মেসি-এমবাপে ভেলায় চেপে পিএসজির ভাগ্য বদল
১৬ এপ্রিল ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:৪৭ এএম

পিএসজি দারুণ এক পরিত্রাণ পেল। যে লেন্সের বিপক্ষে টানা তিন ম্যাচে জয়হীন ছিল প্যারিসের জায়ান্টরা, তাদের বিপক্ষে অবশেষে গেরো কাটাল। তাও কি নান্দনিক ভাবে! প্রথমে ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে গোল করলেন, মধুময় সমাপ্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির পায়ে। চোটের কারনে মাঠের বাহিরে নেইমার, তা নাহলে নিশ্চয়ই মাঝের গোলটি করে ত্রয়ীর চক্রপূরণ করতেন তিনি। তবে নেইমারের স্থানটা পূরণ করে দিলেন পর্তুগিজ ভিতিনিয়া। তাতেই পরশু রাতে ঘরের মাঠে লেন্সকে ৩-১ গোলে হারিয়ে জয়খরা কাটায় পিএসজি। এ জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের দিকেও এক ধাপ এগিয়ে গেল ব্লুজরা।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ১৯ মিনিটে সালিস সামেদ লাল কার্ড দেখে বেড়িয়ে পড়ার পরই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় লেন্সের। ৩১ মিনিটে গোলের উল্টোদিকে মুখ করে থাকা এমবাপে বল পেয়েছিলেন বক্সে। মুহূর্তেই শরীর ঘুরিয়ে নেয়া ফ্রেঞ্চ ফরোয়ার্ডের শট দূরের পোস্ট ঘেষে ঢুকেছে। ৩৭ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে নেয়া ভিতিনিয়ার শটও একই ভাবে জালে গিয়েছে।
তবে মিনিট তিনেক পর মেসির গোল সৌন্দর্যে আগের দুই গোলকে ছাড়িয়ে গেল। বক্সের বাইরে বল পেয়ে সেটা এমবাপেকে দিয়েই নিজে চলে গেলেন ডান পোস্টের দিকে। এমবাপের ব্যাকহিল যখন পেলেন, তখন মেসি বেশ দুরূহ কোণে। সেখান থেকেই মেসির শট দূরের পোস্ট দিয়ে জালে যায়। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করেছে। তবে ফ্রাঙ্কোস্কির পেনাল্টি থেকে গোল ম্যাচের ফলে কোনো প্রভাব রাখেনি।
৭ ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার পরও গাছাড়া দিতে রাজি নন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের, ‘লিগ জেতা হয়ে গেছে ভাবলে চলবে না। অগ্রগামিতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং অন্য দলগুলোকে কোনো আশা দেয়া যাবে না।’
একই রাতে স্প্যানিশ লা লিগায় কাদিজের গোলবারে একের পর এক শট নিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে শট নেওয়ার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক সুযোগও হাতছাড়া করতে থাকলেন করিম বেনজেমা,রদ্রিগো ও মার্কো অ্যাসেন্সিওরা। তবে চার মিনিটের ব্যবধানে দুবারের লক্ষ্যভেদে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।
এই সপ্তাহেই স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগ। তাই টনি ক্রুস ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদ্রিচ ও এদুয়ার্দো কামাভিঙ্গা বিশ্রামে রেখে খেলতে নেমেছিল রিয়াল। এরপরও দাপট দেখানো লস ব্ল্যাঙ্কোসরা ম্যাচে মোট ৩৫টি শট নিয়েছিল। তবুও গোল পেতে ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেটাও এসেছে ডিফেন্ডার নাচোর সুবাদে। ৪ মিনিট পরই ব্যবধান বাড়িয়েছেন আসেনসিও।
জয়ের পর বার্সেলোনাকে খোঁচা দিতে ছাড়েননি মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া, ‘বার্সেলোনার সঙ্গে অনেক দূরত্ব, তবে এখনও কোপা দেল রে ফাইনাল খেলা বাকি আমাদের। আর আমাদের সপ্তাহের মাঝেও খেলতে হয়। কিছু দল তো শুধু শনিবারে খেলে।’ এ মৌসুমে মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রেতে বাদ পড়েছে বার্সেলোনা। আর ইউরোপে প্রথমে চ্যাম্পিয়নস লিগ ও পরে ইউরোপা লিগ থেকে ছিটকে পড়েছে কাতালানরা।
লা লিগায় ২৯ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৬২ পয়েন্ট আর এক ম্যাচ কম খেলে টেবিলের শীর্ষে থাকা বার্সালোনার পয়েন্ট ৭২।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টারের বিপক্ষে প্রথম আধা ঘন্টায় দাপুটে ফুটবলে তিন গোল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। ঘর সামলাতে ব্যস্ত লিস্টার বিরতির পর ব্যবধান কমিয়ে নাটকীয় কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু অবশ্য হলো না। ম্যাচটা ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে জন স্টোনস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড। সফরকারীদের একমাত্র গোলদাতা কেলেচি ইহেনাচো। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ও মূর্তি উড়িয়ে দেয়ার ঘটনায় কেন প্রতিক্রিয়া নেই আ.লীগ ও দিল্লির!

কানাইঘাটে রাস্তা ও খালে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা : বন্দোবস্ত বাতিলের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধ

আখাউড়ায় পৌর টোলকে 'না', সড়ক অবরোধ

বাউফল খাল পূনঃখনন উদ্বোধন

সুদানে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জি৭-ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

তদন্তের কমিটির কাজ চলমান অবস্থায় ডা: শামীমকে ওএসডি