হতাশার হারে শুরু বাংলাদেশের
২২ জুন ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে মর্যাদার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ হতাশার হারেই শুরু করলো বাংলাদেশ। গতকাল বিকালে ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড হাসান মাতুক ও খলিল বাদের গোল দুটি করেন। এই হারে ম্যাচ শেষে মাঠেই শুয়ে পড়েন বাংলাদেশ দলের তারকা ডিফেন্ডার তপু বর্মণ। এসময় লাল-সবুজের অন্য ফুটবলারদের মুখে ছিল চিন্তার ছাপ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেই যেন সেমিফাইনালে খেলার স্বপ্ন ধূসর হয়ে গেল জামাল ভূঁইয়াদের। আরও একটি হতাশার গল্প দিয়ে ব্যাঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হলো বাংলাদেশের। মূলত ম্যাচের শেষ ১৫ মিনিটেই বাংলাদেশ দলের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। ৭৯ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। ম্যাচ এগিয়ে যাচ্ছিলো ড্র’র পথে। কিন্তু এরপরই শুরু জামাল-তপুদের ব্যর্থতার কাহিনী।
সাফের আগে কম্বোডিয়া প্রিমিয়ার লিগে ক্লাব টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়ে উজ্জীবিত ভালো শুরুর আশায় ব্যাঙ্গালুরুতে পা রেখেছিল লাল-সবুজরা। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে লালকার্ড দেখেছিলেন বাংলাদেশের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। তখন থেকেই শঙ্কা ছিল সাফের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অবশ্য না খেলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে সব শঙ্কা দূর করে লেবাননের বিপক্ষে মাঠে নেমেছিলেন তারিক কাজী। যদিও তার এক ভুলেই প্রথম গোলটি হজম করতে হয় বাংলাদেশকে। এবারই প্রথম প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা পান ঈসা ফয়সাল। এই ডিফেন্ডারের জাতীয় দলের জার্সিতে অপেক্ষাও ফুরাল। লেবাননের বিপক্ষে ম্যাচে ২৩ বছর বয়সী ঈসাকে রেখেই সেরা একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ঈসা অবশ্য কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ভালো খেলে।
কাল ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ জমাট রেখে খেলেছে বাংলাদেশ। ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লেবানন। পশ্চিম এশিয়ার দেশটি এই অর্ধে দুয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পোস্টের নিচে লাল সবুজের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছিলেন দেয়াল হয়ে। তাই শক্তিশালী লেবাননের বিপক্ষে সমতার স্বস্তি নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে ঈসা বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার চেষ্টায় ফাউলের শিকার হন। অধিনায়ক জামাল ভুঁইয়ার ফ্রি কিক পরীক্ষা নিতে পারেনি লেবাননে গোলরক্ষক আলী সাবেহ’র। ৩৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দূরের পোস্টে থাকা খলিল বাদেরের পায়ে গিয়ে পড়ে। লেবাননের এই ফরোয়ার্ডের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন জিকো।
লেবাননের বিপক্ষে ৪-৩-২-১ ছকে খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনে তিনটি। ৫৭ মিনিটে হ্যাভিয়ের ক্যাবরেরা জনির জায়গায় মোরসালিন ও জামালের বদলি হিসেবে মাঠে নামান হৃদয়কে। রবিউলকে নামান সুমন রেজার জায়গায়। তাতে ৬০ মিনিটে ম্যাচের সেরা সুযোগটিও আসে। কিন্তু নিজেদের অর্ধ থেকে হৃদয়ের লং পাসে বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফয়সাল আহমেদ ফাহিম। তার শট রখে দেন আলী সাবেহ। ম্যাচের শেষ দিকে পাল্টা আক্রমণ থেকে দুটি গোল আদায় করে নেয় লেবানন। ৮০ মিনিটে তারিক কাজীর ভুলের চড়া মাশুল দিতে হয় বাংলাদেশকে। তার পা থেকে বল নিয়ে ছুটে বক্সে ঢুকেই বাঁ দিক দিয়ে ক্রস করেন করিমন ডারবিচ। ডানপ্রান্তে বল পেয়ে বাংলাদেশের গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন বদলী ফরোয়ার্ড হাসান মাতুক (১-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৬ মিনিট) লেবাননের খলিল বাদের গোল করে ব্যবধান দ্বিগুন করেন (২-০)। শেষে এই ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা। আর জয়ের আনন্দে উল্লাস করতে করতে ডাগআউটে ফেরেন হাসান মাতুকরা। আগামী রোববার একই স্টেডিয়ামে বিকাল ৪টায় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন রাত ৮টায় লেবানন খেলবে ভুটানের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ