বিদায় বেলায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত মাহমুদউল্লাহ

হৃদয়ের ‘পেইন-কিলার’ প্রেরণার বাতিঘর

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

চোটের কারণে ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড ম্যাচে একাদশে ফিরলেও রানের দেখা পাননি। তবে এর আগে দারুণ ফর্মে ছিলেন তিনি। টানা চার ওয়ানডেতে খেলেছিলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। তবু চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করে নানান প্রশ্ন। এসবের মাঝে একরকম অভিমান রেখেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। কয়েক দিন আগে মুশফিকুর রহিমের বিদায়ে স্মৃতির খেরোখাতা মেলে ধরার পাশাপাশি অভিনন্দন আর কৃতজ্ঞতার ডালি সাজিয়েছিলেন তার নানা সময়ের সতীর্থরা। আবেগের সেই একই ¯্রােত এবার মাহমুদউল্লাহর জন্য। বিদায়ী ক্রিকেটারকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা কিছু তুলে ধরেছেন তার বিভিন্ন সময়ের সতীর্থরা
ইমরান মাহমুদ
‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিল ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহ‚র্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা!’
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে নানা আলোচনার পর গতপরশু রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তার বিদায়ে অর্ঘ্য জানাতে উপরোক্ত যে উক্তিটি করেন তাওহীদ হৃদয় সেটি শুধু তাহওহীদের হুদয়ের অভিব্যক্তিই নয়, গোটা দেশের ক্রিকেট বোদ্ধাদেরও কি নয়! যেমন ৩৯ বছর বয়সী ক্রিকেটার তার দীর্ঘ ক্যারিয়ারে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বেই খেলেছেন ১১০টি ম্যাচ। মাঠের সতীর্থ ছাপিয়ে মাঠের বাইরেও দুজনের বন্ধন ছিল বন্ধুত্বের। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর ভ‚মিকা নিয়ে ক্যারিয়ারজুড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যে ব্যাপারটি, বিদায় বেলায়ও সেটি মনে করিয়ে দিলেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক। ¯্রফে নিরেট কিছু সংখ্যা দিয়ে বিচার করা যাবে না মাহমুদউল্লাহকে, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!’
ওয়ানডে ক্যারিয়ারে মাহমুদউল্লাহর চারটি সেঞ্চুরিই আইসিসি টুর্নামেন্টে। মাশরাফির আশা, এই পথ ধরেই উত্তরসূরীরা পৌঁছে যাবেন নতুন উচ্চতায়, ‘অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’
বেশ কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে সাকিব আল হাসানের উপস্থিতি খুবই কম। তাকে একটু সরব করতে পারল মাহমুদউল্লাহর অবসর, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, সহনশীলতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।’
জাতীয় দলের সতীর্থ হিসেবে শুরু করে পরে পারিবারিকভাবেও মাহমুদউল্লাহর সঙ্গে জুড়ে গেছেন পঞ্চপাÐবের আরেক সদস্য মুশফিকুর রহিম। দীর্ঘ ক্যারিয়ারে অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সদ্য ওয়ানডে থেকে অবসর নেওয়া কিপার-ব্যাটসম্যান, ‘আপনার সঙ্গে এত বছর একসঙ্গে মাঠে খেলা সত্যিই বিশাল সম্মানের ব্যাপার ছিল। আপনার দিক নির্দেশনা ও একসঙ্গে গড়া অসংখ্য স্মৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি দেশের জন্য যা কিছু অর্জন করেছেন, তা নিয়ে আমি অসম্ভব গর্বিত। মা শা আল্লাহ, আপনার প্রাপ্য এই অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।’
গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। দেশের জার্সি গায়ে আর নামতে না পারার বেদনা ভালোভাবেই বোঝেন অভিজ্ঞ ওপেনার। লম্বা পথচলায় জাতীয় দলে অবদান রাখায় মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানান তিনি, ‘বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন, রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠের ভেতরে ও বাইরে আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা। আমরা যে ড্রেসিং রুমে কাটানো স্মৃতিগুলো সবসময় মনে রাখব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীর দিনগুলোর জন্য শুভকামনা...।’
২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্বে শুরু। প্রায় ১৮ বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিজের শেষ ম্যাচটা খেলেছেন মাহমুদউল্লাহ। সবসময় অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকা অভিজ্ঞ ক্রিকেটারকে সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানান শান্ত, ‘(মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই, বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটে আপনার সকল অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ। ড্রেসিং রুমে আপনাকে খুব মিস করব। মাঠের ভেতরে ও বাইরে সবসময় আপনার কাজগুলো থেকে অনুপ্রেরণা নেব। আপনি আমাদের অনেককে অনুপ্রাণিত করেছেন এবং এটি অনেক দিন ধরে অব্যাহত থাকবেৃ আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা...।’
ক্যারিয়ারের শুরু থেকেই লেট মিডল-অর্ডারে সঙ্গী হিসেবে অনেক ম্যাচেই মাহমুদউল্লাহকে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরির দিনও অন্য প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ। প্রিয় অগ্রজের বিদায়বেলায় ওই ম্যাচটিতে ফিরে গেলেন মিরাজ, ‘প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, একজন বড় ভাই ও সতীর্থ হিসেবে যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহ‚র্তে আপনাকে পাশে পেয়েছি। শৈশবে টিভিতে আপনাকে দেখে বড় হওয়া, ক্রিকেটার পরিচয়ে আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, ড্রেসিং রুম কিংবা ক্রিজে থেকে আপনার নানা অসাধারণ স্মৃতির অংশ হওয়া, গুরুত্বপূর্ণ সময়ে জুটি গড়ে আমার প্রথম ওয়ানডে সেঞ্চুরির সময় আপনার সহযোগিতা পাওয়া- সবকিছুই আমার ব্যক্তিজীবনের অসাধারণ স্মরণীয় নানা ঘটনা। বাংলাদেশ ক্রিকেটে আপনার অসামান্য অবদান ও দুর্দান্ত সব স্মৃতির জন্য দেশের প্রতিটি ক্রিকেট সমর্থকের মতো আপনার প্রতি আমিও কৃতজ্ঞ। আপনার অবসর পরবর্তী ইনিংসের জন্য শুভকামনা...।’
কিংবদন্তি হ্যাশট্যাগে তাসকিন আহমেদ লিখেছেন, পুরো একটি প্রজন্মের জন্য অনুপ্রেরণা ছিলেন মাহমুদউল্লাহ, ‘বাংলাদেশ ক্রিকেটের এক সত্যিকারের কিংবদন্তি বিদায় নিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, আপনার সঙ্গে মাঠে খেলা সত্যিই এক বিশাল সম্মানের বিষয় ছিল। আপনার ধীরস্থির উপস্থিতি, ম্যাচ জেতানো পারফরম্যান্স এবং নেতৃত্ব চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আমিসহ আমাদের পুরো এক প্রজন্মকে আপনি অনুপ্রাণিত করেছেন। জীবনের নতুন অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা। অবসরের শুভেচ্ছা, রিয়াদ ভাই!’
মাহমুদউল্লাহর সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন লিটন কুমার দাস, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, আপনি বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার নেতৃত্বে খেলতে পারা এবং একই ড্রেসিং রুম ভাগ করে নেওয়া আমার জন্য এবং নিশ্চয়ই আমাদের অনেকের জন্য, সৌভাগ্যের বিষয়। আপনার অবসর-পরবর্তী জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।’ ছোট্ট কথায় মাহমুদউল্লাহর প্রতি নিজের সম্মান ও ভালোবাসার জানান দেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, ‘তাড়না, নিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহ‚র্তের একটি ভ্রমণ। প্রতিটি রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ, কিংবদন্তি।’
মাহমুদউল্লাহর জন্য শুভেচ্ছাবার্তায় নিজের টেস্ট অভিষেকে ফিরে যান অভিজ্ঞ পেসার রুবেল হোসেন, ‘ধন্যবাদ রিয়াদ ভাই। আপনি একজন চ্যাম্পিয়ন। একসঙ্গে অভিষেক হয়েছিল আমাদের টেস্ট ক্রিকেটে। আপনার পরবর্তী দিনগুলোর জন্য শুভকামনা ও ভালোবাসা।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি
টিভিতে দেখুন
চোট-জর্জর বসুন্ধরা কিংস
সাবিনা-ঋতুপর্ণারা ভুটানে
জাতীয় স্টেডিয়ামেই হামজার অভিষেক
আরও
X

আরও পড়ুন

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সান্তাহারে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য

সান্তাহারে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য