মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম
শেষ ওভারের রোমাঞ্চে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের প্লে-অফে এক পা দিয়ে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া দিনের শেষ ম্যাচে বরিশালের জয় ৭ রানে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ সংগ্রহ করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সক্ষম হয় খুলনা।
এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। তিন নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ১০, অবশ্য বরিশালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। ১০ ম্যাচে ৬ পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ঢাকা ক্যাপিটালস।
শেষ ওভারে খুলনার জয়ের জন্য দরকার ছিল ২৫ রান। উইকেটে ছিলেন নাঈম শেখ এবং বোসিস্টো। তবে রিপন মণ্ডলের প্রথম বল ডট দিলেও পরের দুই বলে দুটি ছক্কা মেরে জয়ের আশা জাগায় নাঈম শেখ। কিন্তু ওভারের চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে গালিতে থাকা মালানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ দুই বল থেকে আসে মাত্র ৫ রান। আর তাতেই ৭ রানের জয় পায় ফরচুন বরিশাল।
১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের শুরুটাও ভালো হয়নি। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ওপেনার ইমরুল কায়েসকে হারায় তারা। ২ বলে কোনও রান না করেই জাহানদাদের বলে আউট হন বাঁহাতি এই ব্যাটার।
দ্বিতীয় উইকেট জুটিতে মিরাজকে সাথে নিয়ে ৫৯ রান তুলেন মোহাম্মদ নাঈম। দলীয় ৬৫ রানে মিরাজ ফিরলে ভাঙে তাদের এই জুটি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৩ রান। স্কোরবোর্ডে আর ৯ রান যোগ হতেই অ্যালেক্স রোজের উইকেট হারায় খুলনা। ৮ বলে ৪ রান করা এই ব্যাটারকে ফেরান রিশাদ হোসাইন।
চতুর্থ উইকেট জুটিতে আফিফকে নিয়ে এগোতে থাকেন নাঈম। ১৮ তম ওভারে জাহানদাদের প্রথম বলেই ক্যাচ তুলে দেন আফিফ হোসেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচটি লুফে নিতে পারেননি মালান। তবে পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৭ বলে ২৭ রান।
উইকেটে থিতু হওয়ার আগেই রানআউটে কাটা পড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২ বলে ২ রান। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৫৯ বলে ৭৭ রান করে ফেরেন নাঈম শেখ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে খুলনা টাইগার্স। বরিশালের হয়ে জাহানদাদ খান নেন দুটি উইকেট। মোহাম্মদ নবি, রিপন মণ্ডল ও রিশাদ হোসাইন নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে ১৬ রান আর ২.৩ ওভারের মধ্যে তামিম ইকবাল, ডেভিড মালান ও মুশফিকুরকে হারায় বরিশাল। অমন বিপর্যয়ের পরও যে তারা স্কোর শেষ পর্যন্ত ১৬৭ নিতে পেরেছে, সেটার মূল কৃতিত্ব মাহমুদউল্লাহকেই দিতে হবে। ৮৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মাহমুদউল্লাহ আটকেছেন বির্যয়ের স্রোত, সপ্তম উইকেট জুটিতে সঙ্গী রিশাদ হোসেনকে নির্ভরতা দিয়েছেন হাত খুলে ব্যাট করার।
এবারের বিপিএলে নিজের পঞ্চম ম্যাচ খেলতে নেমে আজই প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সেটি দারুণভাবে কাজেও লাগিয়েছেন রিশাদ। ইনিংসের এক বল বাকি থাকতে রান আউট হওয়ার আগে ১৯ বলে ৩৯ রান করে। ১৮তম ওভারে জিয়াউরকে মারা এক ছক্কার সঙ্গে রিশাদ মেরেছেন পাঁচটি চারও, ১৫তম ওভারে যার তিনটি ওই জিয়াউরেরই প্রথম তিন বলে। পরে বল হাতে অ্যালেক্স রসের উইকেট নেওয়া রিশাদের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনে শিক্ষা সফর অনুষ্ঠিত
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা