বোলার মুমিনুল জেতালেন দলকে
২১ মার্চ ২০২৫, ০৮:১১ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম

মুমিনুল হক বোলিং টুকটাক করেন বটে। তবে এবার তিনি ছাড়িয়ে গেলেন আগের সব পারফরম্যান্স। স্বীকৃত ক্রিকেটে ৪৫৮ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার পেলেন চার উইকেটের স্বাদ। ব্যাটিংয়ের রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। সাথে মোহাম্মদ মিথুনের দারুণ ফিফটিতে লো স্কোরিং ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে শীর্ষস্থান মজবুদ করল আবাহনী লিমিটেড।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারায় আবাহনী। ২০০ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। এক পর্যায়ে যদিও আরও সহজ জয়ের পথে ছিল তারা। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কমে যায় ব্যবধান।
সাত ম্যাচে ছয় জয় নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল আবাহনী। হার দিয়ে যাত্রা শুরুর পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল গাজী গ্রুপ। তাদের এটি দ্বিতীয় পরাজয়।
উইকেট ভেজা থাকায় প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হয় খেলা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন এনামুল হক। ৭ ওভারের পাওয়ার প্লেতে ৫৯ রান করে গাজী গ্রুপ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর রানের জোয়ারে বাধ দিতে সক্ষম হয় আবাহনীর বোলাররা। এনামুলও গুটিয়ে যান।
একপর্যায়ে মাত্র ১৭ বলে ৩১ রান করে ফেলা এনামুল ফিফটি করতে খেলেন ৬৫ বল। অন্য প্রান্ত থেকে তেমন সহায়তাও অবশ্য তিনি পাননি।
পঞ্চম উইকেটে ওয়াসি সিদ্দিকির সঙ্গে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৫৭ রানের জুটি। মুমিনুলের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দেন এনামুল। ৬ চার ও ৩ ছক্কায় ৭৬ বলে করেন ৬৮ রান।
ওয়াসির ব্যাট থেকে আসে ৪২ রান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন করেন ২৭ রান।
৬.১ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নেন মুমিনুল।
রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই ওপেনারের উইকেট হারায় আবাহনী। প্রথম ওভারে ছক্কা-চার মেরে ফেরেন জিসান আলম। পরের ওভারে ছক্কা মেরে অক্কা পান পারভেজ হোসেন।
তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন। দুজনের ব্যাটে সহজ জয়ের পথেই এগোচ্ছিল আবাহনী। কিন্তু একই ওভারে দুজনের বিদায়ে রোমাঞ্চ জাগে ম্যাচে।
শান্ত ৬৩ বলে ৪৩ ও মিঠুন ৭৭ বলে ৭৬ রান করে ফেরেন। পরে মোসাদ্দেক হোসেন সৈকতও (১৪ বলে ১৮) বেশিক্ষণ টিকতে পারেননি। এসএম মেহেরব হাসানও ফেরেন কোনো রান না করেই। গাজী গ্রুপের সম্ভাবনা জাগান শেখ পারভেজ রহমান।
দায়িত্বশীল ব্যাটিংয়ে আবাহনীকে জয়ের কাছে নিয়ে যান মুমিনুল। কিন্তু ৫ রান বাকি থাকতে তিনিও আউট হয়ে যান। তবে বিপদ ঘটতে দেননি মাহফুজুর রহমান রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৯৯ (সাদিকুর ১৬, এনামুল ৬৮, শোভন ৯, তাহজিবুল ১, শামসুর ৬, ওয়াসি ৪২, তোফায়েল ০, সাকলাইন ২৭, হাশিম ৬, লিওন ১, পারভেজ ৭*; মেহেদি ২-০-১৯-০, মৃত্যুঞ্জয় ১-০-১৪-০, রকিবুল ৮-০-৪৮-২, মোসাদ্দেক ৭-১-১৮-২, রাব্বি ৭-০-২৪-২, মেহেরব ৪-০-২৬-০, মুমিনুল ৬.১-০-৩৮-৪)
আবাহনী লিমিটেড: ৩৫ ওভারে ২০০/৮ (জিসান ১০, পারভেজ ৬, শান্ত ৪৩, মিঠুন ৭৬, মোসাদ্দেক ১৮, মুমিনুল ২৪, মেহেরব ০, রাব্বি ৮*, রকিবুল ১, মৃত্যুঞ্জয় ১*; লিওন ৭-০-৪৫-২, পারভেজ ৮-০-৪৬-৩, হাশিম ৫-০-৩০-২, তোফায়েল ২-০-১১-০, শামসুর ২-০-৫-১, ওয়াসি ৬-০-৩২-০, সাকলাইন ৫-০-২২-০)
ফল: আবাহনী লিমিটেড ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুমিনুল হক
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে- ব্যারিস্টার নওশাদ জমির

পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষনের আসামীদের দ্রুত বিচার করার দাবিতে জেলা বিএনপির মানববন্ধন

ইবিতে প্রক্টরিয়াল বডির উদ্যোগে ইফতার আয়োজন

নীল পাখির বাসা বদল, নিলামে উঠল টুইটারের লোগো

পিজি হাসপাতালের নাম পরিবর্তন হলেও লীগের দোসররা এখনও বহাল তবিয়তে"- ডা. আউয়াল

আওয়ামী লীগকে পূর্নবাসন করার কোন সুযোগ নেই : আমিনুল হক

গফরগাঁওয়ে চৈত্র মাসে শীতের আমেজ ঃ ঈদ বাজারে স্বস্তি

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০

সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে-কামরুল হুদা

ওসমানীনগরে ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা আনলো সিটি ব্যাংক ও সেলেক্সট্রা

গত বছরের ভেঙ্গে ফেলা রোজার কাফফারা এ বছর দেওয়া প্রসঙ্গে?

এখনো পুলিশে বহাল সেই ৫০ কর্মকর্তা

রেমিট্যান্স পাঠাতে বিকাশে প্রবাসীদের আস্থা বাড়ছে