মোহামেডান সমর্থকের বাধভাঙা উচ্ছ্বাস
৩০ মে ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম
দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলে শিরোপার দেখা পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে সেরার খেতাব জিতেছে তারা। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেয়মানে দিয়াবাতের হ্যাটট্রিকে আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার পর ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও শিরোপহীন সাদাকালোরা। তারা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০১৩ সালে। ওই বছর কোটি টাকার টুর্নামেন্ট খ্যাত সুপার কাপের তৃতীয় আসরের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এর চার বছর আগে অবশ্য জনপ্রিয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে সেরা হয়েছিল ঐতিহ্যবাহীরা। ২০০৯ সালে ফাইনালে ঢাকা আবাহনীকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে শেষবার ফেডারেশন কাপের ট্রফি জেতে মোহামেডান। এরপর টানা ১৪ বছর এই টুর্নামেন্টে শিরোপাহীন দলটি। যে আক্ষেপে ক্ষত-বিক্ষত মোহামেডান সমর্থকদের হৃদয়। অবশেষে সোনার হরিণের দেখা মিললো। কাঙ্খিত শিরোপার দেখা পেল সমর্থকদের প্রিয় দল মোহামেডান। দলের এমন সাফল্যে মোহামেডান সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাসে প্রকম্পিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারি। রাজধানী ঢাকা থেকে খেলা দেখতে কুমিল্লায় গিয়েছিলেন হাজারো মোহামেডান সমর্থক। তাদেরই একজন মতিঝিলের আরামবাগ এলাকার বাসিন্দা বর্ষিয়ান মো. মিলন রানা। প্রিয় দলকে সমর্থন দিতে গ্যালারিতে বসেছিলেন মোহামেডানের জার্সি গায়ে। হাতে ছিল সাদাকালো পতাকা। দল ফাইনালে জেতার পর তার যেন আনন্দের শেষ নেই। তিনি বলেন,‘বয়স হয়েছে, ভ্রমণের ক্লান্তি ভুলে কুমিল্লায় এসেছি প্রিয় মোহামেডানকে সমর্থন দিতে। দল চ্যাম্পিয়ন হওয়ায় আমার খুব ভালো লাগছে রাজধানীতে যে আনন্দ দীর্ঘদিন পাই নাই, তা আজ (গতকাল) পেয়েছি জেলা শহরে। বহু বছর পর প্রিয় দল মোহামেডান শিরোপা জেতায় কি যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আবাহনীকে হারিয়ে শিরোপা জেতার আনন্দই আলাদা।’ মিলন রানা যোগ করেন,‘৪০ বছরের বেশি সময় ধরে ঢাকার মাঠে মোহামেডানের খেলা দেখি। আমাদের বন্ধুদের একটি বিশাল গ্রুপ ছিল। গ্রুপের সবাই মোহামেডানের সমর্থক। এক সময় তৎকালীন ঢাকা স্টেডিয়ামের (বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম) পূর্ব গ্যালারিতে আমরা সবাই জায়গা নিয়ে বসতাম। খেলা শুরু হওয়ার ২/৩ ঘন্টা আগে যেতাম স্টেডিয়ামে। সেই দিনগুলো যদিও আর নেই, তবে মোহামেডানের প্রতি ভালবাসা কমে যায়নি। ফেডারেশন কাপের সেমিফাইনালে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান। দলের প্রতি বিশ্বাস ছিল ফাইনালেও কিছু একটা করে দেখাবেন ফুটবলাররা। তাই ঢাকা থেকে ছুটে এসেছি মোহামেডানের জয় দেখার জন্য। আমার সঙ্গে অনেকেই এসেছেন। ম্যাচটি দারুণ উপভোগ করেছি। কষ্ট করে কুমিল্লায় আসা স্বার্থক হয়েছে আমার। আশা করি এই জয়ের মাধ্যমে মোহামেডান আবারো জেগে উঠবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সংকট নিরসনে সংস্কার কার্যক্রম চলছে : অর্থ উপদেষ্টা
বগুড়ায় চাঞ্চল্যকর সালমা হত্যা নিয়ে র্যাব ও পুলিশের বিপরীত অবস্থান নিয়ে ধুম্রজাল
বিদায়ের ঘোষণা দিলেন সাউদি
বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা, শনিবার থেকে খুলবে কারখানা
এনটিসি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি-রেশন পরিশোধের দাবিতে সিলেট বিক্ষোভ মিছিল
শেরপুর নাকোগাও সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর
খুলনার বড় বাজারে আগুন, ১০ দোকানের মালামাল পুড়ে ছাই
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দৌলতপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ আটক-৩
মাদারীপুরের শিবচরে ডাকাতি
বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবিতে মানববন্ধন
দৌলতখানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
চালু করা হবে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ
কেন ট্রাম্পের মনোনীত গোয়েন্দা প্রধান এত বিতর্কিত?
নির্মাণের এক বছরেই নদীতে ধসে পড়লো বাঁধ
টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপ ও সিএনজি সংঘর্ষে একজন নিহত
মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে মিয়া লে রু'র সরে দাঁড়ানোর ঘোষণা
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা
ডেঙ্গু প্রতিরোধে সরকারের টেকসই রূপরেখা
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত