আইসিসি মানে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’
১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু এই জয়েও আছে কলঙ্কের দাগ। স্বাগতিক দল না হয়েও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেয়েছে স্বাগতিকের মতো সুবিধা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ তারা খেলেছে একই মাঠে। মূলত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান হলেও ভারতের গোয়ার্তুমির কারণে হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের পথে হাঁটতে হয়েছে আইসিসিকে। ফলে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইয়ে। সেখানেই গিয়ে বাকি দল তাদের সঙ্গে খেলেছে, যে তালিকায় আছে স্বাগতিক পাকিস্তানও। ভারতের প্রতি আইসিসির এমন পক্ষপাতেক্ষুব্ধ অনেকেই।
‘আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল- ভারতের প্রতি আইসিসির পক্ষপাতদুষ্টতার কারণে এভাবেই অনেকে ট্রল করে থাকেন। সাধারণ ক্রিকেট সমর্থকদের মুখে এমন ট্রল হজম করাটা খুব একটা কষ্টকর ব্যাপার নয়। কিন্তু যদি এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কোনো কিংবদন্তি ক্রিকেটার? অ্যান্ডি রবার্টস ক্রিকেট ইতিহাসেরই অনেক বড় নাম। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস চতুষ্টয়ের একজন তিনি। গতির ঝড়ে বাঘা বাঘা ব্যাটারকে ঘায়েল করেছেন তিনি। সর্বকালের অন্যতম সেরা এই ফাস্ট বোলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এক ভেন্যুতে খেলে সুবিধা পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন।
দুবাইয়ে একই ভেন্যুতে সবগুলো ম্যাচ খেলায় ভারত উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে বলে মনে করেন রবার্টস। ভারতকে এই সুবিধা দেয়ায় আইসিসিকে ভারতের ক্রিকেট বোর্ড ‘বিসিসিআইয়ের প্রতিনিধি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। মিড-ডে শোয়ে রবার্টস বলেন, ‘এটা বন্ধ হওয়া দরকার... ভারত সবকিছু পেতে পারে না। আইসিসিকে অবশ্যই ভারতকে “না” বলতে হবে। ভারতকে এমনকি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা দেয়া হয়েছে, যেখানে তারা আগে থেকেই জানত তাদের কোথায় (গায়ানা) সেমিফাইনাল খেলতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিন্দুমাত্র ভ্রমণ করতে হয়নি। কীভাবে একটা দল কোনো টুর্নামেন্টে ভ্রমণ না করেই খেলে!’
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ন্যায্যতার অভাবও দেখছেন রবার্টস, যেখানে অন্যান্য দলগুলোকে পাকিস্তান থেকে আরব আমিরাতে জোরপূর্বক ভ্রমণ করানো হয়েছে শুধু ভারতের সঙ্গে খেলার জন্য। রবার্টসের ভাষায়, ‘এটা ন্যায্যতা নয়, এটা ক্রিকেট নয়। সবার জন্য অবশ্যই সমান সুযোগ থাকতে হবে। আমি জানি, ভারত থেকে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যায়, কিন্তু ক্রিকেট কোনো এক দেশের খেলা নয়। দেখে মনে হচ্ছে, এটা এখন এক জাতির প্রতিযোগিতা এবং সবার জন্য মাঠ সমান উন্মুক্ত নয়। আমার মতে, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি আগামীকাল ভারত বলে যে, “শুনুন, আগামীকাল থেকে কোনো নো-বল এবং ওয়াইড থাকবে না”, আমার কথাটা মনে রাখুন, আইসিসি অবশ্যই ভারতকে খুশি করতে একটা পথ বের করবে।’
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন রবার্টসের আগে তার আরেক সতীর্থ স্যার ভিভিয়ান রিচার্ডসও একই সুরে কথা বলেছিলেন। ভারতে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ চলাকালীন সম্প্রতি রিচার্ডস বলেছিলেন, ‘আমি কোনোকিছুর রাজনৈতিক দিকগুলো নিয়ে বলতে চাই না। কিন্তু আমি বিশ্বাস করি, খেলাটা পরিচালনা এবং নিয়ন্ত্রণে দায়বদ্ধ শুধুই আইসিসি... আমি মনে করি সমস্যা ওদেরই। আমি চাই ওরা একটি উত্তর বের করুক- কেন? যদি ওরাই ক্রিকেটের পরিচালন সংস্থা হয়, তাহলে এটা এখন কেন ঘটছে? আমি সত্যিই বিশ্বাস করি যে আমাদের সবাইকে- ভক্ত, সাধারণ মানুষ, এমনকি শত্রুকেও একত্রিত করতে পারে এমন একটি জিনিস হল খেলাধুলা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সান্তাহারে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য