১০ জুন শুরু নারী ফ্র্যাঞ্চাইজি লিগ
২৯ মে ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ১২:০১ এএম
সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে সভার মধ্যেই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা ইস্যুতে চলতি মাসেও একাধিক সভা করেছে তারা। এ ধারাবাহিকতায় সোমবার বিকালে জরুরি সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। যে সভার একমাত্র আলোচ্যসূচিই ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুন মাঠে গড়াবে প্রথমবারের মতো আয়োজিত নারী ফ্র্যাঞ্চাইজি লিগ।
সভা শেষে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আজ আমরা নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর একটা তারিখ ঠিক করেছি। এই লিগের অনেক চাহিদা, মেয়েদের এবং গণমাধ্যমের। তাই সিদ্ধান্ত নিয়েছি লিগটা আমরা করবো। ১০ জুন লিগ শুরু হবে। এটা ১২ দিনের লিগ হবে। ফাইনালসহ ১৩টা ম্যাচ থাকবে। এ সময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এজন্য এ সময়ের মধ্যেই লিগ করবো। নারী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে চারটি দল।’
নারী ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজক কে-স্পোর্টসের সঙ্গে আগের দেনা-পাওনা নিয়ে টানাপোড়েন ছিল বাফুফের। তারপরও বাফুফের জরুরি সভায় কে-স্পোর্টসকেই লিগ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে তা মাত্র এক আসরের জন্য। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা আপাতত এক বছরের জন্য পরীক্ষামূলক কে-স্পোর্টসকে নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুমতি দিয়েছি। যদি দেখি লিগটা সফলভাবে শেষ হয়েছে তাহলে পাঁচ থেকে দশ বছরের জন্য দরপত্র করে কোনো প্রতিষ্ঠানকে এই লিগ আয়োজনের দায়িত্ব দেবো।’ নারী ফ্র্যাঞ্চাইজি লিগের সবকিছুই করবে কে-স্পোর্টস। এই প্রতিষ্ঠান লিগ আয়োজন বাবদ বাফুফেকে দেবে ২০ লাখ টাকা। এই টাকা নারী অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি।
এদিকে হঠাৎ করেই নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি পদত্যাগও করেছেন। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘তিনি (ছোটন) আজই (গতকাল) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আমরা আগামী বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’ নারী দলের ক্যাম্প থেকে একের পর এক খেলোয়াড় চলে যাচ্ছেন, কোচ পদত্যাগ করেছেন। কেন এমন হচ্ছে? এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর,‘একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি এসেছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। এটা একটা প্রক্রিয়া। মেয়েরা যারা গিয়েছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই।’ তিনি যোগ করেন,‘কোচ পদত্যাগ করবেন। আরেকজন আসবেন। তিনি আবার পদত্যাগ করবেন। কিংবা বহিস্কৃত হবেন। গোটা পৃথিবী এভাবেই তো চলছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’