রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি
২৭ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
আগের দিন মাঝ রাতে হঠাৎ জানানো হয় ছাড়তে হবে টিম হোটেল। সকালে তড়িঘড়ি হোটেল বদল হলেও খেলোয়াড়দের পারিশ্রমিকের সুরাহা হয়নি। দেশি খেলোয়াড়দের কিছু পরিমাণ অর্থ দিয়ে মানাতে পারলেও বিদেশি খেলোয়াড়দের মানাতে পারেনি দুর্বার রাজশাহী। তাতে গতকাল রংপুর রাইডার্সের বিপেক্ষে ম্যাচ আয়োজনই পড়েগিয়ছিল ছিল শঙ্কায়। কারণ বাইলজ অনুযায়ী, কমপক্ষে দুইজন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে প্রতিটি দলকে। শেষ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় খেলার অনুমতি মিললো বটে, তবে আরও একবার প্রশ্ন উঠল বিপিএলের মান নিয়ে। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
আগের দিনই সব কিছু ঠিক হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিবির কর্তারা। তাই কিছুটা হতাশ কণ্ঠে মিডিয়া কমিটির চেয়ারম্যান বললেন, ‘এটা অনাকাক্সিক্ষত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা...। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’ এমন ঘটনায় কোনো ধরণের শাস্তি দেওয়া হবে কিনা জানতে চাইলে বলেন, ‘এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদাক্ষুণ্ণ হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’
তবে এমন কিছু হবে ভাবতেই পারেননি ইফতেখার, ‘এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে। চুক্তিতে সবকিছু বলা আছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেটি অগ্রহণযোগ্য হবে। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। কিন্তু এখন যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।’ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে আরও বললেন, ‘টুর্নামেন্টের স্বার্থ ও দেশের মর্যাদা- দুটিই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট যদি ভালোভাবে শেষ করতে না পারি তাহলে সেটি সুনাম বয়ে আনবে না। এটা (বিদেশিদের পারিশ্রমিক পরিশোধ) নিয়ে কোনো প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? এজন্যই আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্ত ভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন
জামিন পেলেন পরীমণি
বিরল সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
শেখ হাসিনাকে বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ গ্রহণ করেনি : আমির হামজা
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলজেরিয়া ও মিশর সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব
টানা সপ্তমবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
কোরআন শরিফ অবমাননার অভিযোগে আটক ১
মোংলায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপি ক্ষমতায় আসলে সাধারন জনগন স্বাধীনতার সুফল ভোগ করবে: নুরুল ইসলাম নয়ন
উত্তরায় ছিনতাইকারী-কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত
এবার নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতই দুর্নীতি প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক
পঞ্চগড়ে প্রাইম ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসান সরকার
দৌলতপুরে রাস্তার দাবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প : লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
করিমগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সন্দেহভাজন জাহাজ আটক করল সুইডেন
মানিকের মৃত্যুর খবর গুজব
মাদারীপুরের সাংবাদিকের বসত বাড়ি নিশ্চিহ্ন করার অভিযোগ স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে