১০ জুন শুরু নারী ফ্র্যাঞ্চাইজি লিগ
২৯ মে ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ১২:০১ এএম
সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে সভার মধ্যেই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা ইস্যুতে চলতি মাসেও একাধিক সভা করেছে তারা। এ ধারাবাহিকতায় সোমবার বিকালে জরুরি সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। যে সভার একমাত্র আলোচ্যসূচিই ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুন মাঠে গড়াবে প্রথমবারের মতো আয়োজিত নারী ফ্র্যাঞ্চাইজি লিগ।
সভা শেষে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আজ আমরা নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর একটা তারিখ ঠিক করেছি। এই লিগের অনেক চাহিদা, মেয়েদের এবং গণমাধ্যমের। তাই সিদ্ধান্ত নিয়েছি লিগটা আমরা করবো। ১০ জুন লিগ শুরু হবে। এটা ১২ দিনের লিগ হবে। ফাইনালসহ ১৩টা ম্যাচ থাকবে। এ সময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এজন্য এ সময়ের মধ্যেই লিগ করবো। নারী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে চারটি দল।’
নারী ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজক কে-স্পোর্টসের সঙ্গে আগের দেনা-পাওনা নিয়ে টানাপোড়েন ছিল বাফুফের। তারপরও বাফুফের জরুরি সভায় কে-স্পোর্টসকেই লিগ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে তা মাত্র এক আসরের জন্য। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা আপাতত এক বছরের জন্য পরীক্ষামূলক কে-স্পোর্টসকে নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুমতি দিয়েছি। যদি দেখি লিগটা সফলভাবে শেষ হয়েছে তাহলে পাঁচ থেকে দশ বছরের জন্য দরপত্র করে কোনো প্রতিষ্ঠানকে এই লিগ আয়োজনের দায়িত্ব দেবো।’ নারী ফ্র্যাঞ্চাইজি লিগের সবকিছুই করবে কে-স্পোর্টস। এই প্রতিষ্ঠান লিগ আয়োজন বাবদ বাফুফেকে দেবে ২০ লাখ টাকা। এই টাকা নারী অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি।
এদিকে হঠাৎ করেই নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি পদত্যাগও করেছেন। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘তিনি (ছোটন) আজই (গতকাল) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আমরা আগামী বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’ নারী দলের ক্যাম্প থেকে একের পর এক খেলোয়াড় চলে যাচ্ছেন, কোচ পদত্যাগ করেছেন। কেন এমন হচ্ছে? এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর,‘একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি এসেছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। এটা একটা প্রক্রিয়া। মেয়েরা যারা গিয়েছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই।’ তিনি যোগ করেন,‘কোচ পদত্যাগ করবেন। আরেকজন আসবেন। তিনি আবার পদত্যাগ করবেন। কিংবা বহিস্কৃত হবেন। গোটা পৃথিবী এভাবেই তো চলছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দৌলতপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ আটক-৩
মাদারীপুরের শিবচরে ডাকাতি
বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবিতে মানববন্ধন
দৌলতখানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
চালু করা হবে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ
কেন ট্রাম্পের মনোনীত গোয়েন্দা প্রধান এত বিতর্কিত?
নির্মাণের এক বছরেই নদীতে ধসে পড়লো বাঁধ
টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপ ও সিএনজি সংঘর্ষে একজন নিহত
মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে মিয়া লে রু'র সরে দাঁড়ানোর ঘোষণা
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা
ডেঙ্গু প্রতিরোধে সরকারের টেকসই রূপরেখা
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হলেন লি জে-মিয়ং
বাংলাদেশের বন্দরে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ, উদ্বেগ ভারতের
মাদারীপুরে দুর্বৃত্তের হামলায় যাত্রীবাহী বাস ভাংচুর, যাত্রী ও কর্মচারী আহত
বরগুনায় যৌথ অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী আটক
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন: ক্রীড়াঙ্গনে নতুন দিনের স্বপ্ন
মির্জাপুরে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার
বঙ্গবন্ধু বাদ দিয়ে তিন মাস পর খুললো গাজীপুরের সাফারি পার্ক
জুমার নামাজ শেষে কাকরাইল মসজিদ ছাড়লেন সাদপন্থীরা