বেতিসকে বিধ্বস্ত করে ইউনাইটেডের প্রায়শ্চিত্ত
১০ মার্চ ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম
ম্যানচেষ্টার ইউনাইটেডের ম্যাচটা ছিল ইউরোপা লিগের শেষ ষোলয়, অথচ ম্যাচের আগে বারবার ঘুরেফিরে আসছিল ইংলিশ লিগের আগের ম্যাচটা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে রীতিমত উড়ে যায় ইউনাইটেড। সেই ক্ষত সামলাতে কতটা সময় রেড ডেভিলরা নেয় সেটা নিয়েই হচ্ছিল নানান জল্পন কল্পনা। তবে সব শঙ্কা দূরে ঠেলে ঠিক পরের ম্যাচেই স্বরূপে ফিরেছে এরিক টেন হাগের দল। পরশুরাতের প্রথম লেগে রেয়াল বেতিসকে তারা ধসিয়ে দিয়েছে ৪-১ গোলে।
ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফর্মে থাকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৩২ মিনিটে সে গোল শোধ করেন বেতিসে খেলা সাবেক লেস্টার সিটি ফরোয়ার্ড আয়োজে পেরেজ। দুই দল বিরতিতে যায় ১-১ সমতা নিয়ে। তবে বিরতির পর ৫২ থেকে ৫৮, এই ছয় মিনিটের মধ্যে বেতিসের জালে বল পাঠিয়ে দেয় স্বাগতিকরা। প্রথম আন্তোনি এবং পরে ব্রুনো ফের্নান্দেসের গোলে জয়ের ছবি আঁকা হয় যায় ইউনাইটেডের। ম্যাচের ৮২ মিনিটে বেতিসের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ডাচ স্ট্রাইকার বাউট বেগহর্সট। সাধারণত বড় হারের পর ম্যানেজাররা একাদশে বড়সড় রদবদল করেন, যাতে বাজে হারের পুনরাবৃত্তি না হয়। তবে টেন হাগ হাঁটলেন ঠিক উল্টো পথে। বেতিসের বিপক্ষে অপরিবর্তিত দল খেলিয়ে লিভারপুলের বিপক্ষে বড় হারের কুশীলবদের সুযোগ করে দিয়েছেন নিজেদের সামর্থ্য প্রমাণের। লিভারপুলের বিপক্ষে বড় হারের পরের ম্যাচেই ইউনাইটেডের প্রত্যাবর্তনকে অবশ্য বেশ স্বাভাবিকভাবেই দেখছেন টেন হাগ, ‘একটা দুর্যোগের পর পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারাটা খুব ভালো। এই মৌসুমে এবারই প্রথম আমরা ঘুরে দাঁড়াইনি। আগেও এমনটা খেলেছি। এই দলটার নিজস্ব ধরন আছে। ওরা প্রশংসা পাওয়ার যোগ্য।’
একই রাতে ঘরের মাঠ জোসে আলভাদে স্টেডিয়ামে ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হয়েছিল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। এই ম্যাচের আগে স্পোর্টিংয়ের কোচ রুবেন এমোরিম জানিয়েছিলেন- বিন্দুমাত্র প্রতিযোগিতা গড়তে হলে তার দলকে কেবল ভালো খেললেই হবে না, দিতে হবে নিজেদের সর্বোচ্চটা। পর্তুগিজ ক্লাবটি তাদের কোচের আশানুরূপ পারফরম্যান্সই প্রদর্শন করল। এই মৌসুমে উড়তে থাকা আর্সেনালকে রুখে দিয়ে স্পোর্টিং ম্যাচটা ড্র করল ২-২ ব্যবধানে।
ম্যাচের ২২তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা স্বাগতিকরা সমতায় ফিরতে নিল মাত্র ১২ মিনিট। গানারদের জালে বল পাঠালেন পর্তুগিজ ডিফেন্ডার গোঞ্জালো ইনাসিও। পেন্ডুলামের মত লাগাম পরিবর্তন হতে থাকা ম্যাচের ৫৫ মিনিটে স্পোর্টিংকে এগিয়ে দেন পাওলিনহো। ঠিক তার পর পরই এই পর্তুগীজ সহজ সুযোগ হারানোয় ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া হয়নি এমোরিমের দলের। ম্যাচের ৬২তম মিনিটে মোরিতার আত্মঘাতী গোলে আর্সেনাল খেলায় ফিরলেও তারা স্পোর্টিংয়কে হারাতে পারেনি। আগামী ১৬ মার্চ এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
এক নজরে ফল
ম্যানইউ ৪-১ রিয়াল বেতিস
জুভেন্টাস ১-০ ফ্রাইবুর্গ,
রোমা ২-০ রিয়াল সোসিয়েদাদ
সেভিয়া ২-০ ফেনেরবাখ
ইউ.বার্লিন ৩-৩ সেন্ট জিলোয়া
লেভারকুজেন ২-০ ফেরেন্সভারোস
ফেইনুর্ড ১-১ শাখতার দোনেস্ক
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি