বরিশালে ‘শেখ কামাল ও জয়’এর নামে গড়ে তোলা ‘স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’টি চালু হবে কবে ?
১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম

বরিশালে প্রায় ৬৫ কোটি টাকা ব্যায়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পর আওতায় ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’টির ভৌত অবকাঠামোর কাজ বছরখানেক আগে প্রায় শেষ হলেও জনবল মঞ্জুরী সহ নানা জটিলতায় তা চালুর বিষয়টি এখনো অনিশ্চিত। সরকারের নিজস্ব অর্থে ‘ডিজিটাল সংযোগ (ইউডিসি) প্রকল্প’র আওতায় ‘বরিশাল জেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমম্প্লমেন্ট ট্রেনিং সেন্টার’ নামে প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়ে আগামী ৩০জুন শেষ হবার কথা রয়েছে। তবে বিগত সরকারের আমলেই প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি সহ ব্যায় দু দফায় সংশোধন করা হয়েছে। গত বছর জুনের শেষে প্রকল্পটির ভৌত অবকাঠামোর নির্মান কাজ প্রায় ৯৫% ভাগ শেষ হলেও পওে সবকিছুই স্থবির হয়ে আছে।
গত ৫ আগষ্ট সরকার বিদায়ের পরে প্রকল্প পরিচালক বদল সহ নানা পরিবর্তন হলেও ভবন সর্বস্ব এ প্রকল্পটির সুফল সাধারন মানুষ কবে ভোগ করবেন তা বলতে পারছেন না কেউই। অথচ প্রকল্পের আওতায় বরিশালের নথুল্লাবাদে প্রায় ৭ একর জমির ওপর ব্যায়বহুল ও দৃষ্টি নন্দন ৭ তলা ভবন নির্মান করা হয়েছে। নির্মিত বাতুকুল ভবনটিতে দুটি লিফট,জেনারেটর ছাড়াও বিপুল সংখ্যক কম্পিউটার ও অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরীতে সহায়তা করা এবং একাডেমিয়া ও আইটি শিল্পের মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা সহ আইটি সম্পর্কিত খাতে দেশের যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পটির লক্ষ ছিল। ২০১৮ সালে প্রকল্পটি প্রনয়ন প্রক্রিয়া শুরু হলেও নানা জটিলতায় এর বাস্তবায়ন ক্রমান্বয়ে পিছেয়ে যেতে থাকে। ২০২২-এর শুরুতে প্রকল্পটির ভৌত অবকাঠামোর কাজ শুরু হয়। ২০২৩-এর ১৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ভার্চুয়ালী বরিশাল মহানগরীর নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালেল বিপরিতে ‘বরিশাল জেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লমেন্ট ট্রেনিং সেন্টার’এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত বছরের জুনের শেষভাগে মূল ভবন নির্মান সহ অভ্যন্তরীণ রাস্তা ও ক্যাফেটরিয়া সহ প্রকল্পটির প্রায় ৯৫ভাগ কাজ শেষ হবার পরে সবকিছু স্থবির হয়ে আছে।
প্রকল্প এলাকায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী থাকলেও তাদের বেতন-ভাতাও অনিয়মিত। বিষয়টি নিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজনের সাথে আলাপ করা হলে কেউই সুস্পষ্ট কিছু বলতে পারেন নি। তবে সকলেই প্রকল্পের আওতায় দেশের অন্যস্থানের মত বরিশালের কার্যক্রমও অদুর ভবিষ্যতেই চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পটি’র আওতায় বরিশাল ছাড়াও চট্টগ্রাম, সিলেট, মাগুড়া, নাটোর,রংপুর, নেত্রোকোনা ও কুমিল্লা জেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বছরে ১৬ হাজার দক্ষ জনশক্তি তৈরী হবার কথা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার