ম্যান ইউ ধাক্কায় পিছিয়ে আর্সেনাল
১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

ইংলিশ প্রিমিযার লিগের শিরোপার দৌড়ে আবারো পিছিয়ে পড়লো আর্সেনাল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল। টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল আর্সেনাল। আগের দুই রাউন্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হারের পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করেছিল তারা। প্রতিপক্ষের মাঠে পুরো প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। ওই একটিই খুঁজে পায় ঠিকানা। যোগ করা সময়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো ফ্রি কিকে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান ব্রুনো ফার্নান্দেস। ৭৪ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। ইউরিয়েন টিম্বারের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে সমতা টানেন ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস। এই ড্রয়ে ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ বেশী খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠেছে ইউনাইটেড।
এদিকে, আগের ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে এবার ঘরের মাঠে কোনোরকম ঝুঁকি নেয়নি রিয়াল মাদ্রিদ। দলের দুই প্লে মেকার কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির দল। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভায়েকানোর বিপক্ষে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লুকা মদ্রিচরা। লিগে তাদের আগের তিনটি লড়াই-ই ড্র হয়েছিল।
ঘরের মাঠে শুরুটা বেশ ভালোই করে রিয়াল। গোলের প্রথম সুযোগ আসে খেলার ১৪ মিনিটে। ভিনিসিয়াসের দূর থেকে নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে আটকান ভায়েকানোর গোলরক্ষক। রিয়ালের আক্রমনগুলো সামাল দিয়ে গোলের জন্য চেষ্টা চালায় রায়ো ভায়েকানো। ২৭ মিনিটে আন্দ্রেই রাচিউয়ের কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়ে রিয়ালকে রক্ষা করেন ইউক্রেইনের গোলরক্ষক আন্দ্রে লুনিন। ৩০ মিনিটে এমবাপ্পের গোলে লিড নেয় রিয়াল। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা। লা লিগায় অভিষেক মৌসুমে তার গোল হলো ১৮টি। তার চেয়ে তিনটি বেশি নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনার রবার্ট লেভানডস্কি। এরপর একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। মদ্রিচের পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে রায়ো ভায়েকানোর হয়ে এক গোল শোধ দেন পেদ্রো দিয়াজ। বিরতির পর আর গোল বাড়াতে পারেনি রিয়াল। এই জয়ের পর ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্টও ৫৭। তবে গোলগড়ে এগিয়ে তারা।
আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে হেরে টেবিলের তিন নম্বরে নেমে গেছে দিয়েগো সিমেওনির দল। লা লিগায় রোববার গেটাফের মাঠে ২-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর খেলার ৭৫ মিনিটে গোল করে এগিয়ে গেলেও শেষে দুই গোল হজম করে অ্যাটলেটিকো। পেনাল্টি থেকে আলেকজান্ডার শরলথ অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে নেন। এরপর ৮৮ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার লালকার্ডে কপাল পোড়ে অ্যাটলেটিকোর। মাউরো আরামবারি একাই দুই গোল করে গেটাফের জয় নিশ্চিত করেন। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে গেটাফে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন