তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম

হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গেছেন তার এক সময়ের জাতীয় দলের সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরিন আক্তার।
তামিমকে দেখে ফেরার জন্য গাড়িতে উঠে সংবাদমাধ্যমের কয়েকটি প্রশ্নের উত্তর দেন মাশরুর। তামিমের সবশেষ অবস্থা জানিয়ে দোয়া করার কথা বলেন তিনি।
“তামিমের সঙ্গে সাকিবের কথা হয়েছে কি না, আমি জানি না। তবে তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে।”
“আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।”
জাতীয় দল ও এর আগে বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে সাকিব-তামিমের বন্ধুত্ব প্রায় দুই দশকের। সাকিবের বাবা বললেন, এরও আগে থেকেও তামিমের পরিবারের সঙ্গে পরিচয় তার।
“(তামিম) ছেলের মতো না...তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তাঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক।”
সাভাবে জাতীয় লিগের খেলা চলাকালীন সোমবার বুকে ব্যথা নিয়ে পাশের হাসপাতালে ভর্তি হন তামিম। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ার পর সেখানে রিং পরানো হয়। এখন তিনি ভালো আছেন, তবে পুরোপুরো শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই খবর শোনার পর ফেসবুকে এক পোস্টে তামিমের সুস্থতা চেয়েছেন সাকিব। নিজের ৩৮তম জন্মদিনে তামিমের অসুস্থ হয়ে পড়ার খবর শুনে তিনি ফেসবুকে লেখেন, 'আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। '
সাকিব আরও লিখেছেন, 'তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। '
কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’
তামিমের চিকিৎসার খোঁজ নিতে দুপুর ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মোঃ আবু জাফর যান সাভারের কেপিজে হাসপাতালে। তিনি জানান, তামিম এখন শঙ্কামুক্ত। তিনি আরও জানিয়েছেন, তিন মাস পরেই হয়তো খেলায় ফিরতে পারবেন তামিম।
তামিমের ডিপিএল ক্লাব মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমের অবস্থা ঠিক থাকলে সন্ধ্যা বা রাতের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে। তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও 'মুভ করা খুবই রিস্কি' বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি

উইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

আমাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমির

বাকিটা জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)

লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

রামুতে গুলিতে নিহতের ঘটনায় ২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার আটক ২

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোরেলগঞ্জের পথে প্রান্তরে বিএনপি নেতা কাজী শিপন

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

কুমিল্লায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, নিহত ৩

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী আদিত্যনাথের

মির্জাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিরোধপূর্ণ দুই ঈদগাহসহ আড়াই শতাধিক মাঠে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত