সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক স্কোয়াডে দুই নতুন মুখ
১৩ মে ২০২৩, ০৮:৫৩ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার ঘোষিত ৩৫ সদস্যের এই দলে দুই নতুন মুখের জায়গা হয়েছে। এদের একজন হলেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মুরাদ হোসেন, আর অন্যজন ফর্টিস ফুটবল ক্লাবের ফরোয়ার্ড রফিকুল ইসলাম। এছাড়া ফের দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ডিফেন্ডার ঈশা ফয়সাল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার আবু সাঈদ। তবে ঘোষিত প্রাথমিক স্কোয়াডের অন্য সবারই আগে জাতীয় দলে ডাক পাওয়ার রেকর্ড আছে। এক মাসেরও বেশি সময় পরে টুর্নামেন্ট মাঠে গড়ালেও আয়োজক সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) গাইডলাইন হচ্ছে ১৫ মে’র মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে ৩৫ জন ফুটবলারের প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফলে সাফের কার্যালয়ে এই তালিকা জমা দিতেই বাংলাদেশ দলের এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন থেকে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে মাঠের অনুশীলন শুরু করবে লাল-সবুজরা। ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলে ব্যাঙ্গালুরু যাবে বাংলাদেশ দল। ঘোষিত প্রাথমিক দল নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা। দল ঘোষণার পর তিনি বলেন,‘কিছু নতুন খেলোয়াড় আছে এবারের দলে। ঘরোয়া আসরের খেলা দেখেই তাদের বাছাই করা হয়েছে। আশা করছি এই দল নিয়ে আমরা সাফে ভালো করতে পারবো।’ তিনি যোগ করেন,‘সাফে আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা। এটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা আশাবাদী সেই চ্যালেঞ্জ উত্তরণ করতে পারবো।’ তিনি জানান ক্যাম্প শুরুর পর পর্যায়ক্রমে ৩৫ জনের তালিকা ছোট করে চুড়ান্ত দল ঘোষণা করা হবে
এদিকে প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগে শনিবার দুপুরে মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় দল কমিটির সভা। এ সভায় চুড়ান্ত করা হয় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের নাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাফে বাংলাদেশ দলের ম্যানেজার মনোনীত হয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমের খান। তার ইপর আস্থা রাখছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সভা শেষে তিনি বলেন,‘আমাদের আজকের (শনিবারের) সভায় চলমান কাজের পর্যালোচনা করা হয়েছে। কোচ ক্যাবরেরার সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কিছু কথা বলেছি। কোচিং স্টাফের মধ্যে ফিজিও নেওয়া হবে নতুন করে। এছাড়া সাফে জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে আমের খানকে। আশা করছি, তিনি সফলভাবে দায়িত্ব পালন করবেন।’
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ। ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা। মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা (১), মজিবুর রহমান জনি, সোহেল রানা (২), শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল। ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ