লিটনের ম্যাচে নায়ক থিসারা
২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
বাজে ফর্মের কারণে যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে ঠাঁই হলো না তার আগের দিন থেকেই যেন ব্যাট কথা বলছে লিটন দাসের হয়ে। এরপর খেলা বিপিএলের চার ম্যাচের তিনটিতেই খেলেছেন পঞ্চাশোর্ধ রানের ইনিংস, দল ঘোষনার রাতে তো রেকর্ড তোলপাড় করা এই সেঞ্চুরিও। সেই ধারা বজায় রেখে গতকালও লম্বা সময় দেখশুনে খেলতে থাকা সাবেক এই টপ অর্ডার শেষদিকে তুললেন ঝড়। স্ট্রাইক রেটে তাকে ছাপিয়ে উত্তাল হয়ে উঠলেন অধিনায়ক থিসারা পেরেরাও। এতে হঠাৎ রানের চাকা সচল করে প্রায় দুইশর কাছাকাছি রানের পুঁজি পেল ঢাকা ক্যাপিটালস।
জবাব দিতে নেমে রনি তালুকদার, জাকের আলী ও অধিনায়ক আরিফুল হক তাড়না দেখালেন। তারপরও লক্ষ্য স্পর্শ করতে পারল না সিলেট স্ট্রাইকার্স। রোমাঞ্চ ছড়িয়েও ম্যাচটি হেরে গেল চায়ের দেশের দলটি। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচটি ৬ রানে জিতেছে ঢাকা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৬ রান তোলে তারা। এরপর শেষদিকে আশা জাগালেও সিলেট পৌঁছাতে পারে ৭ উইকেটে ১৯০ রান পর্যন্ত। এবারের আসরে ঢাকার এটি নয় ম্যাচে দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে ছয়ে উঠে এসেছে দলটি। আট ম্যাচ খেলে সমান পয়েন্ট পাওয়া সিলেট নেমে গেছে সাত দলের প্রতিযোগিতার তলানিতে।
সাগরিকায় এদিন লিটন ঝড় তোলার আগে ১৪.৫ ওভারে ঢাকার রান ছিল ৪ উইকেটে ১১১ রান। সেই দলটি শেষ ৩১ বলে ৮৫ রান যোগ করে ইনিংস শেষ করে ৬ উইকেটে ১৯৬ রান তুলে। লিটন ছাড়াও সিলেটের বোলারদের ওপর শেষ দিকে চড়াও হন ঢাকার অধিনায়ক থিসারা। ১৭ বলে ৩৭ রান করেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। ১৪.৩ ওভারে ঢাকা ১০৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর জুটি বাঁধেন লিটন ও থিসারা। ১৯তম ওভারের শেষ বলে লিটন যখন আউট হন জুটিতে তখন ২৭ বলে ৮১ রান। এ সময়েই ৪ ছক্কার ৩টি-ই মেরেছেন লিটন। থিসারাও মারেন ৩টি ছক্কা।
যদিও এক পর্যায়ে ছন্দে থাকা লিটনের রান ছিল ৩৭ বলে ৪৫। এরপর রানের গতিতে দম দেন তিনি। ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করা ওপেনার ১৯তম ওভারে সাজঘরে ফেরেন ৭০ রানে। সবশেষ চার ম্যাচে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ৪৮ বল মোকাবিলায় সমান চারটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ছয়ে নামা শ্রীলঙ্কান থিসারা ১৭ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন। পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে মাত্র ২৮ বলে ৮১ রানের জুটি গড়েন তিনি। লিটন ও থিসারা ছাড়া ঢাকার হয়ে বলার মতো রান করেছেন ওপেনার তানজিদ হাসান (১৬ বলে ২২) ও সাব্বির রহমান (২১ বলে ২৪)।
ব্যাটিংয়ের পর বল হাতেও নজর কাড়েন থিসারা। ৪ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট, সাথে দুটো সময়োপযোগী ক্যাচও তালুবন্দী করেন এই অলরাউন্ডার। তাতে ম্যাচসেরার পুরস্কার তার হাতে তুলে দিতে খুব একটা বেগ পেতে হয়নি ম্যাচ রেফারির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ