হারের দুঃখ ভুলে অনুশীলনে জামালরা
২৩ জুন ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০০ এএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে মর্যাদার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ হতাশার হারেই শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে। এই হারে সাফের আরও একটি আসরের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছে জামাল ভূঁইয়াদের। যদিও লেবাননের কাছে হার অকল্পনীয় নয়। তবে ম্যাচে ভালো খেলেই পশ্চিম এশিয়ার দেশটিকে ৭৯ মিনিট পর্যন্ত আটকে রাখে বাংলাদেশ। কিন্তু শেষ ১৫ মিনিটেই বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়।
৮০ মিনিটে ডিফেন্ডার তারিক কাজী এক ভুলেই গোল হজম করে বসে লাল-সবুজরা। ম্যাচের যোগকরা সময়ে লেবানন আরেকটি গোল করলে ১ পয়েন্ট পাওয়ার আশা বিলিন হয়ে যায় জামাল ভূঁইয়াদের। গ্রুপে বাংলাদেশের হাতে রয়েছে আর দুটি ম্যাচ। একটি মালদ্বীপ, অন্যটি ভুটান। এ দুই দলের বিপক্ষে আগে হার-জিত ছিল বাংলাদেশের। যদিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে চাপ খুব একটা নিতে পারে না জামাল বাহিনী। যার ফলে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচকেই ডু অর ডাই হিসাবে ধরা হচ্ছে। এই ম্যাচ জিতলে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল টিকে থাকবে এবারের সাফে, অন্যথায় বিদায় ঘন্টা বাজবে আনিসুর রহমান জিকো-তপু বর্মণদের।
তাইতো আগের দিন লেবাননের কাছে হারের পর গতকাল আর বসে থাকেনি বাংলাদেশ দল। সাফে নিজেদের প্রথম ম্যাচে হারের দুঃখ ভুলে মাঠের অনুশীলনে নেমে পড়েন জামালরা। কাল দুপুর ১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাঙ্গালুরুর হিন্দুস্তান লিমিটেড মাঠে অনুশীলনে ঘাম ঝরান তারিক কাজী-রহমত মিয়া-সোহেল রানারা। লেবাননের বিপক্ষে হারের দু:খ ভুলে সামনের দিকে তাকিয়ে আছেন কোচ ক্যাবরেরা। তাই মালদ্বীপ ম্যাচকে ফাইনাল হিসাবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। অনুশীলন শেষে তিনি বলেন, ‘রোববার (আগামীকাল) মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে, এবারের সাফে এটিই আমাদের জন্য ফাইনাল ম্যাচ।’ একই কথা বলেন মিডফিল্ডার সোহেল রানা,‘সাফে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে।’
তবে পয়েন্ট পেতে হলে গোল করতে হবে বাংলাদেশ দলকে। সেদিকেও মনযোগ বাংলাদেশ অধিনায়কের, ‘কেবল স্ট্রাইকারই নয়, সবাইকেই গোল করার চেষ্টা করতে হবে। গোলের জন্য শুধু ফরোয়ার্ডদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমরা একসঙ্গে জিতবো, হারবোও একই সঙ্গে।’ লেবানের ম্যাচ নিয়ে জামাল বলেন, ‘লেবাননের বিপক্ষে আমরা ভাল একটি ম্যাচ খেলেছিলাম। তবে শেষ ১০/১৫ মিনিট মনসংযোগ হারিয়ে ফেলেছিলাম। যার কারণে দুটি গোল হজম করতে হয়েছে।’ মালদ্বীপ ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের অনুশীলনের সব ফোকাস হচ্ছে মালদ্বীপ ম্যাচ।’ বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দলের মানসিক পরিবেশ সম্পর্কে বলেন, ‘সবাই ইতিবাচক রয়েছে। আগের ম্যাচের পজিটিভ দিকগুলো স্মরণ করে মালদ্বীপের জন্য প্রস্তুত হচ্ছে ছেলেরা। কারণ ওরা জানে টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে ভালো কিছু করতেই হবে।’
দেখা যাক ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে কি করে লাল-সবুজরা। সাফের গত কয়েকটি আসরের মতো এবারও গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়বে বাংলাদেশ, নাকি ব্যাঙ্গালুরুতে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের পথে থাকবেন জামাল ভূঁইয়ারা। এটা দেখার অপেক্ষায় আছেন দেশের কোটি ফুটবলপ্রেমী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ