নুরুলে সেঞ্চুরি ছাপিয়ে তামিমদের জয়
২১ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম

কামরুল হাসান রাব্বির, হাসান মাহমুদদের দারুণ বোলিংয়ে বিপরীতে অপরাজিত ফিফটি উপহার দিলেন তাওহীদ হৃদয়। পরে একাই দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন নুরুল হাসান সোহান। টানা দুই ছক্কায় তুলে নেন সেঞ্চুরি। সেই ছক্কার চেষ্টায় শেষ পর্যন্ত আউট হলেন সীমানায়। অল্প পুঁজি নিয়েও দারুণ জয় পেল তামিম ইকবালের দল।
ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে শুক্রবার ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২৩ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২১৭ রানের লক্ষ্যে ১৯৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি।
৯৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০০ রান করা নুরুলের বিদায়ে শেষ হয় ধানমন্ডির ইনিংস।
সাত ম্যাচে মোহামেডানের এটি পঞ্চম জয়। সমান ম্যাচে ধানমন্ডির জয় তিনটি।
লড়াইটা ছিল মূলত মোহামেডান বনাম নুরুলের। হাবিবুর রহমানের (১৬ বলে ৩১) ঝড়ো শুরুর পর এক প্রান্ত থেকেউ নিয়মিত উইকেট হারিয়েছে ধানমন্ডি। অন্য প্রান্তে লড়াই চালিয়ে গেছেন নুরুল। ৭৯ রানে ৬, ১১৭ রানে সপ্তম উইকেট হারায় তারা। ১৫৪ রানে হারায় অষ্টম উইকেট।
১৭৫ রানে নবম উইকেট হারানোর পরও আশার প্রদীপ হয়ে ছিলেন নুরুল। ৫৫ বলে ফিফটি করার পর লোয়ার অর্ডারদের নিয়ে চালিয়ে যান লড়াই। তবে লম্বা সময় তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৮৮ থেকে সাইফ হাসানকে টানা দুই বলে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে পৌঁছে যান শতরানে। তার লিস্ট 'এ' ক্যারিয়ারের ষষ্ঠ ও এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি এটি।
ম্যাচসেরা যদিও তিনি, তবু দারুণ সেঞ্চুরিও নুরুলের মুখে হাসি ফোটায়নি।
৩৪ রানে ৩ উইকেট নেন সাউফউদ্দিন। দুটি করে শিকার ধরেন তাসকিন আহমেদ ও তাউজুল ইসলাম।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে মোহামেডান। ৪৬ রানের উদ্বোধনী জুটিতে ৫৩ বলে ২৬ রান করে আউট হন তামিম, তখন দলীয় ১৫তম ওভার।
এরপর রনি তালুকদার আউট হন ৬৪ বলে ৩৯ রান করে। আরেক টপ অর্ডার মাহিদুল ইসলাম অঙ্কনও ছিলেন ধীর, করেন ৭৭ বলে ৪৪ রান। সাউফউদ্দিন রানের খাতা খুলতে পারেননি। মুশফিকুর রহিম (১৩ বলে ৬) হতাশ করেছেন আবারও।
মূলত তাওহীদ হৃদয়ের ব্যাটেই দুইশ পার করতে পারে মোহামেডান। ৪৭ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। এসময় তিনি পাশে পান মেহেদি হাসান মিরাজ (২৪ বলে ২৬) ও আবু হায়দার রনিকে (১৩ বলে ১৮)।
রাব্বি ৫৪ রানে নেন ৩ উইকেট। ১০ ওভারে স্রেফ ৩১ রান দিয়ে ২ উউকেট নেন হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২১৬/৬ (রনি ৩৯, তামিম ২৬, মাহিদুল ৪৪, সাইফ ০, মুশফিক ৬, হৃদয় ৫৩*, মিরাজ ২৬, আবু হায়দার ১৮*; এনামুল ৬-২-১৭-০, মইন ৫-০-১৭-০, কামরুল ১০-০-৫৪-৩, মুরাদ ১০-০-৩১-২, মাসুম ৯-১-৫১-০, সানজামুল ১০-০-৪৫-১)।
ধানমন্ডি স্পোর্টস ক্লাব: ৪৩.৩ ওভারে ১৯৩ (হাবিবুর ৩১, সানজামুল ৭, ফজলে মাহমুদ ০, ইয়াসির ১৪, সোহান ১০০, মইন ০, জিয়া ২, মাসুম ১৮, এন্মাউল ৯, মুরাদ ৫, কামরুল ০*; তাসকিন ৭-০-৫০-২, তাইজুল ১০-১-৪০-২, নাসুম ১০-০-৩১-১, আবু হায়দার ৩-১-১৪-১, সাইফ ৪.৩-০-৩৪-৩, মিরাজ ৯-০-২৪-১))
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত : শওকত রাসেল

পহেলগামে সেনার অনুপস্থিতি নিয়ে যা বলছে ভারত সরকার

ব্রিটিশ আমল থেকে এই এলাকার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

যে হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না : আব্দুস সালাম

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অটোরিকশাচালকের ছেলে আরাফাত, রাবির ‘বি’ ইউনিটে প্রথম হয়ে তাক লাগাল দেশকে

জকিগঞ্জে পতিত জমি চাষে আগ্রহী চাষীরা: এসডিএস-এর উদ্যোগে মতবিনিময় সভা

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে কক্সবাজারে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার : খন্দকার মুক্তাদির

সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ!

বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

পুরুষদের পর্দার বিধান প্রসঙ্গে।

সাভারে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১২ শিশু

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সঙ্কটে: গণতন্ত্র জয়ী হবে, না সিন্ডিকেট?

আখাউড়া সীমান্তে ফের গুলি চালাল বিএসএফ, বাংলাদেশি আহত

ছোট দলগুলোর ভবিষ্যৎ

ভারতের সুদূরপ্রসারী ষড়যন্ত্র