ঘাসের মাঠে অনুশীলনে নারী ফুটবলাররা
০১ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বরাবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মতিঝিলস্থ কৃত্রিম মাঠে অনুশীলন এবং কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে ম্যাচ খেলে এসেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা। এবার তাদের সেই অভ্যাস বদলাতে হচ্ছে। কৃত্রিম মাঠের বদলে ঘাসের মাঠে অনুশীলনের অভ্যাস করতে হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলারদের। কারণ আসন্ন হ্যাংজু এশিয়ান গেমস নারী ফুটবল ও ভিয়েতনামের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বের খেলা ঘাসের মাঠে অনুষ্ঠিত হবে। তাই জাতীয় এবং অনূর্ধ্ব-১৭ দলকে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছেন দেশের নারী ফুটবলের নতুন কোচ সাইফুল বারী টিটু। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অনূর্ধ্ব-১৭ দল এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দলের মেয়েদের অনুশীলন করান তিনি। প্রচন্ড রোদে রানিং, স্ট্রেচিংসহ সব অনুশীলনই করেছেন নারী ফুটবলাররা। ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষে ছুটিতে ছিলেন জাতীয় নারী দলের খেলোয়াড়রা। সেই ছুটি কাটিয়ে ক্যাম্পে ফেরার পর কাল ৩২ জনের মধ্যে ১৮ জনকে নিয়ে প্রথম দিনের অনুশীলন সারেন কোচ টিটু। তবে অধিনায়ক সাবিনা খাতুন ছিলেন না এই অনুশীলনে। জানা গেছে, তিনি দুই দিন পর অনুশীলনে যোগ দেবেন। সানজিদা আক্তার ও তহুরা খাতুনের জ্বর। তাই তারাও অনুশীলন করেননি। আনাই মোগিনি একদিন পর আসবেন। বিকেএসপির খেলোয়াড়রা আজ ক্যাম্পে উঠবেন। এছাড়া অনুশীলনের মাঠে উপস্থিত থাকলেও চোট থাকায় প্রায় বসেই ছিলেন কৃষ্ণা রানী সরকার।
প্রথম দিনের অনুশীলন দেখে নতুন কোচের মনে হয়েছে মেয়েদের ফিটনেসের দিকে আরও দৃষ্টি দিতে হবে। বিশেষ করে বিশ্বকাপে খেলা জাপান-ভিয়েতনামের মতো দলের বিপক্ষে এশিয়ান গেমসে লড়তে হলে সেরা ফিটনেস নিয়েই মাঠে নামার পক্ষপাতী কোচ টিটু। অনুশীলন শেষে তিনি বলেন,‘জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আরও দু’দিনের ছুটি নিয়েছে। সানজিদা-তহুরার জ্বর। ধর্মীয় উৎসবের কারণে ক্যাম্পে রিপোর্ট করতে পারেনি আনাই মোগিনী। এছাড়া বিকেএসপির খেলোয়াড়রা এখনো ক্যাম্পে আসতে পারেনি।’ টিটু যোগ করেন, ‘মেয়েরাতো সারা বছরই অনুশীলনে থাকে। তবে নেপালের বিপক্ষে ম্যাচে ফিটনেসে কিছুটা ঘাটতি দেখেছিলাম। তাছাড়া গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে যে দলকে দেখেছিলাম, আজ মনে হয়েছে ফিটনেস কিছুটা কম আছে মেয়েদের। যদিও প্রথম দিনের অনুশীলন দেখে সবার ফিটনেসের অবস্থা বুঝা মুশকিল। এশিয়ান গেমসেও প্রতিপক্ষ হিসাবে নেপাল রয়েছে। তাই আগে ফিটনেসের দিকেই আমি নজর দিচ্ছি। তারপর স্ট্রাকচার ঠিক রেখে দলের মান উন্নতি করার চেষ্টা করবো। জাপানের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলে ফিটনেস ঠিক থাকা জরুরি।’
অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলতে চান কোচ টিটু। প্রয়োজনে পুরুষ দলের বিপক্ষে খেলতে চান তিনি, ‘প্রস্তুতি ম্যাচ পাবো কিনা জানি না। তবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ও ১৬ দল পাওয়া যায় কিনা দেখতে হবে। হংকংয়ে ২০০৯ কোর্স করতে গিয়ে দেখেছিলাম সেখানকার জাতীয় দলকে বয়সভিত্তিক দলের বিপক্ষে ম্যাচ খেলতে। আসলে ছেলেদের সঙ্গে তো পেরে ওঠা কঠিন। আমরা যদি এমন ম্যাচ খেলতে পারি, তাহলে ভালো হবে। এখন দেখা যাক কী হয়।’
এশিয়ান গেমসে চীনের হ্যাংজুতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ফুটবলের খেলা। এর কয়েকদিন আগে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্ব রয়েছে ভিয়েতনামে। অ্যাক্রিডিটেশন জটিলতায় সাবিনাদের সঙ্গে এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না কোচ টিটুর। তবে হ্যাংজুতে যাওয়া না হলেও অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে অংশ নিতে ভিয়েতনাম যেতে আপত্তি নেই তার। যদিও ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে ফুটবলার এবং ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে কোচ হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ