পেলেকে স্মরণ করার রাতেও ব্রাজিলের হার, মরক্কোর ইতিহাস
২৬ মার্চ ২০২৩, ১০:৩২ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম
কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম ব্রাজিলের মাঠে নামা। ম্যাচের শুরুতে পেলেকে স্মরণ আর প্রত্যেক খেলোয়াড়ের জার্সির পেছনে ছিল ফুটবল-রাজার নাম। কিন্তু এ সব উপলক্ষের কোনোটিই যে সেলেসাওদের উদ্দীপ্ত করতে পারেনি। নতুন রূপের ব্রাজিল দলকে ২-১ গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো। সেই সাথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমবারের মতো হারানোর স্বাদ পেয়েছে আফ্রিকার দলটি।
ব্রাজিলের সাথে এই ম্যাচের আগে ২ বার মুখোমুখি হয়েছিল মরক্কো। যেখানে জয় তো দূরের কথা সেলেসাওদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে পারেনি আফ্রিকার দেশটি। ১৯৯৭ সালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এর এক বছর পর ১৯৯৮ সালের বিশ্বকাপে ফের মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার দেখায়ও মরক্কোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। কিন্তু এরপর ২৫ টি বছর পেরিয়ে গেলেও আর কোনো ম্যাচ খেলেনি দু’দল। তবে তৃতীয়বারের দেখায় অসাধ্য সাধন করেছে রেগরাগির শিষ্যরা।
এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এটি ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। সেলেসাওদের ছয় বছর ডাগআউটে দায়িত্ব পালন করা তিতের বিদায় আর চোটে আক্রান্ত নেইমার ও থিয়াগো সিলভা বিহীন ব্রাজিলের শুরুর একাদশ ছিল তারুণ্যেভরা। চোটের জন্য বাইরে থাকা নেইমারের অভাব তারা অনুভব করেছে প্রবলভাবেই।
স্বাগতিক দর্শকদের ২৯ মিনিটে আনন্দের উপলক্ষ্য এনে দেন ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। সতীর্থ বিলাল খানৌসের অ্যাসিস্টে বাঁ প্রান্ত থেকে নেয়া শট লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধে পিছিয়ে পড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল শোধে মরিয়া হয়ে উঠে ক্যাসিমিরো-ভিনিরা। ৪১ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের শট পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে গেলে বিরতির আগে সেলেসাওরা সমতায় ফিরতে পারেনি।
ব্রাজিলকে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত। ক্যাসিমিরোর দূর পাল্লার শট নাগালে থাকলেও তা আটকাতে ব্যর্থ হন মরক্কোর গোলরক্ষক। সমতায় ফেরে ব্রাজিল। সমতার পর মরক্কোর আক্রমণ আরও গতি পায়। সেই ধারায় ৭৯ মিনিটে চলে আসে সেই কাঙ্ক্ষিত গোল। ওয়ালিদ ছেদদিরার কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের জালে শেষ পেরেক ঠুকে দেন সাবিরি। গোলরক্ষক ওয়েভারটনের দেখা ছাড়া কিছুই করার ছিল না। ম্যাচের বাকি সময়ে আর গোল করতে পারেনি ব্রাজিল। ভারপ্রাপ্ত কোচ মেনেজেসের প্রথম ম্যাচটা শেষ হয় হতাশায়।
গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট মরক্কোর সময়টা ভালো কাটছিল না। আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে দারুণ জয়ে বাজে সময় পেছনে ফেলার আভাস দিল রেগরাগির দল। সেই সাথে মরকোর ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে হারানোর মধুর স্মৃতি স্থাপন করলো হাকিমি-জিয়াশরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন