ঢাকা   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১

লিগ রানার্সআপ আবাহনীই, মোহামেডানের হার

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০২ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ১২:০১ এএম

শেখ জামাল ধানমন্ডিকে ক্লাবকে হারিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ম্যাচ হাতে রেখেই রানার্সআপ হলো ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে এগিয়ে থেকেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হারলো সদ্য ফেডারেশন কাপ জয়ী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে তলানীর দল নবাগত আজমপুর এফসি উত্তরা।

শুক্রবার বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দেয় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান বংশদ্ভুত স্থানীয় ফরোয়ার্ড এলিটা কিংসে, নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোগে ও কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১৮ খেলায় ১১ জয়, চার ড্র ও তিন হারে ৩৭ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে লিগ রানার্সআপ নিশ্চিত করলো আবাহনী। এক ম্যাচ কম খেলে চারটি করে জয় ও হার এবং নয় ড্রতে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল শেখ জামাল।

এদিন বিকালে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে স্বাগতিক বসুন্ধরা কিংসের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিজয়ী বসুন্ধরার পক্ষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা ও স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন একটি করে গোল করেন। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এমানুয়েল দলের হয়ে একমাত্র গোলটি করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরতে পারেননি।

গত মঙ্গলবার সমাপ্ত ফেডারেশন কাপের ফাইনালে দুর্দান্ত খেলে ঢাকা আবাহনীকে একাই গুড়িয়ে দিয়ে দলকে ১৪ বছর পর শিরোপা এনে দিয়েছিলেন মোহামেডানের মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলায়মানে দিয়াবাতে। কিন্তু শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না তিনি। তাই তো তিনদিন আগের মোহামেডানকে কিছুটা অচেনা মনে হয়েছে কিংসের বিপক্ষে। এছাড়া ছিলেন না নিয়মিত ফুটবলার কামরুল ও মুরাদ। এই তিনজনের অভাব পুরো ম্যাচ জুড়েই অনুভব করেছে সাদাকালোরা। বিশেষ করে দিয়াবাতের অভাবটা ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, তিনটি হলুদ কার্ড থাকায় এ ম্যাচে খেলতে পারেননি দিয়াবাতে। একে তো দিয়াবাতে নেই, তার উপর ৮৬ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় সাদাকালোরা। ২ মিনিটে সানডের গোলে লিড নেয় মোহামেডান (১-০)। তবে এর আট মিনিট পর মিগুয়েল গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান (১-১)। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের ৪০ মিনিটে রাকিবের গোলে লিড নেয় কিংসরা (২-১)। শেষে এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে লিগের চারবারের চ্যাম্পিয়নরা। মোহামেডানকে হারিয়ে ১৮ ম্যাচে ১৬ জয় এবং একটি করে ড্র ও হারে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ছয়টি করে জয় ও হারে এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।

অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুক্রবার লিগের আরেক ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দূর্বল আজমপুর এফসি উত্তরা। ম্যাচের ২২ মিনিটে কলোম্বিয়ান ফরোয়ার্ড রিচার্ড মাতুরানার গোলে লিড নেয় আজমপুর (১-০)। কিন্তু প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) সেই গোল শোধ দিয়ে আজমপুরের জাল কাঁপান শেখ রাসেলের আইভরি কোস্টের মিডফিল্ডার চালর্স দিদিয়ের (১-১)। ড্র নিয়েই দু’দল বিরতি গেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন আকুতি ছিলনা কারও। ফলে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। ১৭ ম্যাচে ছয়টি করে জয় ও হার এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট পাওয়া শেষ রাসেলের অবস্থান পাঁচে। সমান মাচে পাঁচ ড্র ও ১২ হারে মাত্র ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে আজমপুর। লিগ রানার্সআপ আবাহনীই,মোহামেডানের হার

স্পোর্টস রিপোর্টার

শেখ জামাল ধানমন্ডিকে ক্লাবকে হারিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ম্যাচ হাতে রেখেই রানার্সআপ হলো ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে এগিয়ে থেকেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হারলো সদ্য ফেডারেশন কাপ জয়ী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে তলানীর দল নবাগত আজমপুর এফসি উত্তরা।

শুক্রবার বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দেয় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান বংশদ্ভুত স্থানীয় ফরোয়ার্ড এলিটা কিংসে, নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোগে ও কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১৮ খেলায় ১১ জয়, চার ড্র ও তিন হারে ৩৭ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে লিগ রানার্সআপ নিশ্চিত করলো আবাহনী। এক ম্যাচ কম খেলে চারটি করে জয় ও হার এবং নয় ড্রতে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল শেখ জামাল।

এদিন বিকালে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে স্বাগতিক বসুন্ধরা কিংসের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিজয়ী বসুন্ধরার পক্ষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা ও স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন একটি করে গোল করেন। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এমানুয়েল দলের হয়ে একমাত্র গোলটি করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরতে পারেননি।

গত মঙ্গলবার সমাপ্ত ফেডারেশন কাপের ফাইনালে দুর্দান্ত খেলে ঢাকা আবাহনীকে একাই গুড়িয়ে দিয়ে দলকে ১৪ বছর পর শিরোপা এনে দিয়েছিলেন মোহামেডানের মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলায়মানে দিয়াবাতে। কিন্তু শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না তিনি। তাই তো তিনদিন আগের মোহামেডানকে কিছুটা অচেনা মনে হয়েছে কিংসের বিপক্ষে। এছাড়া ছিলেন না নিয়মিত ফুটবলার কামরুল ও মুরাদ। এই তিনজনের অভাব পুরো ম্যাচ জুড়েই অনুভব করেছে সাদাকালোরা। বিশেষ করে দিয়াবাতের অভাবটা ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, তিনটি হলুদ কার্ড থাকায় এ ম্যাচে খেলতে পারেননি দিয়াবাতে। একে তো দিয়াবাতে নেই, তার উপর ৮৬ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় সাদাকালোরা। ২ মিনিটে সানডের গোলে লিড নেয় মোহামেডান (১-০)। তবে এর আট মিনিট পর মিগুয়েল গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান (১-১)। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের ৪০ মিনিটে রাকিবের গোলে লিড নেয় কিংসরা (২-১)। শেষে এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে লিগের চারবারের চ্যাম্পিয়নরা। মোহামেডানকে হারিয়ে ১৮ ম্যাচে ১৬ জয় এবং একটি করে ড্র ও হারে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ছয়টি করে জয় ও হারে এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।

অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুক্রবার লিগের আরেক ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দূর্বল আজমপুর এফসি উত্তরা। ম্যাচের ২২ মিনিটে কলোম্বিয়ান ফরোয়ার্ড রিচার্ড মাতুরানার গোলে লিড নেয় আজমপুর (১-০)। কিন্তু প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) সেই গোল শোধ দিয়ে আজমপুরের জাল কাঁপান শেখ রাসেলের আইভরি কোস্টের মিডফিল্ডার চালর্স দিদিয়ের (১-১)। ড্র নিয়েই দু’দল বিরতি গেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন আকুতি ছিলনা কারও। ফলে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। ১৭ ম্যাচে ছয়টি করে জয় ও হার এবং পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট পাওয়া শেষ রাসেলের অবস্থান পাঁচে। সমান মাচে পাঁচ ড্র ও ১২ হারে মাত্র ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে আজমপুর।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আইপিএলের কারণে নেই নিয়মিতরা, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল
টুর্নামেন্ট সেরা দলে নেই বাংলাদেশের কেউ
বুফনের ছেলের অভিষেক
কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের কার বেতন কত?
টেস্ট ক্রিকেটের দেড়শ’ বছর পূর্তিতে দিবা-রাত্রির ম্যাচ
আরও
X

আরও পড়ুন

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা

প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কোটালীপাড়ায় দিনদুপুরে যুবককে খুন করে বাড়িতে ডাকাতি

কোটালীপাড়ায় দিনদুপুরে যুবককে খুন করে বাড়িতে ডাকাতি

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

বরিশালের ২৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশালের ২৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

কমপ্লিট শাটডাউনে সরব ইন্টার্ন চিকিৎসকরা :  সিলেটে  চিকিৎসা সেবা ব্যাহত !

কমপ্লিট শাটডাউনে সরব ইন্টার্ন চিকিৎসকরা :  সিলেটে  চিকিৎসা সেবা ব্যাহত !

আইপিএলের কারণে নেই নিয়মিতরা, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল

আইপিএলের কারণে নেই নিয়মিতরা, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল

মস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের, ৩৩৭টি ড্রোন ধ্বংস; নিহত ১

মস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের, ৩৩৭টি ড্রোন ধ্বংস; নিহত ১

মুকসুদপুরে এসিল্যান্ডের ‘অনুমতিতে’ অবৈধভাবে বালু তুলছেন বিএনপি নেতারা

মুকসুদপুরে এসিল্যান্ডের ‘অনুমতিতে’ অবৈধভাবে বালু তুলছেন বিএনপি নেতারা

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক চাপায় শিশু নিহত

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক চাপায় শিশু নিহত

সালথায় বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

সালথায় বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলায় পুলিশের ঘুষ বানিজ্য

হত্যা মামলায় পুলিশের ঘুষ বানিজ্য

পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুলকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা

পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুলকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

টুর্নামেন্ট সেরা দলে নেই বাংলাদেশের কেউ

টুর্নামেন্ট সেরা দলে নেই বাংলাদেশের কেউ

এবার যে ৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

এবার যে ৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার