অভিষেক তান্ডবে ২৪৬ এর টার্গেট দিয়েও লণ্ডভণ্ড পাঞ্জাব
১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪১ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪১ এএম

ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটি আইপিএলের অন্যতম প্রধান আকর্ষণ।এবারের আসরের শুরুটাও হায়দারাবাদের এই দুই মারকুটে ওপেনার করেছিলেন দুদার্ন্তভাবে।তবে মাঝে সেই ঝড় আর দেখা পারেননি দুজনই।বেশ কয়েক ম্যাচের বিবর্ণতার পর স্বরুপে ফিরলেন দুজনই।বিশেষ করে অভিষেক শর্মা।এই বাঁহাতির দানবীয় এক ইনিংসে ২৪৬ রানের পাহাড় দাড় করার পরও প্রতিদন্দ্বীতায় করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ পাঞ্জাবের দেওয়া ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ফেললো ১১ বল বাকি থাকতে, তাও ৮ উইকেট হাতে রেখে। টানা চার হারের পর এই ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ।
মাত্র ৪০ বলে সেঞ্চুরি, আর শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪১ রান—অভিষেকের ইনিংসটা ছিল যেন ছিল বাউন্ডারিত হাইলাইটস !ব্যাট করা অর্ধেক বলই তিনি করেছেন সীমানা পার। ১৪টি চার ও ১০টি ছক্কায় সাজানো এই ইনিংসের জোরেই রানের পাহাড়ও উড়ে গেল। ওপেনিংয়ে তার সঙ্গে ছিলেন ট্রাভিস হেড, যিনিও ৩৭ বলে ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলেন।
দুইজনের ওপেনি জুটিতেই আসে ১২.২ ওভারে ১৭২ রান।হেড আউট হলেও থামেননি অভিষেক। শেষে হেনরিখ ক্লাসেনের ১৪ বলে ২১ রানের ইনিংসে জয় নিশ্চিত করে হায়দরাবাদ।
এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাঞ্জাব।শুরু থেকেই ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। দুজন মিলে করেন ৬৬ রান। ১৩ বলে ৩৬ রান করে আউট হন প্রিয়াংশ।
দলীয় ৯১ রানে ফেরেন প্রভসিমরন। তাঁর ব্যাট থেকে আসে ২৩ বলে ৪২। তবে পাঞ্জাবের হয়ে আসল ঝড়টা তোলেন শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৮২ রান। আর শেষ দিকে ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন মার্কাস স্টয়নিস। স্টয়নিসের ঝড়ের পর শেষ পর্যন্ত পাঞ্জাব থামে ২৪৫ রানে।
কিন্তু এই রানও শেষ পর্যন্ত পাঞ্জাবের ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয়নি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এটি পঞ্চম ম্যাচে পাঞ্জাবের দ্বিতীয় হার। অন্যদিকে ৬ষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় দিয়ে তলানি থেকে আটে উঠে এসেছে হায়দরাবাদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

মাদকের সঙ্গে কোনো আপোষ নেই আটঘরিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে-রেজানুর

যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাঙালিয়ানা সাজ

২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যু চূড়ান্ত

ওয়ানখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড

গুগলের বিরুদ্ধে কড়া অবস্থান নিল জাপান

নেতা-কর্মীদের বিপদে ফেলে ওবায়দুল কাদেরের আয়েশি জীবন

ঈশ্বরগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের দাবীতে মানববন্ধন

জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের

অগ্নিকান্ডের ঘটনা উৎঘাটনে পুলিশ ও সিআইডি কাজ শুরু করেছে- জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি বলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট বিএনপি

প্রধান উপদেষ্টা নির্বাচনের ডেডলাইন দেননি : বিএনপি

সদরপুরে পুকুরে ডুবে ভাই বোনের সলিল সমাধি

যে কারনে সড়কে ব্যারিকেট দিলো সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক আবদুল মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বরাষ্ট্র সচিবের আকস্মিক থানা পরিদর্শনের পরই রামুতে ইয়াবা সহ পুলিশ সদস্য আটক

পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

বরিশালে ‘শেখ কামাল ও জয়’এর নামে গড়ে তোলা ‘স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’টি চালু হবে কবে ?

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ