হেডের ঝড়ো শতকের পর পেসত্রয়ীর ছোবলে বিপাকে ভারত
জন্ম, বেড়ে ওঠা, এমনকি ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা অ্যাডিলেইডেই; হাতের তালুর মতো চিরচেনা সেই আঙিনায় ওয়ানডে ঘরোনার ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন ট্রাভিস হেড। তার ব্যাটেই বড় লিড পেল অস্ট্রেলিয়া। পরে পেসারদের দারুণ নৈপূণ্যে ভারতের উপর চাপ ধরে রেখেছে স্বাগতিকরা।
অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ১২৮ রানে দিন শেষ করেছে ভারত। হাতে ৫ উইকেট...