সিশেলসের বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের
২৫ মার্চ ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৭ পিএম
মার্চের ফিফা উইন্ডোতে পূর্ব আফ্রিকার দ্বীপ দেশ সিশেলসের বিপক্ষে জয়ে দ্বিপাক্ষিক ফুটবল সিরিজ শুরু হলো বাংলাদেশের। শনিবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ১-০ গোলে হারায় সিশেলসকে। লাল-সবুজদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী। আন্তর্জাতিক ফুটবলে এটিই তারিকের প্রথম গোল। সেই সঙ্গে ঘরের মাঠে দীর্ঘ ২৭ মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয় দল। যে কারণে র্যাঙ্কিংয়ে পেছনে থাকা দল সিশেলসের বিপক্ষে জয়ের আনন্দটাও ছিল বেশি। বাংলাদেশ দল সর্বশেষ ২০২০ সালের ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জিতেছিল। ওই ম্যাচে লাল-সবুজরা ২-০ গোলে হারিয়েছিল নেপালকে।
সিশেলসের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য স্মরনীয় হয়েই থাকবে। কারণ দুই বছরের বেশি সময় পরে ঘরের মাঠে জয়ের পাশাপাশি এ ম্যাচে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে প্রথম লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাঠে নেমে গোলের দুটি সুযোগও পেয়েছিলেন এলিটা। কিন্তু নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি সদ্য বাংলাদেশি হওয়া এই ফুটবলার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ ক’টি সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে সিশেলসের শক্ত রক্ষণে বাধা পেয়ে ফিরে আসে তাদের আক্রমণ। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ১৯ মিনিটে গোলের সুযোগ আসে অতিথি দলের সামনে। বক্সের বাইরে থেকে ব্রাডন লাবরশীর শট বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে বাংলাদেশের নিশ্চিত গোল রুখে দেন সিশেলস গোলরক্ষক আলভিন মাইকেল। এসময় ডানপ্রান্ত দিয়ে জামাল ভুইয়ার ক্রস পোস্টের খুব কাছে পেয়ে জোড়ালো হেড করেন ডিফেন্ডার তপু বর্মণ। দারুণ দক্ষতায় বল গ্রিপে নেন আলভিন। ৩৭ মিনিটে বল দখলের লড়াইয়ে ডেরিল লুইসকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের ৪২ মিনিটে দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলারের দক্ষতায় কাক্সিক্ষত গোলের দেখা পায় স্বাগতিকরা। এসময় ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার ফ্রি কিক হেড করেও ক্লিয়ার করতে পারেননি বক্সের ভেতরে থাকা সিশেলসের ডিফেন্ডার। উড়ে আসা বলে পোস্টের খুব কাছে দাঁড়িয়ে থাকা তারিক কাজী মাথা ছুইয়ে দেন। তাতেই বল জালে জড়িয়ে যায় (১-০)। বাংলাদেশের জার্সিতে ফিনল্যান্ড প্রবাসী তারিকের এটি প্রথম আন্তর্জাতিক গোল। ৭০ মিনিটে সোহেল রানার কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস করেছিলেন রাকিব হোসেন। সেখানে অপেক্ষায় ছিলেন এলিটা কিংসলে। তবে বল তার কাছে পর্যন্ত পৌছাতে পারেনি। হেডে ক্লিয়ার করেন সিশেলসের ডিফেন্ডার ওয়ারেন। বাকি সময় আর কোন গোল না হওয়ায় ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার