‘পাকিস্তানে না খেলে ভারতই সুযোগ হরিয়েছে’
১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেমিফাইনাল নিশ্চিতের পর থেকেই নেতিবাচক আলোচনায় পড়ে ভারত। দলটি এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে বলতে থাকেন বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা। এই আলোচনায় যোগ দিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বললেন, লাহোর-করাচির মতন ব্যাটিং স্বর্গে খেলতে না পারায় ভারতের ব্যাটাররাই সুযোগ বঞ্চিত হচ্ছেন।
ভারত সরকার রোহিত শর্মাদের পাকিস্তান সফরে পাঠাতে রাজী না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব খেলা রাখা হয় দুবাইতে। সব ধাপ পেরিয়ে ভারত ফাইনালে উঠে যাওয়ায় ফাইনালও হচ্ছে এই ভেন্যুতে। মাইকেল ভন, মাইক আথারটনের মতন সাবেক ইংলিশ ক্রিকেটাররা এতে ভারতের সুবিধা দেখছেন। ভ্রমণ করতে না হওয়ায়, একই কন্ডিশনে খেলায় ভারতের সুবিধাপ্রাপ্তি দেখছেন তারা। যদিও রোহিত শর্মা, গৌতম গম্ভীররা বলে আসছেন দুবাইতে তারা এত খেলেন না। সেখানে তাদের সুবিধা নেই।
গতকাল ফাইনালের আগে ভারতীয় এক গণমাধ্যমে এই নিয়ে আলোচনায় যোগ দেন সৌরভ। তিনি জানান, ভেন্যু বেছে নেওয়ার পেছনে ভারতীয় দলের করার কিছু ছিলো না, ‘ভারত দল তো নিজেদের পছন্দে দুবাইতে খেলছে না। তারা পাকিস্তান যেতে পারছে না, সরকার তাদের অনুমতি দেয়নি এজন্য খেলছে। এখানে তো ভারতীয় দলের কোন হাত নেই।’ সৌরভ জানান, পাকিস্তানে যেতে পারলে বরং সুবিধা পেত ভারত। আইসিসি র্যাঙ্কিংয়ের বেশিরভাগ সেরা ব্যাটার তাদের দলেই। এই ব্যাটাররা লাহোর, করাচির মতো পিচে খেলতে পারলে রান বন্যা বইয়ে দিতেন, ‘আমি তো বলতে পারি বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারের মতন ব্যাটারদের বরং খারাপ লাগছে লাহোর ও করাচির উইকেটে খেলতে না পেরে। আপনার প্রতিপক্ষ অন্য দলগুলো সেখানে ৩৫০ রান করছে। ইংল্যান্ড সাড়ে তিনশো করেছিল, অস্ট্রেলিয়া সেটা তাড়া করেছে। নিউজিল্যান্ড ৩৬০ করেছে। অথচ দুবাইতে ২৪০-২৫০ এরকম রান হচ্ছে। কোহলি, রোহিত, শ্রেয়াস, গিলরা হয়ত ভাবছে, “এমন উইকেট দুবাইতে পেলাম না আমরা। পেলে ত তিন-চারটা সেঞ্চুরি হয়ে যেত”। পাকিস্তানের উইকেট দুনিয়ার সবচেয়ে ফ্ল্যাট। সেখানে যেতে না পেরে বরং ভারতই সুযোগ হারাচ্ছে।’
সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, আইসিসি ইভেন্টে এর আগে বাকি সব দল থেকে অনেক বেশি ভ্রমণ করে খেলেছে ভারত, ‘দেখুন ২০২৩ বিশ্বকাপে ভারত ৯ ম্যাচ ৯টা ভেন্যুতে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ৫টা ভিন্ন শহরে।’ চ্যাম্পিয়ন্স ট্রফি যে এবার পাকিস্তানে হবে সেটা ঠিক করার কমিটিতে সৌরভ নিজেও ছিলেন। তিনি দুবাইতে খেলার বিষয় ভারত নিজে ঠিক করেনি, ‘মনে আছে আমি তখন বিসিসিআইর সভাপতি ছিলাম। ২০৩১ পর্যন্ত সব বৈশ্বিক আসরের ভেন্যু ঠিক করার গ্রুপের অংশ ছিলাম। আমরাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানকে করেছিলাম। ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে। এটা (দুবাইতে খেলতে হওয়া) ভারত নিজে করেনি। তাদের পাকিস্তানে যাওয়ার উপায় নেই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফের মিয়ানমারে ভূমিকম্প

পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম

আলাদা সচিবালয় ছাড়া সংস্কার অসম্ভব: প্রধান বিচারপতি

পহেলা বৈশাখের লোকসংগীতের বিশেষ আয়োজন “গাই বাংলার গান”

বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা হবে দুঃখজনক

বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় ২০ জনের কারাবাস

ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো আলোচিত মল্লিককে

শেরপুরে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক, নতুন হিমাগার নির্মাণের দাবি

সাভারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

বেরোবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড় !

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধীর মৃত্যু

ইরানে আট পাকিস্তানি মোটর মেকানিককে গুলি করে হত্যা

কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা

আর্মেনিয়ার সংবিধান বদলের দাবি আজারবাইজানের

মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

শেরপুর গারো পাহাড়ের বালুমহাল বিলুপ্ত ঘোষণা

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সুপার ফ্লপ সিনেমা

অবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব