হারের ম্যাচে সাজাও পেলেন সিলস-কেভিন
জ্যামাইকায় বাংলাদেশের কাছে টেস্ট হারের হতাশার মাঝে আরেকটা খারাপ খবর পেল ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে খেলার মাঝে আগ্রাসী আচরণ করে শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেডন সিলস ও কেভিন সিনক্লিয়ার। দুজনকে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয়কে আউট করে আক্রমণাত্মক ভঙ্গি করেন সিলস। বদলি ফিল্ডার সিনক্লিয়ার আম্পায়ারের নিষেধ অমান্য করেও ব্যাটারদের প্রতি আক্রমণাত্মক...