অস্ট্রেলিয়াকে কাঁপিয়েই হারলো বাংলাদেশ
২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে কাঁপিয়েই হারলো বাংলাদেশ। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে ৮ উইকেটে ৯২ রান করে চার বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। টস জিতে অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশকে। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জুনিয়র টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ান বোলারদের বিধ্বংসি বোলিংয়ে ৫ ওভারের মধ্যেই দলীয় মাত্র ১৮ রানে ৩ সেরা ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে একশ’র আগেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন লোয়ার অর্ডার ব্যাটার আফিয়া আশিমা। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কার মার। ওপেনার সুমাইয়া আক্তার ১৩ বলে ২ বাউন্ডারির মারে করেন ১৩ রান। বাকিদের সংগ্রহ ছিল এক অঙ্কের ঘরে। অস্ট্রেলিয়ার কাওইমে ব্রে ১৮, এলেনর লারোসা ১৯ ও টেগান উইলিয়ামসন ১২ রানে পান ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে ৯ ওভারের মধ্যে ৫১ রানে অস্ট্রেলিয়াও হারায় ৩ উইকেট। বাংলাদেশের মতো নিয়মিত বিরতিতে অজিদেরও উইকেট পড়লে ম্যাচ জমে ওঠে। ব্যাটিংয়ে নেমে ৩ ওভারেই ২৬ রান তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওন। ১৮ বলে ১৬ রান করে আউট হন ক্যাট। দলীয় ৫০ রানে ৯ বলে ১৪ রান করে ড্রেসিংরুমে ফেরেন আরেক ওপেনার ম্যাকিওন। এরপর বল হাতে দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেয় তারা। এক পর্যায়ে ৮৬ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখনো জয়ের জন্য দরকার ৬ রান। কিন্তু আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ফলে ২ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক লুসি হ্যামিল্টন। তার ৩৫ বলের ইনিংসে ছিল ৪টি চারের মার। ২২ বলে এক বাউন্ডাডিরতে ১১ রানে অপরাজিত থাকেন ইলা ব্রিসকো। বাংলাদেশের বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া ১৫ রান খরচায় পান সর্বোচ্চ ৩টি উইকেট। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার লুসি হ্যামিল্টন। টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হেরে গেলেন সুমাইয়ারা।
এদিকে চলমান বিশ্বকাপটা নাইজেরিয়ার জন্য এমনিতেই মাইলফলকের। সেই উপলক্ষ স্মরণীয় করে রাখলো তারা দারুণ এক জয়ে। নিউজিল্যান্ডকে হারিয়ে দলটি জন্ম দিল টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের। কালই রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের ২ রানে হারিয়েছে নাইজেরিয়া। নারী ক্রিকেটের যে কোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার দেশটি পেল প্রথম জয়ের স্বাদ। এই আসরে মাঠে গড়ানো তাদের প্রথম ম্যাচও ছিল এটি। আগের দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া তাদের প্রথম ম্যাচে একটি বলও খেলা হয়নি। এদিনও বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাইজেরিয়া করতে পারে ৬ উইকেটে ৬৫ রান। নিউজিল্যান্ডও হারায় ৬ উইকেট, রান করে ৬৩। নাইজেরিয়া অধিনায়ক লাকি পায়াটি একটি চারে সর্বোচ্চ ১৯ রান করেন ২৫ বল থেকে। ২২ বলে ১৮ রান করেন লিলিয়ান উদেহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ