নাঈম শেখের এবার ৬৩ বলে সেঞ্চুরি
২১ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ১৭৬ রানের বিধ্বসী ইনিংস খেলা নাঈম শেখ আবার পেয়েছেন সেঞ্চুরির দেখা। এবার তিন অঙ্ক স্পর্শ করলেন সেফ ৬৩ বলে। তার আগ্রাসী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও উড়িয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
আসরের সপ্তম রাউনের শুক্রবার ৬৪ বলে ১০৪ রান করেন নাঈম। তার ১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ভর করে ৯ উইকেটের সহজ জয় পায় প্রাইম ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৬০ রানের লক্ষ্য মাত্র ২০.১ ওভারে ছুঁয়ে ফেলে তারা।
সাত ম্যাচে প্রাইম ব্যাংকের চতুর্থ জয় এটি। মাত্র এক জয়ে পয়েন্ট তালিকার তলানিতে শাইনপুকুর।
২০২৩ সালের প্রিমিয়ার লিগে ৯৩২ রান করে জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছিলেন নাঈম। ওই বছরই সেপ্টেম্বরের পর আবার বাদ পড়ে যান তিনি। বছর দেড়েক পর লিগে এবার ওই একই ছন্দে ২৫ বছর বয়সী ওপেনার।
তৃতীয় রাউন্ডে ১২৫ বলে ১৭৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন নাঈম। সাত ম্যাচে দুই সেঞ্চুরি, এক ফিফটিতে এরই মধ্যে করে ফেলেছেন ৪৫৯ রান। গড় ৭৬.৫০, স্ট্রাইক রেট ১২০.৭৯। আসরে আর কোনো ব্যাটসম্যানের নেই চারশ রানও।
নাঈমের খেলার ধরনেও এসেছে ইতিবাচক পরিবর্তন। বাউন্ডারি নির্ভরতা কমিয়ে দৌড়ে রান নেওয়ার ক্ষেত্রেও দেখাচ্ছেন দক্ষতা। এভাবে পারফর্ম করতে থাকলে নির্বাচকদের দুয়ারে টোকা দেবেন তিনি নিশ্চিতভাবেই।
ছোট্ট লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ছিলেন নাঈম। প্রথম ওভারে শাহিন আলমের বলে দুটি চার দিয়ে শুরু, এরপর একই ছন্দে এগিয়ে মাত্র ৩৬ বলে পূর্ণ করেন পঞ্চাশ।
অন্য প্রান্তে নাঈমকে দারুণ সঙ্গ দেন সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৯৪ বলে আসে ১২০ রান। ষোড়শ ওভারে সাব্বির আউট হন ৪৭ বলে ৪৮ রান করে।
এরপর শাহাদাত হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন নাঈম। ক্যারিয়ারের দশম লিস্ট 'এ' সেঞ্চুরি তিনি করেন মাত্র ৬৩ বলে। পরে তার ব্যাট থেকেই আসে ম্যাচ জেতানো বাউন্ডারি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারায় শাইনপুকুর। পাঁচ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন ফারজান আহমেদ। এছাড়া ২৫ ছুঁতে পারেন আর দুই ব্যাটসম্যান।
শেষ দিকে শরিফুল ইসলামের ২২ রানের সৌজন্যে দেড়শ পেরোয় তারা।
১০ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। ২১ রান খরচায় বাঁহাতি পেসার শফিকুল ইসলামেরও শিকার ৩ উইকেট। ৩ মেডেনসহ ৩৭ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৮.৪ ওভারে ১৫৯ (রানা ৫, নিওন ৮, সাকিব ২৯, শিহাব ৭, ফারজান ৩৮, রাফসান ২৭, মিনহাজুল ৭, রহিম ২, শরিফুল ২২, রাফি ৬, শাহিন ৪*; শফিকুল ৯.৪-১-২১-৩, খালেদ ৮-০-৩৭-১, নাজমুল ১০-২-২২-৩, রিশাদ ১০-৩-৩৭-২, শামীম ১০-১-৩৩-১, শাহাদাত ১-০-৮-০)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ২০.১ ওভারে ১৬২/১ (নাঈম ১০৪, সাব্বির ৪৮, শাহাদাত ৯*; শাহিন ৫-০-৪৫-১, শরিফুল ৬-০-৩৩-০, রহিম ৩-০-৩০-০, রাফি ৩.১-০-৩৩-০, রাফসান ২-০-১৪-০, শিহাব ১-০-৭-০)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাঈম শেখ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে- ব্যারিস্টার নওশাদ জমির

পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষনের আসামীদের দ্রুত বিচার করার দাবিতে জেলা বিএনপির মানববন্ধন

ইবিতে প্রক্টরিয়াল বডির উদ্যোগে ইফতার আয়োজন

নীল পাখির বাসা বদল, নিলামে উঠল টুইটারের লোগো

পিজি হাসপাতালের নাম পরিবর্তন হলেও লীগের দোসররা এখনও বহাল তবিয়তে"- ডা. আউয়াল

আওয়ামী লীগকে পূর্নবাসন করার কোন সুযোগ নেই : আমিনুল হক

গফরগাঁওয়ে চৈত্র মাসে শীতের আমেজ ঃ ঈদ বাজারে স্বস্তি

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০

সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে-কামরুল হুদা

ওসমানীনগরে ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা আনলো সিটি ব্যাংক ও সেলেক্সট্রা

গত বছরের ভেঙ্গে ফেলা রোজার কাফফারা এ বছর দেওয়া প্রসঙ্গে?

এখনো পুলিশে বহাল সেই ৫০ কর্মকর্তা

রেমিট্যান্স পাঠাতে বিকাশে প্রবাসীদের আস্থা বাড়ছে