ছক্কায় তামিমের সেঞ্চুরি, নাঈমের ১৭৬!
১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

প্রথম ম্যাচে হেরেই গিয়েছিল তারকায় ঠাসা মোহামেডান। পরেরটিতে জয় পেলেও হাসেনি অধিনায়ক তামিম ইকবালের ব্যাট। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ২২ ও ১৪ রানে আউট হয়ে যাওয়া তামিম মোহামেডানের হয়ে সেঞ্চুরিই তুলে নিয়েছেন গতকাল। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মোহামেডান ৭ উইকেটের জয়ও পেয়েছে।
উড়ন্ত মোহামেডান
আগে ব্যাটিংয়ে নেমে পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। এরপর তামিমের সেঞ্চুরিতে ওই রান ৪০ ওভার ২ বলেই তাড়া করে ফেলে মোহামেডান। পারটেক্সের হয়ে এদিন হাফ সেঞ্চুরি পান আহরার আমিন। দলের পক্ষে ৮৬ বলে সর্বোচ্চ ৭৮ রানও আসে তার ব্যাট থেকে। জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করেন। তবে তাঁদের এই রান দলের স্কোর খুব বেশি বড় করতে পারেনি। ৯.৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ৪ উইকেট পান মোহামেডানের তাইজুল ইসলাম, নাসুম আহমেদ পান ৩ উইকেট।
অল্প রান তাড়ায় নেমে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। তবে ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ৪৩ বলে ৩৭ রান করে ফেরেন তাওহীদ হৃদয়ও। এরপরই মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ১১২ বলে ১২৫ রান করেন তামিম। সেঞ্চুরিও পূর্ণ করেন ছক্কা মেরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২৩তম সেঞ্চুরি। ৪৪ বলে ৩৫ রান আসে মুশফিকের ব্যাট থেকে।
প্রাইম ব্যাংকের রেকর্ডগড়া জয়
লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়া ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৩ রানের বড় জয় পেয়েছ প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে দলটির ওপেনার নাঈম শেখের ১২৫ বলে ১৭৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৪২২ রানের রেকর্ড সংগ্রহ পায় তারা। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর করা ৩৯৩ রান ছিল লিস্ট এ’তে আগের সর্বোচ্চ। বাংলাদেশের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও এটি। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত।
এর সবই হয়েছে নাঈমের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে। ৩৮ বলে ফিফটি ছুঁয়ে একই ছন্দে এগোতে থাকেন নাঈম। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তিনি করেন ৮২ বলে। এরপর আরও বাড়ান ব্যাটের তেজ। মাত্র ২৪ বলে পরের পঞ্চাশ রান করে ফেলেন বাঁহাতি ওপেনার। একসময় মনে হচ্ছিল, সৌম্য সরকারের পর বাংলাদেশের আরেকজন ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে ফেলবেন। কিন্তু তা আর হয়নি। ইনিংসের ৬৯ বল বাকি থাকতে সালাউদ্দিন শাকিলের বলে কাভারে ক্যাচ দেন নাঈম। লিস্ট ‘এ’তে বাংলাদেশের ব্যাটসম্যানদের এর চেয়ে বড় ইনিংস আছে আর মাত্র ৪টি।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.৩ ওভার খেলে ২৪৯ রানের বেশি করতে পারেন ব্রাদার্স। দলটির হয়ে ১১০ বলে সর্বোচ্চ ৯৬ রান করেন আইচ মোল্লা। প্রাইম ব্যাংকের হয়ে রিশাদ হোসেন তিন এবং দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
জয় পেয়েছে আবাহনী
বিকেএসপিতে জয় পেয়েছে আবাহনীও। রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে দলটি। এ ম্যাচে রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক আল আমিন। ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ১০৪ রান করেছেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলের স্কোর খুব বড় হয়নি। আবাহনীর হয়ে রাকিবুল হাসান ৩ উইকেট নিয়েছেন, ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও নাহিদ রানা।
রান তাড়ায় নেমে আবাহনীর প্রথম তিন ব্যাটসম্যান জিসান আলম (৩৯), পারভেজ হোসেন (৪৭) ও নাজমুল হোসেন (৩৭) ভালো শুরু পেয়েও রান বড় করতে পারেননি। পরে ৬১ বলে ৬০ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফের মিয়ানমারে ভূমিকম্প

পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম

আলাদা সচিবালয় ছাড়া সংস্কার অসম্ভব: প্রধান বিচারপতি

পহেলা বৈশাখের লোকসংগীতের বিশেষ আয়োজন “গাই বাংলার গান”

বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা হবে দুঃখজনক

বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় ২০ জনের কারাবাস

ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো আলোচিত মল্লিককে

শেরপুরে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক, নতুন হিমাগার নির্মাণের দাবি

সাভারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

বেরোবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড় !

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধীর মৃত্যু

ইরানে আট পাকিস্তানি মোটর মেকানিককে গুলি করে হত্যা

কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা

আর্মেনিয়ার সংবিধান বদলের দাবি আজারবাইজানের

মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

শেরপুর গারো পাহাড়ের বালুমহাল বিলুপ্ত ঘোষণা

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সুপার ফ্লপ সিনেমা

অবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব