নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লেন স্টেড
০৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম

নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টেড। টেস্টের দায়িত্ব নিয়েও ভাবছেন ৫৩ বছর বয়সী এই কোচ।
কারণ সম্পর্কে বলেন, টানা ক্রিকেটের ক্লান্তি থেকে এখন একটু মুক্তি চান তিনি। টেস্ট দলের কোচের দায়িত্বে থাকা নিয়েও নিজের ভাবনা জানিয়ে রাখলেন।
“সফরের পর সফর করার জীবন থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকতে চাই আমি এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। গত সেপ্টেম্বর থেকে ছয়-সাত মাস ধরে টানা ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে। এখন নিজের সামনে বিকল্পগুলো নিয়ে ভাবতে চাই। তবে কোচিংয়ের কিছু এখনও আমার বাকি আছে বলেই মনে করি, যদিও সেটা হয়তো সব সংস্করণের জন্য নয়।”
“আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝার সুযোগ পাব সামনের সময়টায়। এরপর আরও ভালোভাবে বুঝতে পারব, টেস্ট কোচের দায়িত্বের জন্য পুনরায় আবেদন করব কি না।”
কোচ হিসেবে দারুণ সফল স্টেড। তার কোচিংয়ে তিনটি বৈশ্বিক আসরের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড।
স্টেডের সিদ্ধান্ত থেকে বোঝাই যাচ্ছে, সামনে সীমিত ওভারের ক্রিকেটের জন্য ভিন্ন কোচ বেছে নেবে নিউজিল্যান্ড। কদিন আগে দক্ষিণ আফ্রিকার সাদা বলের দায়িত্ব ছেড়ে দেওয়া রব ওয়াল্টার কিউইদের সাদা বলের কোচ হচ্ছেন বলে জোর গুঞ্জন আছে।
২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন ক্যারিয়ারে পাঁচ টেস্ট খেলা স্টেড। এরপর কোচ হিসেবে নিউজিল্যান্ডের ইতিহাসের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। আলাদা জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটেও।
তার কোচিংয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে তুমুল লড়াইয়ের পর স্রেফ বাউন্ডারি কম মারার নিয়মের কারণে শিরোপা জিততে পারেনি কিউইরা। তার সময়েই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে নিউজিল্যান্ড।
বিভিন্ন সময়ে দলের মূল ক্রিকেটারদের অনেককে পায়নি তিনি। তার পরও তার কোচিংয়ের পুরো সময়টায় বেশ ধারাবাহিক ছিল দলের পারফরম্যান্স। কদিন আগেই যেমন দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তানকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড।
টেস্ট দলের কোচ হিসেবেও তিনি দারুণ সফল। তার কোচিংয়ে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড, গত বছর ভারতে গিয়ে হোয়াইটওয়াশ করেছে তাদেরকে। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য মনে করা হয় এই দুটি জয়কে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আটক ১

প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবে একমত বিএনপি

গোসল ফরজ থাকাবস্থায় গোসল না করে জানাজার নামাজ আদায় করা প্রসঙ্গে?

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই - আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

ডিএপিএফসিএল থেকে নিসৃত গ্যাসের পানি পান করে মহিষ মৃত্যু

রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে ছিটকে গেলেন লেভান্দোভস্কি

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয় : একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা

দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে সরকারকে পাশে থাকার আহ্বান

রাজবাড়ীতে বাজারে খাস আদায়ের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত ২

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীণ ভবন থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ‘নায়লা’ পেলো মায়ের কোল

আওয়ামী লীগের এমপি শাওনের সাথে ওসি এনায়েত হোসেনের ছবি ফেসবুকে ভাইরাল

ছাগলনাইয়ায় এক দরিদ্র মেয়ের বিয়েতে সার্বিক সহযোগিতা দিলেন তারেক রহমান

বিজয়ের রেকর্ড ৫০তম সেঞ্চুরিতে গাজী গ্রুপের সহজ জয়

রনির সেঞ্চুরিতে শিরোপা লড়াইয়ে মোহামেডানও

ইমনের ব্যাটে শিরোপার পথেই আবাহনী

ভাষার নামে আগ্রাসন- আজকের ভারত, গতকালের পাকিস্তান!

বিদেশি ঋণ নিতে ‘পরামর্শকের বোঝা বইতেই হবে’ বলে জানালেন পরিকল্পনা উপদেষ্টা