এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ঊষা
০২ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ঊষা ক্রীড়া চক্র। জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ মাথায় নিয়ে গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হন ঊষার খেলোয়াড়রা। ম্যাচটি ভারতীয় রিক্রট ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ঊষা। বিজয়ীদের পক্ষে ইশরাত তিনটি, দেবাশীষ কুমার রায় দু’টি এবং বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। হকি ঢাকা ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন তাওহিদ।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ১০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। এসময় বাগাত সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা (১-০)। এক মিনিট পর ইশরাত ইখতিদারের গোলে ব্যবধান বাড়ায় দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে ঢাকা ইউনাইটেড কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে আর রাখতে পারেনি। ম্যাচের ৩৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ঊষা। ৪০ ও ৪১ মিনিটে টানা দুই গোল করে নিজেদের হ্যাট্রিক পূর্ণ করেন ইশরাত (৫-০)। ম্যাচের ৪৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। কিছুটা আক্রণাত্মক হকি খেলে ম্যাচের ৫০ মিনিটে হকি ঢাকা ইউনাইটেডের তাওহিদের একটি গোল শোধ দেন (১-৬)। তবে ৫৫ মিনিটে হাবিব হোসেন বিজয়ীদের পক্ষে সপ্তম গোল করলে বড় জয়ের পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয় ঊষার (৭-০)। ১১ দলের এই লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলোতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় ঊষা। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হকি ঢাকা ইউনাইটেড।
প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে ঊষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগ নিশ্চিত করে খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন উষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। তিনি বলেন,‘দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডানকে সবাই চেনেন। বাংলাদেশের হকির সুতিকাগার আরমানিটোলা, মাহুতটুলি থেকে উষার জন্ম। হকির সৌন্দর্য ঊষা ক্রীড়া চক্র। যখন প্রিমিয়ার বিভাগে ছিলাম তখন আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। কয়েক বছরের ব্যবধানে ফের প্রিমিয়ারে ফিরছি। এটা আমাদের জন্য বড় পাওয়া।’
এবার চ্যাম্পিয়ন উষার অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক অসীম কুমার গোপ। তার অধিনায়কত্বে ঊষা প্রিমিয়ারে উঠতে পেরেছে বলে তিনি তৃপ্ত। অসীম বলেন,‘নানা জটিলতায় গত প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলতে পারিনি এবার একটা চ্যালেঞ্জ নিয়ে উষায় এসেছিলাম। প্রথম বিভাগ লিগ এবার অনেক প্রতিদ্বন্ধিতাপুর্ণ হয়েছে। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি আমরা। অধিনায়ক হিসেবে এটা বড় পাওয়া আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার