাশ করলেন এই ইংলিশ রিক্রুটের প্রতি।
বরিশালের পরের তিন উইকেট পড়েছে ১৬, ৩২ ও ৫৩ রানে। তবে চিটাগংয়ের বোলারদের এরপর আর কোনো সুযোগই দেননি মালান আর মোহাম্মদ নবী। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতেই শেষ ম্যাচ। ৪১ বলে ৫৬ রানে ম্যালান ও ২১ বলে ২৬ রানে অপরাজিত থেকে যান নবী। ছোট ম্যাচেও রোমাঞ্চ ছড়ানোতেও টি- টোয়েন্টির সৌন্দর্য্য খুঁজে পাচ্ছেন তামিম। তার ভাষায়, ‘এটা অনেকটাই কঠিন উইকেট ছিল। আমি বলবো না যে, এটা টি-টোয়েন্টির জন্য খুব খুব ভালো উইকেট। প্রথম ইনিংসে উইকেট “প্যাচি” ছিল। দ্বিতীয় ইনিংসে ভালো অবস্থায় ছিল। সেটিই ম্যাচটার মাহাতœ্য বাড়িয়েছে। এখানেই তৃপ্তি তামিমের, ‘গ্রাউন্ডসম্যান এবং কিউরেটর পুরো টুর্নামেন্টে ভালো কাজ করেছেন। এক দুইটি ম্যাচ এদিক সেদিক হবে সেটা হতেই পারে। আমি মনে করি এবার যে ধরণের উইকেটে আমরা খেলছি তা শেষ কয়েক বছরের মধ্যে সেরা।’ ম্যাচ শেষে তামিমের মন্তব্যকে যেন সিলগালা করে দিলেন চট্টগ্রামের স্পিন কোচ এনামুল হক। বললেন, ‘উইকেট ভালো ছিল। ব্যাটসম্যানরাই বাজে ব্যাটিং করেছে।’ সঙ্গে বরিশালের বোলারদের ভালো বোলিংয়ের কৃতিত্বও দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই বাঁহাতি স্পিনার। ২৭ রানে ২ উইকেট নিয়ে মায়ের মৃত্যুশোক কাটিয়ে দলে ফেরা খালেদই তার দলের সবচেয়ে সফল বোলার। ম্যাচ শেষে এনামুল জানিয়েছেন, যেহেতু প্রতিপক্ষ ছিল বরিশালের মতো বড় দল, খালেদ নিজেই চেয়েছেন সিলেট থেকে চলে এসে ম্যাচটা খেলতে। তবে সেই শোক নিশ্চিতভাবেই আরেকটি বাড়বে এই পেসারের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক