নাঈম শেখের এবার ৬৩ বলে সেঞ্চুরি
২১ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ১৭৬ রানের বিধ্বসী ইনিংস খেলা নাঈম শেখ আবার পেয়েছেন সেঞ্চুরির দেখা। এবার তিন অঙ্ক স্পর্শ করলেন সেফ ৬৩ বলে। তার আগ্রাসী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও উড়িয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
আসরের সপ্তম রাউনের শুক্রবার ৬৪ বলে ১০৪ রান করেন নাঈম। তার ১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ভর করে ৯ উইকেটের সহজ জয় পায় প্রাইম ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৬০ রানের লক্ষ্য মাত্র ২০.১ ওভারে ছুঁয়ে ফেলে তারা।
সাত ম্যাচে প্রাইম ব্যাংকের চতুর্থ জয় এটি। মাত্র এক জয়ে পয়েন্ট তালিকার তলানিতে শাইনপুকুর।
২০২৩ সালের প্রিমিয়ার লিগে ৯৩২ রান করে জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছিলেন নাঈম। ওই বছরই সেপ্টেম্বরের পর আবার বাদ পড়ে যান তিনি। বছর দেড়েক পর লিগে এবার ওই একই ছন্দে ২৫ বছর বয়সী ওপেনার।
তৃতীয় রাউন্ডে ১২৫ বলে ১৭৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন নাঈম। সাত ম্যাচে দুই সেঞ্চুরি, এক ফিফটিতে এরই মধ্যে করে ফেলেছেন ৪৫৯ রান। গড় ৭৬.৫০, স্ট্রাইক রেট ১২০.৭৯। আসরে আর কোনো ব্যাটসম্যানের নেই চারশ রানও।
নাঈমের খেলার ধরনেও এসেছে ইতিবাচক পরিবর্তন। বাউন্ডারি নির্ভরতা কমিয়ে দৌড়ে রান নেওয়ার ক্ষেত্রেও দেখাচ্ছেন দক্ষতা। এভাবে পারফর্ম করতে থাকলে নির্বাচকদের দুয়ারে টোকা দেবেন তিনি নিশ্চিতভাবেই।
ছোট্ট লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ছিলেন নাঈম। প্রথম ওভারে শাহিন আলমের বলে দুটি চার দিয়ে শুরু, এরপর একই ছন্দে এগিয়ে মাত্র ৩৬ বলে পূর্ণ করেন পঞ্চাশ।
অন্য প্রান্তে নাঈমকে দারুণ সঙ্গ দেন সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৯৪ বলে আসে ১২০ রান। ষোড়শ ওভারে সাব্বির আউট হন ৪৭ বলে ৪৮ রান করে।
এরপর শাহাদাত হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন নাঈম। ক্যারিয়ারের দশম লিস্ট 'এ' সেঞ্চুরি তিনি করেন মাত্র ৬৩ বলে। পরে তার ব্যাট থেকেই আসে ম্যাচ জেতানো বাউন্ডারি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারায় শাইনপুকুর। পাঁচ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন ফারজান আহমেদ। এছাড়া ২৫ ছুঁতে পারেন আর দুই ব্যাটসম্যান।
শেষ দিকে শরিফুল ইসলামের ২২ রানের সৌজন্যে দেড়শ পেরোয় তারা।
১০ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। ২১ রান খরচায় বাঁহাতি পেসার শফিকুল ইসলামেরও শিকার ৩ উইকেট। ৩ মেডেনসহ ৩৭ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৮.৪ ওভারে ১৫৯ (রানা ৫, নিওন ৮, সাকিব ২৯, শিহাব ৭, ফারজান ৩৮, রাফসান ২৭, মিনহাজুল ৭, রহিম ২, শরিফুল ২২, রাফি ৬, শাহিন ৪*; শফিকুল ৯.৪-১-২১-৩, খালেদ ৮-০-৩৭-১, নাজমুল ১০-২-২২-৩, রিশাদ ১০-৩-৩৭-২, শামীম ১০-১-৩৩-১, শাহাদাত ১-০-৮-০)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ২০.১ ওভারে ১৬২/১ (নাঈম ১০৪, সাব্বির ৪৮, শাহাদাত ৯*; শাহিন ৫-০-৪৫-১, শরিফুল ৬-০-৩৩-০, রহিম ৩-০-৩০-০, রাফি ৩.১-০-৩৩-০, রাফসান ২-০-১৪-০, শিহাব ১-০-৭-০)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাঈম শেখ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আইএমএফের ঋণের কিস্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

পরিশুদ্ধ-পরিবর্তিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-সাহাদাত হোসেন সেলিম

গাজায় ইহুদী হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

রাজনৈতিক দল গঠন এখন ছেলেখেলা!

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

কোরআনবিরোধী নারী সংস্কার প্রস্তাবনা দেশের জন্য হুমকি স্বরূপ

পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

তারেক রহমান ‘নিয়তির সন্তান’

অতিদারিদ্র্য বৃদ্ধির শঙ্কা

২৪ ঘন্টায় গ্রেফতার ১০৭২ আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার

পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ রিমান্ডে

আ.লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার রিমান্ডে

চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ মহিলার মৃত্যু

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের দাবি মোটরসাইকেল চালকদের

জুলাই আন্দোলনের ৪ সংগঠকের উপর হামলা ঢাবির ৪ শিক্ষার্থী গ্রেফতার