ব্যাটিং দৈন্যতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ
০৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম

গোটা বিশ্ব যখন ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জন নিয়ে বাড়িতে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংরাদেশ নারী ক্রিকেট দল তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যস্ত অনুশীলনে। গত ২২ মার্চ থেকে হোম অব ক্রিকেটে চলেছে তাদেক্যাম্পেই কোচিং স্টাফ আর সতীর্থদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। উদ্দেশ্য, বাছাইয়ে ভালো করে ওয়ানডে বিশ্বকাপে নাম লেখানো। তবে বরাবরের মতো মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং।
বাংলাদেশ নারী দলের অন্যতম বড় সমস্যার নাম ব্যাটিং। আগের দিন সংবাদ সম্মেলনে দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক জ্যোতিও বলতে চেয়েছেন এটাই। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার আগে অবশ্য আশাবাদী কথা শুনিয়ে গেলেন কোচ সরওয়ার ইমরান। তিনি মনে করেন চ্যালেঞ্জিং পুঁজি গড়ার সামর্থ্য আছে দলের।
ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে নারী দল। লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব হতে পারে, বাছাইপর্বে তাই বড় রান হওয়ার ধারণা করা হচ্ছে। এসব উইকেটে ম্যাচ জিততে কমপক্ষে আড়াইশো রান করার বিকল্প নেই। দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ ইমরান জানান সব কিছু বিবেচনায় রেখেই প্রস্তুত হয়ে যাচ্ছেন তারা, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে। সবকিছুই ওভাবে অনুশীলন করেছি। যদি ব্যাটিং উইকেট হয়, তাহলে ২৫০+ হবে। আমি আশা রাখি, ব্যাটসম্যানরা করতে সক্ষম হবে।’
এ বছরের শেষ দিকে হতে যাওয়া ৮ দলের বিশ্বকাপে দুটি জায়গা এখনো ফাঁকা। ৯ এপ্রিল থেকে এ দুটি জায়গার জন্য লড়াইয়ে নামবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে সেরা দুই দল চলে যাবে বিশ্বকাপে। পাঁচ প্রতিপক্ষের মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থাকায় মূল চিন্তা বাংলাদেশের। প্রথম ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ডকে কিছুটা সহজ বিচার করলেও আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও সমীহ করার মতন দল। ইমরান চান ধাপে, ধাপে প্রতিটি ম্যাচই জিতে কোয়ালিফাই করতে চান তারা, ‘ওখানে আমাদের পাঁচটি ম্যাচ আছে। আমরা একটি একটি করে সব কটি জিততে চাই। দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকিদেরও ছোট করে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে লড়াই করে একটির পর একটি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই।’
৯ এপ্রিল শুরু হওয়া এই বাছাইপর্বে বাংলাদেশ মাঠে নামবে পরের দিন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবেন নিগাররা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আশরাফ উদ্দিন সিকদার

পাসপোর্টে ফিরল এক্সসেপ্ট ইসরায়েল

শি-লুলা বৈঠক, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন-ব্রাজিল

আধিপত্যবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : ভূমি উপদেষ্টা

ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় বিভাগীয় কমিশনারকে অভিনন্দন

নেশাগ্রস্ত পথ শিশুদের সংশোধনাগারে প্রেরণে সহযোগিতা করায় সম্মাণনা স্মারক পেলেন নয়া দিগন্তের সাংবাদিক শাহানুর ইসলাম

খুলনা নিউজপ্রিন্ট মিল হবে ওষুধের কাঁচামাল তৈরির কারখানা

বাধাহীনভাবে কুয়েটে প্রবেশ করলো শিক্ষার্থীরা

ইয়েমেনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা যুক্তরাষ্ট্রের

কালিগঞ্জ উপকূলে প্রচণ্ড তাপপ্রবাহে খাওয়ার পানির জন্য হাহাকার

২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

কুলাউড়ায় ট্রেন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

জাটকা সংরক্ষণ সপ্তাহ ও আহরন নিষেধাজ্ঞার মধ্যেই পহেলা বৈশাখের বর্ষ বরণের পান্তা ইলিশের ধাক্কায় বরিশালে বিধি ভঙ্গের প্রতিযোগীতা

মোরেলগঞ্জে সার্ভার জটিলতায় আবেদন করতে পারছে না বয়স্ক-বিধবা ভাতা প্রত্যাশীরা

৩৩ শতাংশ বাড়ল শিল্প গ্যাসের দাম

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত

ইসরায়েলে নয়, বাটার জন্ম চেক প্রজাতন্ত্রে, সেই তথ্য ক্রেতাদের জানাতে সিলেটে বাটার ফেস্টুন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঘনিষ্ট সিলেট আ'লীগ নেতা এডভোকেট কয়েছ গ্রেফতার