সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক স্কোয়াডে দুই নতুন মুখ
১৩ মে ২০২৩, ০৮:৫৩ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার ঘোষিত ৩৫ সদস্যের এই দলে দুই নতুন মুখের জায়গা হয়েছে। এদের একজন হলেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মুরাদ হোসেন, আর অন্যজন ফর্টিস ফুটবল ক্লাবের ফরোয়ার্ড রফিকুল ইসলাম। এছাড়া ফের দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ডিফেন্ডার ঈশা ফয়সাল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার আবু সাঈদ। তবে ঘোষিত প্রাথমিক স্কোয়াডের অন্য সবারই আগে জাতীয় দলে ডাক পাওয়ার রেকর্ড আছে। এক মাসেরও বেশি সময় পরে টুর্নামেন্ট মাঠে গড়ালেও আয়োজক সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) গাইডলাইন হচ্ছে ১৫ মে’র মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে ৩৫ জন ফুটবলারের প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফলে সাফের কার্যালয়ে এই তালিকা জমা দিতেই বাংলাদেশ দলের এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন থেকে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে মাঠের অনুশীলন শুরু করবে লাল-সবুজরা। ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলে ব্যাঙ্গালুরু যাবে বাংলাদেশ দল। ঘোষিত প্রাথমিক দল নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা। দল ঘোষণার পর তিনি বলেন,‘কিছু নতুন খেলোয়াড় আছে এবারের দলে। ঘরোয়া আসরের খেলা দেখেই তাদের বাছাই করা হয়েছে। আশা করছি এই দল নিয়ে আমরা সাফে ভালো করতে পারবো।’ তিনি যোগ করেন,‘সাফে আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা। এটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা আশাবাদী সেই চ্যালেঞ্জ উত্তরণ করতে পারবো।’ তিনি জানান ক্যাম্প শুরুর পর পর্যায়ক্রমে ৩৫ জনের তালিকা ছোট করে চুড়ান্ত দল ঘোষণা করা হবে
এদিকে প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগে শনিবার দুপুরে মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় দল কমিটির সভা। এ সভায় চুড়ান্ত করা হয় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের নাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাফে বাংলাদেশ দলের ম্যানেজার মনোনীত হয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমের খান। তার ইপর আস্থা রাখছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সভা শেষে তিনি বলেন,‘আমাদের আজকের (শনিবারের) সভায় চলমান কাজের পর্যালোচনা করা হয়েছে। কোচ ক্যাবরেরার সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কিছু কথা বলেছি। কোচিং স্টাফের মধ্যে ফিজিও নেওয়া হবে নতুন করে। এছাড়া সাফে জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে আমের খানকে। আশা করছি, তিনি সফলভাবে দায়িত্ব পালন করবেন।’
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ। ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা। মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা (১), মজিবুর রহমান জনি, সোহেল রানা (২), শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল। ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রায়গঞ্জে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঈদগাঁওতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
টেকনাফে সাগরে ভেসে যায় তিন শিশু, মৃত্যু উদ্ধার-১, নিখোঁজ দুই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ
একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না: প্রধান নির্বাচন কমিশনার
যশোরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নয়াদিল্লি-লন্ডনের নতুন প্রেস মিনিস্টার ফয়সাল ও আকবর
বিএনপির কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে: রিজভী
আবারও আলোচনার তুঙ্গে শাকিব-পূজা,নেটিজেনদের দৃষ্টি কেড়েছে দুজনের ম্যাচিং পোশাক
কর্মসূচি স্থগিত করলেন অটোরিকশা চালকরা
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব আন্দালিভ রহমান পার্থের
বেপরোয়া গতিহীন যানবহনে মধ্যাঞ্চলের মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে
দেড় দিনেই রাজশাহীকে হারাল ঢাকা
ঢাকা-বেনাপোল রুটের পরিবহনগুলোর ধর্মঘট আহবান
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ১০
রাবির ১৩ শিক্ষার্থী পেলেন ‘ডীনস অ্যাওয়ার্ড’
বিরল মাইলফলকে সিমিওনে
বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ ১১০দিন পর উত্তোলন
বিএনপি জনগনের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে - মাফরুজা সুলতানা হাফিজ
চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে যাওয়ার সময় আখাউড়ায় আটক