আগে জিতলে সিরিজ জেতে বাংলাদেশ!
১১ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৫ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে বাংলাদেশ- ওয়ানডে সিরিজ শেষেও এই কথা বললে কি বিশ্বাস হতো? সম্ভবত না। একটি জয় যেন আলোচনাই বদলে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের কথা ভাবছে বাংলাদেশ। সেই ছন্দ লেগেছে দলের অমুণীলনেও। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনই দারুণ ফুরফুরে মেজাজের এক দলের দেখা পাওয়া গিয়েছিল। কেবলই অনুশীলনের জন্য অনুশীলন না, প্রস্তুতির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল প্রাণবন্ত আবহ। নতুন আদলের দল নিয়ে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে আসার পর আরও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদ তো মনে করেন, তাদের এবারের দলটাতে আছে সেরা খেলোয়াড়দের সমন্বয়।
তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টিতেই সবচেয়ে বেহাল অবস্থা ছিল বাংলাদেশের। একের পর এক বিশ্বকাপ ব্যর্থতায় কোনভাবেই মিলছিল না আদর্শ সমন্বয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবার তাই এসেছে পাঁচটি বদল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একটি স্কোয়াডের খুঁজে থাকা বাংলাদেশের এবারের শুরুটা হয়েছে দারুণ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দেয় সাকিব আল হাসানের দল।
গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে ছিল বাংলাদেশের অনুশীলন। চট্টগ্রামের জয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে খেলোয়াড়দের মধ্যে ছিল উদ্দীপনা। নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গায় সবাইকে পাওয়া গেছে বেশ চনমনে। দলের অনুশীলন সেরে হাসান গণমাধ্যমের সামনে এসে জানান তাদের আগামীর সম্ভাবনার কথা, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দল আছে অন্যতম সেরা খেলোয়াড়দের সমন্বয় আমি দেখছি এরমধ্যে। খুবই উজ্জীবিত সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকবে সবার থেকে।’
আজ বিকেল ৩টায় হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। একদিন বাদে মঙ্গলবার একই সময়ে শেষ ম্যাচ। মিরপুরের দুই ম্যাচের যেকোনো একটা জিততে পারলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জেতার আনন্দে ভাসতে পারবে স্বাগতিকরা। এমন অর্জন হলে নিঃসন্দেহে সংক্ষিপ্ততম সংস্করণে থিতু দল পেতে বড় একটা ধাপ এগুনো যাবে। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকায় সিরিজ জিততেও জোর শক্তি পাচ্ছেন হাসান, ‘আমরা ইনশাআল্লাহ সিরিজ জিতব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর।’
শক্তি-সামর্থ্যে ইংল্যান্ড কতটা শক্তিশালী, সিরিজে ফিরে আসার সামর্থ্য তাদের কতটা আছে, তা নতুন করে না বললেও চলছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জেতার পর বাংলাদেশরই বা এই সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু? অতীত পরিসংখ্যানই বা কী বলছে? বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ২০০৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। তবে দুই কিংবা ততোধিক ম্যাচের সিরিজ খেলতে টাইগারদের অপেক্ষা করতে হয়েছে আরও ৬ বছর। ২০১২ সালে প্রথমবার দুই কিংবা ততোধিক ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ, আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড সিরিজের আগপর্যন্ত বাংলাদেশ দুই বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজ খেলেছে ২৬টি। সেখানে সিরিজে প্রথম ম্যাচে জয় এসেছে এমন সিরিজের সংখ্যা ১০টি।
সব মিলিয়ে এই ১০টি সিরিজের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৫টিতে। হেরেছে ১টি। বাকি ৪ সিরিজের ফলাফল ড্র। ড্র হওয়া সিরিজগুলোর মধ্যে ৩টি সিরিজ ছিল ২ ম্যাচের আর একটি ৪ ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ৩ ম্যাচের। প্রথম ম্যাচে জিতে এগিয়ে যাওয়া সিরিজগুলোর পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে গেলেও এই ইংল্যান্ডের বিপক্ষে নির্ভার হওয়ার সুযোগ নেই। আর ক্রিকেটে পরিসংখ্যানের প্রভাব তো ম্যাচে প্রথম বল গড়ানোর আগপর্যন্ত!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি

উইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

আমাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমির

বাকিটা জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)

লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

রামুতে গুলিতে নিহতের ঘটনায় ২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার আটক ২

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোরেলগঞ্জের পথে প্রান্তরে বিএনপি নেতা কাজী শিপন

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

কুমিল্লায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, নিহত ৩

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী আদিত্যনাথের

মির্জাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিরোধপূর্ণ দুই ঈদগাহসহ আড়াই শতাধিক মাঠে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত