চেলসি ও সউদী প্রো-লিগের দাপট
২৩ জুন ২০২৩, ১০:৩২ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০১ এএম
ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে ফুটবলারদের দল বদলের পালা। যে দলগুলো ভালো ফলাফল পায়নি বিগত মৌসুমে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের আরও সুসংগঠিত করতে। অন্যদিকে সফলতা যে ক্লাবগুলোকে ধরা দিয়েছে, তারাও বসে নেই। দলের শক্তি ধরে রাখতে মরিয়া তারা। জুলাই মাসের ১ তারিখ থেকে গ্রীষ্মকালীন দল বদল কার্যকর হওয়ার কথা থাকলেও, এরই মাঝে বহু গুরুত্বপূর্ণ দল বদলের দাপ্তরিক কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সে ক্ষত্রে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ডের সাবেক চ্যাম্পিয়ন চেলসি। এরমাঝেই তারা উল্লেখযোগ্যভাবে ফুটবলার বিক্রি করেছে। তাছাড়া এই গ্রীষ্মে বেশ সরব দেখা যাচ্ছে সউদী প্রো লিগের ক্লাবগুলোকে।
টডি বয়েলি চেলসির মালিকানা কেনার পর থেকেই কেবল অবনমন হচ্ছে লন্ডনের ক্লাবটির। যদিও যুক্তরাষ্ট্রের এই ধনকুবের গত এক বছরে ৬০০ মিলিয়নের বেশি ইউরো খরচ করেছেন ফুটবলারদের দলে ভেড়াতে। ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে সেই বয়েলি এবারের গ্রীষ্মে উল্লেখযোগ্য হারে ফুটবলাদের ছেড়েও দিচ্ছেন। চেলসির হয়ে ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একমাত্র গোল করা কাই হাবার্টজ ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিচ্ছেন আর্সেনালে।
গত মৌসুমে চেলসিতে আসা ডিফেন্ডার, কালিদু কুলিবালি, উইঙ্গার হাকিম জিয়াস ও গোলরক্ষক এদুয়া মঁদি ব্লুজদের ডেরা ছেড়ে যাচ্ছেন যথাক্রমে সউদী প্রো লিগের তিন ক্লাব আল হিলাল, আল নাসের ও আল আহিলে। এদিকে লন্ডনের গতকাল ভিয়ারিয়ালের সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জেকসনকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টানার সম্মতিতে পৌঁছেছে। এদিকে চেলসির মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে দলে টানার জন্য ৫৫ মিলিয়ন পাউন্ডের একটি প্রস্তাব পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাপ্তান ইকায় গুন্দোগান দল ছাড়েছেন। সে স্থান তারা পূরণ করছে চেলসির মিডফিল্ডার মাতিও কোভোচিচকে দিয়ে। এই ক্রোয়েটের জন্য তারা খরচ করছে ২৫ মিলিয়ন পাউন্ড ও শর্ত সাপেক্ষ আরও ৫ মিলিয়ন পাউন্ড।
অন্যদিকে চেলসি ছেড়ে দিতে চাচ্ছে তাদের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। ধারে বা ফ্রি এজেন্ট করে নয়। তবে বাস্তবতা হচ্ছে একমাত্র সউদীর ক্লাবগুলোই তাকে পাকাপাকিভাবে কিনতে চাচ্ছে। লুকাকু আবার ইউরোপের বাহিরে খেলতে রাজি নয়। এদিকে ইউরোপের কোন দল এই ৩০ বছর বয়সী স্ট্রাইকারকে পাকাপাকিভাবে কেনার আগ্রহ পোষণ করছে না। এদিকে চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তেকে ফ্রি এজেন্টে দলে টেনেছে সউদীর বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।
লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার ১৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে ইতালিয়ান গোলরক্ষক জজলিয়েলমো ভিসারিওকে। গোলবারের নিচে স্পার্সের দীর্ঘদিনের বিশ্বস্ত হাত হুগো লরিস এখন বয়স ও ফর্ম হীনতায় ঋজু। তাই এমপিউলি থেকে এই ২৬ বছর বয়সী কিপারকে দলে টানা। অন্যদিকে কাতার বিশ্বকাপে চমক দেখানো মার্কিন ফুটবলার তিমোতি উইয়াহকে দলে টানার জন্য ১২ মিলিয়ন ইউরোর একতা প্রস্তাব পাঠিয়েছে স্পার্স। ইংল্যান্ডের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড সউদী মালিকানায় যাওয়ার পর থেকে নিজেদের আর্থিক সক্ষমতার প্রদর্শন করে যাচ্ছে। এবার তারা হাত বাড়িয়েছে এসি মিলানের মিডফিল্ডার সান্দ্রো তোনালির দিকে। এই ২৩ বছর বয়সী মিডফিলদারকে দলে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে নিউক্যাসল।
ওয়েস্টহ্যামকে সুদীর্ঘ ৫৮ বছর পর ইউরোপিয়ান কোন শিরোপা জতানোর মূল কারিগরদের একজন ডেকলন রাইসকে একই সঙ্গে পেতে চাইছে আর্সেনাল ও ম্যানসিটি। গানারদের সবশেষ ৭৭ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবটি নাকোচ করে দেয় হ্যামাররা। অন্যদিকে ম্যানসিটির মিডফিল্ডার বের্নার্ডো সিলভাকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে সউদীর ক্লাবগুলো। গতকাল এই পর্তুগিজকে পাওয়ার দৌড়ে সামিল হয়েছে পিএসজিও। গুন্দোগানের পর যদি সিলভাও ক্লাব ছাড়েন তবে বর্তমান ইউরোপ সেরা দলটি হঠাৎ করেই মলিন হয়ে যাবে।
অন্যদিকে রাইসকে যদি আর্সেনাল দলে টানতে পাড়ে সেক্ষত্রে তারা ছেড়ে দিবে আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস পার্টিকে। এই ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে আগ্রহী সউদীর একাধিক ক্লাব। তবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসও ৪০ মিলিয়ন ইউরোর একটা প্রস্তাব পাঠিয়েছে পার্টির জন্য।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ