ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ব্রাজিলের বিপক্ষে সেনেগালের ইতিহাস

মাইলফলকের ম্যাচ রাঙালেন রোনালদো

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম

ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। এই পর্তুগিজ প্রথম পরুষ ফুটবলার হিসেবে ২০০তম ম্যাচে মাঠে নামার পূর্বে এভাবেই নিজের ফুটবল জীবনের সারাংশ করছিলেন। যে খেলোয়াড় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে, ফুটবলও তাঁর সঙ্গে সন্ধি পাতে। রোনালদোর ‘ডাবল সেঞ্চুরির’ ম্যাচে গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি ফুটবলার ইনাসিওর হেডে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে জালে পাঠান রোনালদো নিজেই। সঙ্গে সঙ্গে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। দীর্ঘক্ষণ সময় নিয়ে ভিএআরে যাচাই শেষে গোলের বাঁশি বাজান রেফারি। রোনালদোর ক্যারিয়ারের ১২৩তম গোলেই ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে পরশু রাতে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
স্বাগতিক আইসল্যান্ড প্রথম থেকেই প্রতিরোধ গড়ে তুলেছিল। কিছুতেই তাদের রক্ষণ ভেদ করা সম্ভব হচ্ছিল না। প্রথমার্ধে দুটি ভালো সুযোগ নষ্ট করেছে তারা। তবে ম্যাচের ৮১ মিনিটে পর্তুগালের ইনাসিওকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আইসল্যান্ডের থর উইলুমসন মাঠ ছাড়লে দশজনের দল হয়ে যার তারা। এই জয়ে ইউরো বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। ৪ ম্যাচের সব কটিতে জিতে তাদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়া পর্তুগালের চেয়ে পিছিয়ে ২ পয়েন্টে। গতকাল তারা ১-০ গোলে হারিয়েছে লিখটেনস্টাইনকে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো জানান, ‘এ ম্যাচে আমার গোলে আমার দল জিতেছে। এটা আমার ২০০ ম্যাচ খেলার অর্জনের চেয়েও বিশেষ।’
অন্যদিকে জার্মান ফুটবলের মন্দ সময় কিছুতেই কাটছে না। গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর দলটি ৫টি ম্যাচ খেলে কেবল একটিতে জয় পেয়েছে। এক বছরই পরই ইউরো খেলবে তারা আয়োজক হিসেবে। দুঃসময়ের চক্রে থাকা জার্মানি পরশু রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে হেরে গিয়েছে কলম্বিয়ার কাছে। ম্যাচ শেষে সেই হতাশা লুকালেন না জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে গোল করে লাতিন দলকে এগিয়ে নেন লুইস দিয়াস। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হুয়ান কুয়াদ্রাদো। ২০২১ সালে দায়িত্ব পাওয়া ফ্লিক ম্যাচ শেষে জানান, ‘কী আর বলতে পারি? এই মুহূর্তে কিছু বলার মতো যুক্তি আমাদের নেই। আমাদের বিশ্লেষণ করতে হবে, ভুল থেকে শিখতে হবে।’
একই রাতে বর্ণবাদ বিরোধী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা মিলল এক অচেনা ব্রাজিল দলের। সেলেসাওরা প্রদর্শনী করল ছন্নছাড়া ফুটবল, ভুল পাসের মহড়া এবং আত্মঘাতী গোল। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও সেনেগালের বিপক্ষে ভীষণ দৃষ্টিকটু ফুটবল খেললো ব্রাজিল। ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৪-২ গোলে হারিয়েছে সেনেগাল। আফ্রিকান দলগুলো ইদানিং বেশ ভালোই ঝামেলা করছে ব্রাজিলের সঙ্গে। এর আগে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের কাছে এবং পরে প্রীতী ম্যাচে মরোক্কোর বিপক্ষে হেরেছিল সেলেসাওরা। তবে এমন হারের কোনো অজুহাত দাঁড় করাতে চান না ব্রাজিলের খেলোয়াড়রা। পূর্ণকালীন কোচ ছাড়াই চলছে এখন ব্রাজিল দল। তবে এটিকে হারের কারণ বলতে নারাজ তারা।
কাতার বিশ্বকাপের পর ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে তিনটি ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে মাত্র এক ম্যাচে। আগের ম্যাচেই বার্সেলোনায় গিনিকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। তবে এর আগে মার্চের শেষে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরশু পর্তুগালের হোসে আলভালাদ স্টেডিয়ামে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন লুকাস পাকেতা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ২২ মিনিটে হাবিব দিয়ালোর গোলে সমতায় ফেরে সেনেগাল। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ করার পর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হতাশা বাড়িয়ে দেন মারকুইনোস। ৫২ মিনিটে আত্মঘাতী গোলে সেনেগালকে এগিয়ে দেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ৫৫ মিনিটে দুর্দান্ত গোলে সেনেগালকে ৩-১ গোলে এগিয়ে নেন সাদিও মানে।
এরপর ৫৮ মিনিটে মারকুইনোসের গোলেই ব্যবধান কমায় ব্রাজিল। তবে সেলেসাওরা সমতায় তো ফিরতেই পারেনি, উল্টো যোগ করা সময়ে মানের পেনাল্টি গোলে আরো ব্যবধান বাড়ায় সেনেগাল। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় পায় আফ্রিকান দলটি।
দুই দলের দ্বিতীয়বারের দেখায় প্রথম জয় পেল সেনেগাল। ২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সেনেগালের কাছে হারার পর সতীর্থদের আরো দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। দানিলো বলেন, ‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, সিস্টেম পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল