বাংলাদেশের আজ লেবানন পরীক্ষা
২১ জুন ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে মর্যাদার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে গতকাল। ‘এ’ গ্রুপের খেলা দিয়ে এবারের সাফ শুরু হলেও বাংলাদেশের আজ লেবানন পরীক্ষা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এদিন পশ্চিম এশিয়ার দেশ শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে বাংলাদেশ-লেবানন ম্যাচটি। একই ভেন্যুতে রাত ৮টায় ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মালদ্বীপ খেলবে ভুটানের বিপক্ষে। সাফে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ লেবানন যে শক্তিশালী তাতে কোন সন্দেহ নেই। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে চোখ রাখলেই তা স্পষ্ট। যেখানে লেবাননের অবস্থান ৯৯তম স্থানে সেখানে বাংলাদেশ রয়েছে ১৯২তম স্থানে। র্যাঙ্কিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কি তাও জানিয়ে দিলেন লাল-সবুজের স্প্যানিশ কোচ হ্যাভিয়ে ক্যাবরেরা। গতকাল তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। তবে শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের উপর। শুধু তারই নয়, অবশ্যই আমরাও শক্তিশালী। আমরা মাঠে যাবো তিন পয়েন্টের লক্ষ্যে। সেটা যদি না হয়, তো আমরা কমপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
ঘাসের মাঠে খেলা নিয়ে কিছুটা অনুযোগ করলেন ক্যাবরেরা, ‘আমাদেরকে টার্ফে অনুশীলন করতে হয়েছে। বিকল্প ছিল না। তবে লেবাননের বিপক্ষে ম্যাচ খেলবো যেখানে, সেটা ঘাসের মাঠ। টার্ফের চেয়ে অনেক গতিময় হবে এ মাঠ।’ ব্যাঙ্গালুরুর আবহাওয়া নিয়ে বাংলাদেশ কোচের মন্তব্য, ‘আবাহাওয়া নিয়ে অভিযোগ করার কিছু নেই। আমাদের হয়তো অনেক গরমের মধ্যে খেলতে হবে। তবে সেটা বড় কোন সমস্যা নয়।’ কোচ ক্যাবরেরার কণ্ঠেই যেন সুর মেলালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘টুর্নামেন্টকে সামনে রেখে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কাল (আজ) সেই প্রস্তুতির ফাইনাল পরীক্ষা। যাতে পাস করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট নিতে পারলেও খুশি হবো।’ তিনি যোগ করেন, ‘লেবানন র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৯৩ ধাপ এগিয়ে। আমরা তো চাইবোই তিন পয়েন্ট। তবে এটাও বুঝি কাজটা কঠিন হবে। লেবানন অনেক শক্তিশালী দল।’ লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ার একটি সুযোগও দেখছেন জামাল ভূঁইয়া। তার কথায়,‘শেষ ১২ দিনে ওরা চারটা ম্যাচ খেলেছে। তাতে করে ওরা কিছুটা ক্লান্ত আছে। কারণ ১২ দিনে চারটা ম্যাচ খেলা মোটেই সহজ নয়। ওইখানে হয়তো আমাদের বাড়তি কিছুটা সুবিধা আদায় করে নিতে হবে। আমরা পুরোপুরি প্রস্তুত লেবানন ম্যাচের জন্য। মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। আশাকরছি আমরা তা পারবো। দলের সবাই সুস্থ আছে। সবাই মুখিয়ে আছে প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলতে।’ লেবানন ম্যাচের আগে কাল শেষ মুহূর্তের অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যাঙ্গালুরুর কারনাটাকা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশ স্টেডিয়ামে অনুশীলন সারেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। এদিকে কাল বিকালে উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপের দল শক্তিশালী কুয়েত ৩-১ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে