পাকিস্তানের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে মরিয়া কিউইরা। আর পাকিস্তানের চ্যালেঞ্জ ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
নেপিয়ারে প্রথম ওয়ানডে ৭৩ রানে এবং হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে ৮৪ রানে জয় পায় নিউজিল্যান্ড। দুই ম্যাচে আগে ব্যাট করে যথাক্রমে ব্যাটিংয়ে ৩৪৪ ও ২৯২ রান করে কিউইরা। প্রথম ম্যাচে ১৩২ রানের নান্দনিক ইনিংস খেলেন ব্যাটার মার্ক চাপম্যান। দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে অপরাজিত থাকেন মিচেল হে।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সফল বোলার ছিলেন পেসার নাথান স্মিথ। ৬০ রানে ৪ উইকেট নেন তিনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৫৯ রানে ৫ উইকেট নেন আরেক পেসার বেন সিয়ার্স।
সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না চাপম্যান। প্রথম ম্যাচে ফিল্ডিংকালে চোট পান তিনি। হ্যামস্ট্রিং ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়ে তার। এজন্য দ্বিতীয় ম্যাচও খেলতে পারেননি চাপম্যান। তার জায়গায় শেষ ম্যাচের দলে সুযোগ পেয়েছেন টিম সেইফার্ট।
২০১৯ সালে অভিষেকের পর একই বছর সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেইফার্ট। ৩ ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন সেইফার্ট।
২০৭ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হন সেইফার্ট।
টি-টোয়েন্টির মত ওয়ানডেতে ব্যাট হাতে ভালো করতে পারেনি পাকিস্তাান। দুই ম্যাচে যথাক্রমে ২৭১ রান ও ২০৮ রান করে পাকিস্তান। স্বীকৃত ব্যাটারদের মধ্যে প্রথম ম্যাচে বাবর আজম ৭৮ ও সালমান আগা ৫৮ রান এবং দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফ ৭৩ রান করেন। গত ম্যাচে পেসার নাসিম শাহর ব্যাট থেকে আসে ৫১ রান।
শেষ ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘শেষ ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব। প্রথম দুই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারিনি আমরা। আশা করি, শেষ ম্যাচে ছেলেরা জ্বলে উঠবে।’
এখন পর্যন্ত অন্তত দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে তিনবার হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৬ সালে দুই ম্যাচের এবং ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে নিউজিল্যান্ড।
পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, ইমাম উল হক, ইরফান খান, তায়েব তাহির, সালমান আগা, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আবরার আহমেদ, আকিফ জাভেদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও সুফিয়ান মুকিম।
নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মিচেল হে, নিক কেলি, রাইস মারিউ, মুহাম্মাদ আব্বাস, হেনরি নিকোলস, উইল ইয়ং, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, নাথান স্মিথ, আদিত্য আশোক, জ্যাকব ডাফি, উইল ও’রুর্ক ও বেন সিয়ার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আশরাফ উদ্দিন সিকদার

পাসপোর্টে ফিরল এক্সসেপ্ট ইসরায়েল

শি-লুলা বৈঠক, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন-ব্রাজিল

আধিপত্যবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : ভূমি উপদেষ্টা

ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় বিভাগীয় কমিশনারকে অভিনন্দন

নেশাগ্রস্ত পথ শিশুদের সংশোধনাগারে প্রেরণে সহযোগিতা করায় সম্মাণনা স্মারক পেলেন নয়া দিগন্তের সাংবাদিক শাহানুর ইসলাম

খুলনা নিউজপ্রিন্ট মিল হবে ওষুধের কাঁচামাল তৈরির কারখানা

বাধাহীনভাবে কুয়েটে প্রবেশ করলো শিক্ষার্থীরা

ইয়েমেনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা যুক্তরাষ্ট্রের

কালিগঞ্জ উপকূলে প্রচণ্ড তাপপ্রবাহে খাওয়ার পানির জন্য হাহাকার

২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

কুলাউড়ায় ট্রেন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

জাটকা সংরক্ষণ সপ্তাহ ও আহরন নিষেধাজ্ঞার মধ্যেই পহেলা বৈশাখের বর্ষ বরণের পান্তা ইলিশের ধাক্কায় বরিশালে বিধি ভঙ্গের প্রতিযোগীতা

মোরেলগঞ্জে সার্ভার জটিলতায় আবেদন করতে পারছে না বয়স্ক-বিধবা ভাতা প্রত্যাশীরা

৩৩ শতাংশ বাড়ল শিল্প গ্যাসের দাম

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত

ইসরায়েলে নয়, বাটার জন্ম চেক প্রজাতন্ত্রে, সেই তথ্য ক্রেতাদের জানাতে সিলেটে বাটার ফেস্টুন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঘনিষ্ট সিলেট আ'লীগ নেতা এডভোকেট কয়েছ গ্রেফতার